![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
মাধবী আর ফিরে আসেনি....!
সেই নীল অবয়ব;
আরও গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে,
তবুও সে ফিরে আসেনি..!!
দেবী,
আমি সংশপ্তক নই,
আমিতো হেরে যাই বারবার,
বরংবরই তো শুধু হেরেই যাচ্ছি....!!
তোমায় পুজো দিলে বর দিবে আমায়,
মাধবীকে...?
সে শুধু একবার ফিরে আসুক....!!
উদ্দীপ্ত নয়নে আমার দিকে তাকিয়ে থাকুক,
এক মুহুর্তের জন্য হলেও আসুক,
আমি ভিতরে ভিতরে ভেঙে যাই,
পুড়ে যাই, ভষ্ম হয়ে যাই, দুমড়ে মুচড়ে যাই
তবুও মাধবী থাকুক, আমার সামনে...!
হে মহাকাল, সহায় হও, কিসের এত ব্যস্ততা তোমার...!
আমি একটু অতীত চাই...!
ফিরিয়ে দাও আমায় আমার অতীত .....!!
ফিরিয়ে দাও আমাকে আমার মাধবীকে,
আমি আমার অতীত কে ফেরত চাই না,
আমি আমার বর্তমান কেও চাই না,
আমি আমার মাধবীকে ফেরত চাই,
শুধু একবার চাই...!
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩০
শরীফ বিন ঈসমাইল বলেছেন: আবেগ কে পুজি করই রচিত হয় এমন পাগলের প্রলাপ
এমন প্রলাপ পড়ে সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
কবিতা পড়ে আজকাল বেশ বিরক্ত হচ্ছি মাঝে মাঝে
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
শরীফ বিন ঈসমাইল বলেছেন: এটা আমার জন্য খুবই দুঃখ জনক কথা
আমার কবিতা আপনাকে বিরক্ত করছে ভাবতে নিজেকে অপরাধী মনে হচ্ছে
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
নজসু বলেছেন:
আবেগময় কবিতা।
কবিতায় কবির আকুলতা আমাকে ব্যথিত করেছে।
তবে, ছবিটার বিষয়ে কিছুটা আপত্তি রেখে গেলাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১১
শরীফ বিন ঈসমাইল বলেছেন: এটা একান্ত আমার পাগলের প্রলাপ, যেটা আপনারা কষ্ট করে পড়ছেন
দুঃখিত এমন ছবি ব্যবহারের জন্য সরিয়ে দিচ্ছি
পরামর্শের জন্য ধন্যবাদ
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
শায়মা বলেছেন: এক মুহুর্তের জন্য পেয়ে কি হবে ভাইয়া!
তার থেকে সে জাহান্নাম যাক!
যে যাবার তাকে ফেরাতে হয় না! এক মূহুর্তের জন্যও ভাবতে হয় না!
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
শরীফ বিন ঈসমাইল বলেছেন: এক মুহুর্ত পাওয়ার অনুভুতির রেশ নিয়ে হয়ত বাকিটা জীবন কাটবে,
মস্তিষ্ক ভুলেও ফেরাতে চায়না কিন্তু হৃদয় হারাতে নারাজ
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: বোতল খোর।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
শরীফ বিন ঈসমাইল বলেছেন: বেচে থাকার প্রেরনা ভরা বোতল
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭
জাহিদ অনিক বলেছেন:
আহা মাধবী !
কবিরা কী সব পাড় মাতাল হলো নাকি !
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
শরীফ বিন ঈসমাইল বলেছেন: কবিতা মানেই তো মাতালের মাতলামীর প্রলাপ
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন: আবেগের নদী বইছে যে...
একবার কেন সারাজীবন লাগবে না নাকি
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২১
শায়মা বলেছেন: বুঝেছি আরও ছেকা খেতে হবে তোমাকে ভাইয়ু!!!!
তবে ছেকা ইজ গুড ফর কাব্যরচনা!!!!!
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৪
ডার্ক ম্যান বলেছেন: আতিক হাসানের মাধবী কি ছিল ভুল গানটা শুনুন https://www.youtube.com/watch?v=pnn8ODgX0j8
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হায় হায় সর্বনাশ! এমন করে চাইলে কি হবে?
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৩
ল বলেছেন: কিছু মনে করবেন না ---
একবার বললেন অতীত কে ফিরিয়ে দাও!!!!
আবার আমি আমার অতীত কে চাই না
এট কি স্ববিরোধী হলো না!!!
যদিও কবিতার আসল রুপ কবি ভালো বুঝে।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কবিতায় মনে হচ্ছে আবেগকে কবি একটু বেশি জায়গা দিয়ে দিছেন! তবে অতি আবেগের ঠেলায় মদের বোতলে পানি ঢোকিয়ে খাওয়াটা আমার ভাললাগল
তারপরও কবিতায় প্লাস ++