![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
আজো আমাদের দেখা হয়নি,
জানি আরো সাতশ বসন্ত পেরিয়ে গেলেও দেখা হবেনা।
ওসব হলুদ আমাদের গায়ে চড়বেনা কোনদিন,
কালো পতাকার ব্যারাকে গোলাপ কাঁটার নির্মম আর্তনাদ বেজে যাবে প্রতি ভোরের সকালে।
দুরত্বে গড়িয়ে যাবে ইতিহাস, আমাদের কথা হবেনা।
গোলকের ভিতর তর্কে বিতর্কে জমে উঠবে চায়ের কাপ,
তবু আমাদের দেখা হবেনা।
জানো চারু,
গত শতাব্দীর দুঃখদের সাথে আমার রোজ দেখা হয়,
তারা জানিয়েছে তোমার বাড়ি পাহারায় তাদের বয়স বেড়ে যাচ্ছে।
ওসব দুঃখদের জানিয়ে দিয়েছি ওখানে আজকাল মেঘের চাষাবাদ চলে,
ঘেরোয়ায় লাভ নেই।
ইতি উতি বহু কথা বয়ে যায়, নদীরো একটা আশ্রয় আছে,
এসব কথাদের কোন ঘর নেই।
তোমার বুকে আমার হৃদয়ে বজ্রপাত হবেনা জানি,
চোখে চোখ পড়ে গেলে নত হয় স্বপ্নেও, বেদনায় আকাশ হয়,
তবু তোমার আমার দেখা হয়না।
জানি আরো সাতশ বসন্ত নয় সাতশ জনম গেলেও দেখা হবেনা।
তবুও থাকি প্রতিক্ষায়....!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৯
শরীফ বিন ঈসমাইল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...!
আপনার জন্যও শুভকামনা
শুভ বসন্ত
বসন্তের রঙ্গে সেজে উঠুক আপনার জীবন
যদি ও অনেক দেরীতে রিপ্লে
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০
রাজীব নুর বলেছেন: ভালো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩০
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ ভাইয়া
শুভকামনা আপনার জন্য
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধৃষ্টতা মাফ করবেন, ছবিটা ব্লগের সার্বিক রুচিবোধের সাথে কিছুটা বেমানান। এর বদলে কত চমৎকার ছবি দেয়া যেত। একান্ত নিজস্ব মন্তব্য যদিও। ভাল থাকবেন!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৪
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ আপু
যদিও আমার এটা মাথায় দরকার ছিল আন্তরিকভাবে দুখিত আপু
সরিয়ে দিচ্ছি
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর সাজিয়েছেন কবিতা, ভালো লাগলো কাব্যিক কথামালার রসে।
শুভকামনা আপনার জন্য,
ফাল্গুনী রঙে সাজুক মন।
শুভ বসন্ত ।