![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
ব্যর্থ রাষ্ট্রের মিথ্যে আস্ফালন কানে বাজেনা আজকাল
কাঁপেনা আর হৃদপিন্ড
ঝরেনা চোখের শেষ অশ্রুবিন্দু।
সন্তান সম্ভবা স্ত্রীর টানে
মৃত্যুর জ্বলন্ত কূপে ঝাঁপিয়েছে যে প্রেমিক,
পিতৃত্ব আর ভ্রাতৃত্বের আর্তনাদে
কলজে কাটা ধনকে বুকে মেখে পুড়েছে যে প্রাণ,
অগ্নুৎপাতের লেলিহান শিখায়
জ্বলেছে যে বন্ধুত্ব,নিভেছে যে স্বপ্ন,
জানতো কী ওরা
মিথ্যের লেলিহান শিখায় অঙ্গার হয়ে গেছে
রাষ্ট্রের প্রতিটি অঙ্গ?
অনিয়মের ছোবলে নিঃশেষ হয়েছে
রাষ্ট্র যন্ত্রের প্রতিটি স্তম্ভ!
বিবেকের পরকীয়ায় লজ্জাহীন এ জাতি!
বলে দাও ওদের
ভস্ম হয়ে যাওয়া ওইসব দেহাবশেষ
এক একটি প্রতিবাদ।
স্বর্গের দোরগোড়ায় হাতছানি দেয়া ওইসব আত্মা
এক একজন যোদ্ধা! ওরা শহীদ! ওরাই শহীদ!
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭
রাজীব নুর বলেছেন: খুব কষ্ট খুব কষ্ট হয়।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিবেকের পরকীয়ায় লজ্জাহীন এ জাতি! দারুণ বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭
মাহমুদুর রহমান বলেছেন: আহ!
কি যে কষ্টদায়ক মৃত্যু!
আল্লাহ রহম করো।