নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

যে মরেছে সে কী ডাক্তার ছিল....?

১৪ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৮


ডাক্তারের নাম আর মনে নাই মেয়েটির,
মনে আছে তার ফর্সা হাত - সোনার ঘড়ি।

ডাক্তারের হাত যখন তার স্তনে চাপ দিচ্ছিল
তখন সোনার ঘড়ির বেল্ট বুকে লাগছিল
শাদা চামড়া লাল হয়ে ফোসকা পড়ছিল।

মেয়েটাকে ইনজেকশন দেওয়া হয়ে ছিল
অবশ হওয়ার- কিন্তু হয় নাই!
কিছু মেয়ে জন্ম থেকেই অবশ -
তাই এদের অবশ করা কঠিন
ভাবছিল ডাক্তার, না হলে কীভাবে টু শব্দ করে?

চার হাত-পা বাঁধা, ক্যান্সারের রোগী!
আজ বাদে কাল এমনিতে মারা যাবে।
তাই বলে ডাক্তার? আরে ডাক্তারের দোষ দিচ্ছেন কেনো?
ক্যান্সারের রোগী হয়ে এত রূপ নিয়ে জন্মাতে কে বলে?
আপনি হলে এমন সুযোগ পেলে কী করতেন?
আচ্ছা ধরে নিলাম আপনি ভালো মানুষ তাই ছেড়ে দিতেন
তাই বলে কী সবাই?
আপনি কী পুরুষের গ্রহে জন্ম নিয়েছেন নাকি অন্য কোথাও?

ডাক্তারের মত সচেতন মানুষ জেনেশুনে এমন একটা রোগীর সাথে
এমন কাজ করছে এই তো অনেককিছু! কৃতজ্ঞতা প্রকাশ করুন।
তাও আবার একলা একরুমে কেউ দেখছে না,
অবশ্য যে তাকে এই রোগ দিয়ে এই হাসপাতালে পাঠিয়েছে সেছাড়া।
সে তো সবকিছুই দেখে, তাতে কার কী?
.
বাবা- মা এখন আর রাতে কাছে থাকে না
তারা রোগীকে ছেড়ে দিয়েছে।
কার উপর ছেড়ে দিয়েছে?
আরে রোগ হলে যাদের উপর আমরা ছেড়ে দেই,
এই যেমন ডাক্তার, ঈশ্বর, ভগবান ,
তাই ডাক্তার নিজের কাজ সেরে রোগীটাকে মেরে দিল?
এই দায় কী ডাক্তাররা নেবেন না?
কিযে বলেন মশাই, আমাদের দেশেতো অনেক কথা চালু আছে
যদিও ধরা পড়ছে না এই ডাক্তার
তবুও বলছি ধরা পড়লেই বা কি
এই দায় ডাক্তাররা কেনো নেবে?
কোনো ধর্ম বা কোনো দল কখনও নিয়েছে নাকি?
শুনেন নাই ধর্ষকের কোনো ধর্ম নাই দল নাই
কোনো জাত নাই, সে পশু, সে ধর্ষক।
আর কি লাগে দায় এড়িয়ে যেতে?
তার উপর আবার ক্যান্সারের রোগী,
সে মরলেই কি আর বাঁচলেই কি।

এখন ডাক্তারের নাম আর মনে নাই রোগীর।
সে একা কবরে শুয়ে-শুয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করছে

নতুন কবর খোঁড়ার শব্দ পেলেই ছুটে গিয়ে জিজ্ঞেস করছে-
যে মরেছে সে কী ডাক্তার ছিল?
ফর্সা হাত - সোনার ঘড়ি পড়তো?


মেয়েটা কি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়?
পাশের কবরে শুয়ে আমি সেটাই ভাবছি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

আকতার আর হোসাইন বলেছেন: ধর্ম কেন দায় নিবে...? ধর্ম মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দেয়। ডাক্তার যদি মন থেজে ধর্ম পালন করেন, ধর্মীয় আদেশ নিষেধ পালন করে তাহলে সে কখনো এমন জঘন্য কাজ করবে না। দোষটা অবশ্যই অন্যায়কাকারীর....

একজন মামুষ খারাপ হবার পিছনে যে কারণগুলো থাকে তাহল পিতা মাতার অসেচতনতা... পিতা মাতা যদি বাচ্চাদের ছোট থেকে ধর্মীয় শিক্ষা দেয়.. আর সন্তান যদি সেগুলো বুঝে উঠতে পারে তাহলে তার দ্বারা সহজে অন্যান কাজ হবে না.. সে বন্ধু নির্বাচনে সচেতম হবে..

এরপর আসে দেশেই শিক্ষা ব্যবস্থা...

আমাদের দেশের শিক্ষা চাকরী ও রেজাল্ট নির্ভর। এখানে জ্ঞান অর্জন করাটা গৌণ - ব্লগার কাওসার চৌধুরী

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় জ্ঞান অর্জন কি আর করা যায়..?

সব বইয়ের মাঝেই সীমাবদ্ধ থাকে... ব্যবহারিক জীবনে এর কোন প্রায়োগিকতা নেই...

গ্রন্তগত বিদ্যা আর পরহস্তে ধন
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন

এরপর আসে আইন ব্যবস্থা...

এদেশে কয়জন অন্যায়কারীকেকে শাস্তি দেয়া হয়...

আমার নিজের এলাকার ঘটনা...
একজন সন্ত্রাস শত মানুষের সামনে প্রকাশে একজন নেতাকে খুন করেছে। নেতাটি যথেষ্ট ভাল লোক ছিল। নির্দ্বিধায় এমপি হতো ২০১৩ সালের নির্বাচনে.... লোকটি কেমন ছিল বুঝবেন... ওনার স্ত্রী বর্তমানে শুধুমাত্র স্বামীর নামের কারণে এবছ মহিলা আসনে এমপি হয়েছেন।

যাহোক... তারপর দিন সন্ত্রাসটির বাড়িতে আগুন জ্বালানো হয়... ফাঁসির দাবি করা হয়... পলাতক খুনিকে ধরা হয়... কয়েকদিন জেলের ভাত খায়... তারপর শেষ... সে এখন দিব্যি ঘুরে বেড়ায় আমাদের এলাকায়... আগে তাকে মানুষ একটু আধটু ভয় করত। আর এখন তার সামনে মানুষ রীতিমত কাঁপে। সে যদি কোন দোকান থেকে কোন কিছু নেয় তাহলে দোকানদার ভয়ে তার কাছে টাকাও খোঁজে না।

এই দায় কার....? অবশ্যই সরকারের.... অবশ্যই আইনের....

চোখ খুলেন... সব পরিষ্কার হয়ে যাবে।

ধর্মকে দোষ দিতে আসিয়েন না....

২| ১৪ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

নাসির ইয়ামান বলেছেন: মহিলা রোগীর জন্যে অবশ্যই মহিলা ডাক্তার দেখাতে হবে, মহিলা ডাক্তারের তত্ত্বাবধানে রাখতে হবে!
কেন পুরুষ ডাক্তার রাখা হবে!

এদেশ হাসপাতাল কর্তৃপক্ষের!

ঠিক একই কথা মহিলাদের সিজারের বেলায়ও!

৩| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৭

করুণাধারা বলেছেন: এটা কি কোন বাস্তব ঘটনা নিয়ে লেখা কবিতা? সে ক্ষেত্রে যদি লিঙ্কটা দিতেন, তবে আরো ভালো হতো।

কবিতা খুবই ভালো লাগলো।

৪| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৮

আকতার আর হোসাইন বলেছেন: নাসির ইয়ামান বলেছেন: মহিলা রোগীর
জন্যে অবশ্যই মহিলা ডাক্তার দেখাতে
হবে, মহিলা ডাক্তারের তত্ত্বাবধানে
রাখতে হবে!
কেন পুরুষ ডাক্তার রাখা হবে!
এদেশ হাসপাতাল কর্তৃপক্ষের!
ঠিক একই কথা মহিলাদের সিজারের
বেলায়ও!

আমি একমত আছি আপনার সাথে।

৫| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ৩:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: ১ নম্বর মন্তব্যের সাথে সহমত।

৬| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.