![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
প্রথমবার প্রেমিকার ঠোটে চুমু খাওয়ার সময় টের পেয়েছিলাম, অভিজ্ঞতা কত'টা জরুরী!
আমি ভীষন লজ্জায় পড়ে গিয়েছিলাম। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আমাকে শেখায়নি, কি করে প্রেমিকার ঠোটের উপর ঠোট রেখে এগিয়ে যেতে হয়!
আমাকে শেখানো হয়নি, চুমুর প্রসিডিউর! আমি একটা বাচ্চা ছেলের মতো, ঠোট ছুয়ে পালাতে চেয়েছিলাম।
আমাকে পালাতে দেওয়া হয়নি।
আমাকে বলা হয়েছিলো,
"ঠিক মতো চুমুও খেতে জানো না?"
সেদিন তীব্র রকমের লজ্জায় মরে যেতে ইচ্ছে হয়েছিলো। ঠিকই তো! সামান্য চুমুর প্রসিডিউরটাও আমার জানা নেই!
ভালোবাসতে অভিজ্ঞতা লাগেনা! অথচ ভালোবাসার পর যা যা করতে হয়, তার জন্য অভিজ্ঞতা থাকা জরুরী।
প্রথমবারের পর ঘরে ফিরে গুগল, ইউটিউব, ইন্টারনেট ব্রাউজিং করে শিখেছিলাম, চুমুর টিউটোরিয়াল!
এরপর দ্বিতীয় চুম্বনে পেয়েছিলাম লবনহীনতার স্বাদ
তারপর আর কখনো অনভিজ্ঞতার জন্য শুনতে হয়নি,
"ঠিক মতো চুমুও খেতে জানো না?"
সেদিনের পর থেকে আমি আধুনিকতাকে আবিস্কার করেছি ঠিকই কিন্তু ভুলে গেছি, কিভাবে মূর্খের মতো ভালোবাসতে হয় !
০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৩
শরীফ বিন ঈসমাইল বলেছেন: আবার অনেকের কাছে অনেক ইন্টারেস্টিং ব্যাপার তবে মানেন আর নাই মানেন বিজ্ঞানের মতে চুমু একটা স্বাথ্যকর খাবার যাতে ২ টা আপেলের সম পরিমান রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে
২| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:০১
অনেক কথা বলতে চাই বলেছেন: Dui ta apple na shudhu. Maninjaitis-o paben. Accha, bashar keu jane apni chumu kheye beran?
০৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৫
শরীফ বিন ঈসমাইল বলেছেন: হ ভাউ জানে এজন্য আমারে পাবনা রাইখে দিছে
৩| ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০০
বাংলার মেলা বলেছেন: ঠোটে চুমু খাওয়া স্বাস্থ্যকর নয় - বড় বড় রোগের জীবাণু চুমুর মাধ্যমেই ছড়ায়।
০৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩০
শরীফ বিন ঈসমাইল বলেছেন: বিশেষজ্ঞরা বলেন, চুমু দিলে এবং জড়িয়ে ধরলে মানসিক চাপ কমে। এটি শরীরে এপিনেফ্রিন নামক হরমোনের নিঃস্মরণ বাড়িয়ে চাপ দূর করতে সাহায্য করে। তারা বলেন, চুমু রক্তের নালীকে প্রসারিত হতে সাহায্য করে। এতে উচ্চ রক্তচাপ কমে যায়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ উচ্চ রক্তচাপ কমাতে নিয়মিত সঙ্গীকে চুমু খেয়ে দেখতে পারেন!
যদি আপনার মন অশান্ত থাকে কোনো কারণে তাহলে ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরুন, প্রশান্তি পাবেন। মানসিক অশান্তির কারণে অনেক সময় আপনার মাথা ব্যথাও হতে পারে, বিশেষজ্ঞরা বলেন, কাছের মানুষকে জড়িয়ে ধরুন, মন শান্ত হবে এবং মাথা ব্যথা কমে যাবে। জড়িয়ে ধরলে রক্তনালি প্রসারিত হয় এবং শরীর শিথিল হয়।
বিশেষজ্ঞরা বলেন, চুমু দেওয়া কেবল মানসিক চাপ দূর করে না, এতে এক ধরনের ব্যায়ামও হয়। বলা হয়, আপনার সঙ্গীকে পাঁচ মিনিট চুমু খেলে ঘাড় এবং জো লাইনের ব্যায়াম হয়। চুমু মুখের পেশির জন্য একটি ভালো ব্যায়াম।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৬
রাজীব নুর বলেছেন: চুমু ব্যাপার টা ঘিন ঘিনে একটা ব্যাপার।