![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
আমাকে ছেড়ে যাওয়ার পর আমি ধরেই নিয়েছি তুমি আর ভালো থাকবে না চারু...!
আমাকে ছাড়া তোমার ভালো থাকা সম্ভব না,
যেমন আমারও তোমায় ছাড়া অসম্ভব ছিল দিনরাত্রি!
আমি ধরেই নিয়েছি আমার মতন তোমায় কেউ কখনও ভালোবাসতে পারবে না
শিমুল তুলোর মতো উড়ে যেতে যেতে যেভাবে হৃদয়ে ভাগ বসালে-
অমন করে আর কোনো হৃদয় তোমায় ছোঁবে না কোনোদিন!
আমি ধরেই নিয়েছি তুমি ভালো নেই চারু
তুমি ভালো থাকতেই পারো না!
আমি ভেবেছি রোজ খেতে গেলে তোমার গলায় খাবার আটকে যাবে
যেমন অভুক্ত আমিও কাটাচ্ছি সহস্র রাত!
তোমার ওয়ারড্রোবের শাড়ির ভাজে কিংবা আলগোছে আয়নায় জেগে উঠবে আমার মুখ;
এমনকি প্রসাধনীর উন্মাতাল ঘ্রাণের ভেতরও তুমি খুঁজে পাবে আমার ঘামের গন্ধ!
হঠাৎ কোনো পূর্ণিমায় তোমার কানের লতি ভীষণ কেঁদে উঠবে
জ্বর আসবে শরীর জুড়ে;
আমিহীন কোনো ঔষধে তুমি আরোগ্য পাবে না!
আমি ধরেই নিয়েছি আমাকে ছেড়ে তুমি ভালো থাকবে না
ভালো থাকতে পারোই না!
ভালোবাসলে এইটুকু বিশ্বাস ঠিকই জন্মায়!
যেমন চাষী গভীর বিশ্বাসে দিন কাটায়-
আসছে বছরে তুমুল ফলন হবে
অথচ বন্যার হিসাব তার কাছে থাকে না।
ভালোবেসে কে কবে হারাবার ভয় পেয়েছে, বলো!
শুনেছি আমাকে ছেড়ে তুমি ভালো ছিলে, ভালো থাকছ!
আজকাল তোমার হৃদয় বেনামী বন্দরে ভীড় জমায়,
গাঙচিলের ডানায় ওড়ো যখন তখন।
আমিহীন তুমি ভালো আছ জেনে, আমার তো সুখী হওয়া উচিত, বলো!
আমি তো এমনটাই চেয়েছিলাম- তুমি ভালো থাকো
অথচ আমি সুখী হতে পারি না!
ভীষণ স্বার্থপরের মতো আমার বিশ্বাস করতে কষ্ট হয়- তুমি ভালো আছ!
আমাকে ছেড়ে তোমার হৃদয় চলছে, শরীর হাসছে
আমি মানতেই পারি না চারু
আমার বিশ্বাস করতে কষ্ট হয়!
একসাথে জীবন শিখতে এসে কী অবলীলায় কষ্ট গুণতে শিখে গেলাম
শিখলাম ব্যথার সংজ্ঞা
কী করে শ্মশানের নির্জনতা পুষতে হয় বুকের প্রকোষ্ঠে- তাও শিখেছি ভীষণ!
শুধু তুমিহীন একা ভালো থাকাটা শেখা হয়নি আজও!
তাই আমি আর ভালো নেই, তবু তুমি ভালো থেকো চারু..!
তুমি ভাল থেকো...!!
১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১:১০
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ প্রিয়। চেষ্টা করবো যেন পরের লেখা টা মোটামুটি নয় অনেক ভাল লাগে
২| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: দারুন আবেগ।
আসলে আবেগী মানূষদের জীবনে বেশী কষ্ট পেতে হয়।
১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১:১২
শরীফ বিন ঈসমাইল বলেছেন: জি ভাই কথা সত্য, তবে এটাও বলা যায় যে কষ্ট পেতে পেতে মানুষ আবেগী হয়ে ওঠে
৩| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৯
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কথামালা।
১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১:১৩
শরীফ বিন ঈসমাইল বলেছেন: শুকরিয়া ভাইজান সুন্দর মতামতের জন্য
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২১
আকতার আর হোসাইন বলেছেন: মোটামুটি ভাল লেগেছে।