![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
ছোটবোনকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলাম, ট্রেনে
পাশাপাশি সিট না পাওয়ায় সে গিয়ে বসলো
একজন সমবয়সী যুবতী নারীর কাছে,
আমি বসলাম একজন ছেলের সাথে,
আমাদের ট্রেন চলছিলো
জানালা দিয়ে সুন্দর বাতাস আসছিল,
আমার সিট থেকে দেখা যাচ্ছিল বোনকে
দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ি,
ঘুমের এক ফাঁকে দেখি
বোনের পাশে বসা মেয়েটি খুব সুন্দরী
চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে সে
আর জানালার বাতাস তার বুকে লাগছে
হঠাৎ তার বুক থেকে ওড়নাটা সরে গেলো-
সে ঘুমিয়েই রইলো,
আমাদের ট্রেন চলছে...
আমি কখনও চোখ বন্ধ করি আবার খুলি
দেখি মেয়েটার ফর্সা স্তন কেমন দুলছে ট্রেনের তালে,
প্রার্থনা করি বাতাস আরও হোক
ওড়নাটা আরও সরে যাক আর মেয়েটা ঘুমিয়েই থাক,
আমার তো খুব ভালো লাগছে
মেয়েটা ঘুমিয়ে আছে
জানালা দিয়ে বাতাস আসছে
ফর্সা স্তন দুলছে
ট্রেন চলছে....
আমার পাশে বসা ছেলেটার দিকে একবার তাকালাম
দেখলাম সেও ওদিকে তাকিয়ে আছে!
আমাকে দেখে সে কেমন যেনো বিব্রত বোধ করলো।
আমি এর কারণ বুঝতে পারছিলাম না
ভাবলাম ছেলেটা বোধ হয় খুব লাজুক
ঠিক আমার ছোটবোনের মতো,
ভাবতে ভাবতে আমার বোনের দিকে তাকালাম
দেখলাম ঘুমের ঘোরে তারও বুক থেকে ওড়নাটা সরে গেছে,
এখন ভাবছি
আমার পাশের সিটে বসা ছেলেটা
কার বুকের দিকে তাকিয়ে ছিলো?
২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৮
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৪৩
নির্বাসিত বাঙালি বলেছেন: রিভেঞ্জ অফ ন্যাচার বলতে একটা কথা আছে ভাই।
২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৯
শরীফ বিন ঈসমাইল বলেছেন: অবশ্যই রিভেঞ্জ অফ ন্যাচার সর্বক্ষেত্রে কার্জকর
৩| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের দেশের মানুষ তো। বড্ড হ্যাংলা।
তবে সব ঠিক হয়ে যাবে। সময় লাগবে।
২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪২
শরীফ বিন ঈসমাইল বলেছেন: অবশ্যই ঠিক হবে তবে এজন্য শিক্ষা টাও গুরুর্তপুর্ন
আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা তে পূর্ণাঙ্গ শিক্ষাদান টা নাই, পূর্ণাঙ্গ শিক্ষা সেটাই যে শিক্ষা একই সাথে আপনার বডি মাইন্ড এবং আত্মার পূর্ণাঙ্গতা এনে দিবে
৪| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৩
রাজীব নুর বলেছেন: নায়িকা পূনিমার ছবিটা খুব সুন্দর হয়েছে।
২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৪
শরীফ বিন ঈসমাইল বলেছেন: জ্বি বস, রাতের ধুম নষ্ট করার জন্য এমন একটা ছবি যথেষ্ঠ
৫| ২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩০
নীল আকাশ বলেছেন: যেই ছবি দিয়েছেন এই রকম কোন মেয়ে যদি দেখা যায় আর কোন ছেলে একবারও না তাকায় তাহলে সেই ছেলের পুরুষ কিনা চেক করা দরকার। আমি হলে তো সারা রাস্তা এই মেয়েকে দেখতে দেখতে সেরা একটা প্রেমের কবিতা লিখে জার্নি শেষে এই মেয়ের সামনে যেয়ে...
২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৫
শরীফ বিন ঈসমাইল বলেছেন: লেখাটা অবশ্য এই ছবি কেন্দ্রিক নয় বস, মন্তব্যর জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৫৬
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর।