![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
নিয়মিত রক্ত বিক্রি করি !
বলুন কী ধরণের রক্ত লাগবে?
এইযে দেশটা দেখছেন
এটা আমার শরীর,
আপনি শুধু টাকা দিন
আর বলুন কোথা থেকে রক্ত দিতে হবে,
হাতের রক্ত চান?
দেওয়া যাবে,
ডান হাতের রক্ত চান? না বাম হাতের রক্ত?
ডান হাত হলো আস্তিক,
বাম হাত হলো নাস্তিক,
পায়ের রক্ত চান?
অসুবিধা নেই,
বলুন কোন পায়ের রক্ত লাগবে,
ডান পা হলো রাজনৈতিক নেতা-নেত্রী
বাম পা হলো সাধারণ নাগরিক৷
কী হলো ?
ও বুকের রক্ত চান ?
হ্যাঁ তাও দেওয়া যাবে,
বুক মানে কিন্তু সিনা নয়,
বুক মানে স্তন!
ডান পাশের স্তন হলো সেই সব নারী
যারা পর্দায় থাকে,
বাম পাশের স্তন হলো সেই সব নারী যারা পর্দায় থাকে না৷
কি ব্যাপার চোখের দিকে চেয়ে আছেন কেনো?
চোখের রক্ত লাগবে ? ভয় নেই দেওয়া যাবে,
ডান চোখ হলো শিক্ষক-শিক্ষিকা,
বাম চোখ হলো ছাত্র-ছাত্রী৷
এইযে?
মাথা চুলকাচ্ছেন কেন?
মাথার রক্ত লাগবে?
মূল্য কিন্তু একটু বেশি দিতে হবে,
কারণ মাথা হলো সব বুদ্ধিজীবী৷
আবার কী হলো?
তৃষ্ণার্ত হয়েছেন?
গলার রক্ত চাচ্ছেন?
লাভ নেই ; গলার রক্ত বিক্রি হয় না,
গলার রক্ত বিক্রি হলে,
বন্ধ হয়ে যাবে আমাদের গলাবাজি৷
২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:৫৫
শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ বস
২| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১০
মাহমুদুর রহমান বলেছেন: তনু হত্যার বিচার আজ পর্যন্তও হলো না।
২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:০১
শরীফ বিন ঈসমাইল বলেছেন: এটা বাংলাদেশ বস এখানে বোনের ধর্ষনের বদলে ভাইকে দেওয়া হয় সরকারী চাকুরী, বাবা কে মেরে ছেলে কে তার কোঠায় দেওয়া হয় চাকুরী, এদেশে মানুষ হত্য বা ধর্ষন একটা আর্ট, আর ধর্ষকরা এইরাষ্ট্রকে বোকাচোদা ভাবে এবং তারা মনে প্রানে এটা বিশ্বাস করে যে; এরাষ্ট্র তাদের বাল-ও ছিঁড়বার ক্ষমতাও রাখে না, এরাষ্ট্র শুধু জুতা চোরের বিচার করতে সক্ষম আর কারো বাল চেড়ার ক্ষমতা রাখেনা....!!
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: খুব ভালো।