নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসলে কাঁদতে নেই

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৭




আমি ব্যথা পেয়েছি ঠিকি, কিন্তু কাঁদিনি
হাত ধরতে আমার মানা ছিলো না, কিন্তু ধরিনি
তেত্রিশ মিটার দূর হতে তোমাকে দেখে আড়াল হয়েছি
তার মানে এই নয় যে, আমি তোমাকে দেখিনি...!

মহল্লার ছোট্ট গলিতে,
হ্যাঁ, মহল্লার ছোট্ট গলিতে রাত বারটায় তোমার সাথে
দেখা করেছি
কিন্ত ছুঁয়ে দেখিনি,
তার মানে এই নয় যে, আমি তোমাকে ভালোবাসিনি।

তোমার কোমরে হাত দিয়ে দেখা মানে ভালোবাসা নয়
অথবা ভালোবাসা নয় কোন রমণীর স্তনের দৈর্ঘ্য মাপা
তুমি বোঝনি,

তোমার ইচ্ছে হলো, আর কেঁদে ফেললে
আর আমি দাঁড়িয়ে শুধু দেখেছি, মুছে দিইনি
তার মানে এই নয় যে, আমি তোমাকে ভালোবাসিনি।

সারাদিন একাটানা চ্যাটিং, আর রাতে ঝগড়া
তোমার রাগ ভাঙাতে গিয়ে আমি ঘুমোয়নি
কথাটা পুরোটায় মিথ্যা, আমি সারারাত আরামে ঘুমিয়েছি
তুমি দেখনি,


পুরো সাতদিন ধরে দেখা করার অনুরোধের পর অনুরোধ
তারপর দিন তারিখ সব ঠিকঠাক,
আর যেদিন-ই যাওয়ার কথা সেদিন আমি যেতে পারিনি
তার মানে এই নয় যে, আমি তোমাকে ভালোবাসিনি।

তারপর হঠাৎ করে একদিন কি হলো
সবকিছু ছেড়ে তুমি দূরপ্রাচ্যে চলে গেলে
ফিরে আসোনি,

আমি ব্যথা পেয়েছি ঠিকই, কিন্তু কাঁদিনি
তার মানে এই নয় যে, আমি তোমাকে ভালোবাসিনি।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২১

করুণাধারা বলেছেন: বাহ্! চমৎকার কবিতা।

২| ২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫১

মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.