নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

যে জীবন অভিশাপের......

১৯ শে মে, ২০১৯ রাত ১২:৩২




একাকীত্বের নেশা যে করেছে, সে আর কখনো বের হতে পারেনি।
খুব ভীড়েও সে খুঁজে নিয়েছে তার একাকীত্বের কমফোর্ট জোন।
তাকে কেন্দ্র করে তার চারপাশে একটি জটলা বেঁধে গেলেও তার মনে হবে,
এরা কেউই আমায় চায় না, এখানে আমাকে মানাচ্ছে না।

তারপর,
এই চিন্তাটাকে মনের মধ্যে গেঁথে নিয়ে সে প্রতিনিয়ত সরিয়ে রাখে তার কাছের মানুষগুলি থেকে,
আর,
কাছের মানুষেরা এই গুটিয়ে নেওয়া বুঝতে পেরে রিপ্লেস করে ফেলে তাকে।

এভাবেই নিজের মাঝে বন্দী থেকে কেটে যায় অনেকগুলো সময়।
তারপর, সেই বন্দীত্ব থেকে মুক্তি নিয়ে সে মিশতে যায় সবার সাথে;
তখন সে লক্ষ্য করে,
তার আপন বলে আর কেউ নেই;
তার জন্য কোথাও কেউ নেই।

তখন, হতাশ হয়ে ফিরে আসে সে তার নিজের কাছে।
বরণ করে নেয় নিজেকে।
তারপর একদিন সে একাকীত্বটাকেও সহ্য করতে পারে না।
প্রচন্ড অভিমানে সে নিজেকে খুন করে ফেলে।

আর, তার এই আত্নহনন বিষ্মিত করে সবাইকে।
সবাই তখন শ্লোগান দেয়,
"আর নয় আত্নহত্যা, আর নয় ডিপ্রেশন, আমি আছি তোমার জন্য, আমাকে বলো সব।"

অথচ,
যখন তার দরকার ছিলো, তখন এরা কেউই ছিলো না।
হয়তোবা, এদের কাছেও সে এসেছিলো, বলেছিলো, আমার একলা লাগে ভারি।
তখন এরাই হয়তো তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিলো, সময় নাও।
এরকম মনে হয়; সময় সব ঠিক করে দিবে।

জ্বি হ্যা সত্যি,
সময় আসলেই সব ঠিক করে দেয়।
জীবনটাকে কেড়ে নিয়ে সে মুক্তি দেয় একাকীত্ব থেকে।
তাই, সময়ের একাকীত্ব থেকে মুক্তির অপেক্ষায় কেটে যায় জীবন....!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৯ রাত ১২:৪৯

পথিক প্রত্যয় বলেছেন: যে এমন জীবন পার করে তার কষ্ট কেউ বুঝে না। অনেক সময় পরিবারের অমার্জনীয় ভুলের মাসুল জীবন দিয়ে দিতে হয়

১৯ শে মে, ২০১৯ রাত ১২:৫৯

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ঠিক বলছেন, পরিবার সমাজ এর ভুল নিয়মের চাপানোর জন্য বলী হচ্ছে হাজারো জীবন

২| ১৯ শে মে, ২০১৯ রাত ১:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: একাকী বেচে থাকারও একটা আনন্দ আছে।

১৯ শে মে, ২০১৯ রাত ৩:০৯

শরীফ বিন ঈসমাইল বলেছেন: একাকীত্ব টা একটা সময় আত্ম হননেন চুড়ায় পৌছে দেয়

৩| ১৯ শে মে, ২০১৯ রাত ৩:৪৪

মেঘ প্রিয় বালক বলেছেন: খারাপ পরিস্হিতি আমাদেরকে অনেক কিছ শিখায়।

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

শরীফ বিন ঈসমাইল বলেছেন: নিশ্চইয় আর পরিস্থিতি যা শেখায় সেটা অর্জিনাল শিক্ষা জীবনের প্রতিটা পদে আপনাকে দিক নির্দেশনা দিবে

৪| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৯ শে মে, ২০১৯ রাত ৮:২৪

শরীফ বিন ঈসমাইল বলেছেন: শুকরিয়া সুন্দর মন্তব্যের জন্য, ভালবাসা রইল আপনার জন্য

৫| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৩৭

মাহমুদুর রহমান বলেছেন: এমন কবিতা আরও চাই।

২০ শে মে, ২০১৯ দুপুর ১:২৬

শরীফ বিন ঈসমাইল বলেছেন: দোয়া করবেন ভাইজান,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.