নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

অভ্যাস বলে কথা চারু...!

১৯ শে মে, ২০১৯ ভোর ৫:২৭





একটা ট্রেন দাঁড়িয়ে আছে প্লাটফর্মে...!
গন্তব্য আমার পৃথিবী থেকে দূরতম দূরত্বের অন্য এক পৃথিবী,
যেখানে চাইলেই আমি আর যেতে পারবো না, দেখতে পারবো না, ছুঁতে পারবো না তোমায়।

সেই ট্রেনে উঠে পড়লে তুমি আর তোমার সুবোধ পুরুষ,
দূর থেকে দাঁড়িয়ে দেখেছিলাম আমি তোমার প্রস্থান,
একটিবারের জন্যও বলিনি, যেয়ো না, থেকে যাও আমার কাছে,
তোমায় ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে চারু।
ভেবেছিলাম চোখে চোখ রাখতেই তুমি বুঝে যাবে আমার মনের গহীনের অব্যক্ত সেই কথা,
কিন্তু আফসোস তুমি আমার চোখে চোখ রাখার সময়টুকুই পাওনি।

তারপর ছুটে গ্যালো ট্রেন তোমাদের নিয়ে আমার থেকে শত আলোকবর্ষ দূরে
সেই ট্রেন যেই ট্রেনে একদিন রচিত হয়েছিলো তোমার আমার প্রেমের অপ্রকাশিত গল্পগাঁথা।
আমি দূর থেকে শুধুই দেখেই গেছি তোমার প্রস্থান, কিচ্ছু বলতে পারিনি।

এই প্রস্থানের কিছুদিন পরে তুমি বদলে গেলে,
খুব যত্নে ধীরে ধীরে বদলে ফেললে নিজেকে,
সেই বদলে যাবার সাথে মুছে গেলো তোমার পরিচিত শরীরের ঘ্রাণ,
চুলের গন্ধ আর গায়ের চামড়া,
মুছে গেলো তোমার স্নিগ্ধতায় মাখা দোলনচাঁপার সেই সুমিষ্ট সুগন্ধটা,
দিনে দিনে তুমি হয়ে উঠলে আধুনিকা, সব ছেলেদের বহুল আকাঙ্খিত নারী।

সেদিন থেকে মুছে যেতে থাকলো সবকিছু,
অপরিচিত হতে থাকলে তুমি,
দিনে দিনে তুমি যতো হলে প্রকাশিত, ঠিক ততোটাই দূরত্ব তৈরী হলো আমাদের মাঝে;
মাঝে মাঝে তুমি আমায় বলতে, তোমাকে খুব অনুভব করি, মিস করি প্রতিনিয়ত,
তখন আবেগ নিয়ে আমিও বলতাম, আমিও একই অনুভব করি,
বলার সাথে সাথে আমি এটাও বুঝতাম এসবই শুধু কথার কথা,
বাস্তবতা ভিন্ন।

এভাবেই উপসংহারটা রচিত হলো আমাদের সম্পর্কের,
অথচ, আমরা কেউই এর কারণ বুঝতে পারলাম না।
ফোনের দু'প্রান্তে নিঃস্তব্ধতা বাড়লো, বলা হয়ে উঠলো না কিছুই,
তবুও দ্যাখো তুমি আমি আজো রয়ে গ্যাছি, একে অপরেরে সাথে,
কারণ অভ্যাসটা যে আজো রয়ে গ্যাছে,
তাকে কী আর এতো সহজে ছেড়ে যাওয়া যায়?

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৯ ভোর ৬:৩৫

মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ্ ক্ল্যাসিক ভাব আছে আপনার কবিতায়

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ ভাইজান, কষ্ট করে ফিডব্যকের জন্য, ভালবাসা রইল

২| ১৯ শে মে, ২০১৯ সকাল ১০:২৭

ওমেরা বলেছেন: আপনার কবিতাটা তো আমার কাছে খুব ভালো লাগল , কেন সেটা আমি বুঝতে পারছি কিন্তু ভাষায় সুন্দর করে প্রকাশ করতে পারছি না, শুধু অভ্যাসের কারনে আমি অনেক কিছুই করি ।
ধন্যবাদ সুন্দর কবিতাটার জন্য।

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২০

শরীফ বিন ঈসমাইল বলেছেন: প্রতিটা কবিতাই কারো না কারো সাথে মিলে যায় কারন প্রতিটি কবিতার পিছনে ইতিহাস থাকে। আর ইতিহাস হারায় মুখোশের আড়ালে! তবে কবিতা এত বেশী ভাল লাগা তো উচিৎ না, কবিতা তৈরী হয় হৃদয়ের মন্দিরে সাবল হাতুড়ির দাপটে, সারা রাত হৃদয়ের পাহাড়ে সাবল মেরে রক্তাক্ত কলিজার আভাতে জন্ম নেয় কবিতা, তাই যতদিন কবিতা ভাল লাগবে না বিশ্বাস করুন অনেক ভাল থাকবেন মানুষ আছেন বুঝে নিবেন, কবিতা কে যে ভালবেসে ফেলে সে আর যাই হোক মানুষ থাকে না হয় মাতাল না হয় পাগল না হয়, অথবা পেমিকও হতে পারে যদিও পাগল আর প্রেমিক এক না, তবে মাতাল আর কবির মাঝে-আপাতদৃষ্টিতে কোন পার্থক্য নেই, দুজনই ভাবে থাকে! একজন স্বভাবে আর অপরজন অভাবে!
কবিতা কে ভাল লাগার জায়গা দিবেন না, দুরে রাখুন ভাল থাকবেন, যদিও আমার দুরে থাকা হয়নি তাই আজ মানুষ নাই...! পচিশ বছরের জীবনে কোন রমণীকেও ভালবাসতে পারি নি কবিতার অধিক,

বাই দ্যা রাস্তা সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ এবং ভালবাসা রইল কবিতার মত ভালবাসা

৩| ১৯ শে মে, ২০১৯ সকাল ১০:৩৪

আহমেদ জী এস বলেছেন: শরীফ বিন ঈসমাইল,




গতানুগতিক বাস্তবতার কথা নিয়েই কবিতা হলেও, ঐ যে অভ্যেস এর কথা বললেন; সেটা দারুন হয়েছে।
স্বেচ্ছায় কিম্বা অস্বেচ্ছায় মানুষ কিছু কিছু অভ্যেসকে লালন করেই।

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

শরীফ বিন ঈসমাইল বলেছেন: সুন্দর মন্তেব্যের জন্য ধন্যবাদ ভাইজান, ঠিক আমার স্বেচ্ছায় কিম্বা অনিচ্ছায় মানুষ তার অভ্যাসেরই দাস, ভালবাসা রইল ভাই

৪| ১৯ শে মে, ২০১৯ সকাল ১১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা....

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ ভাই, ভালবাসা রইল আপনার জন্য

৫| ১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

শরীফ বিন ঈসমাইল বলেছেন: প্রসংসার জন্য ধন্যবাদ আপু, ভালবাসা রইল আপনার জন্য

৬| ১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৯ শে মে, ২০১৯ রাত ৮:২৬

শরীফ বিন ঈসমাইল বলেছেন: ধন্যবাদ, একবুক ভালবাসা জানবেন

৭| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৩০

মাহমুদুর রহমান বলেছেন: আহারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.