নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

তুমি আজকাল কার কবিতা পড়..?

৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৪৯




প্রথম প্রেমের চিঠির জবাবে পেয়েছিলাম-
"বানানের প্রতি যত্ন নিও। আমার কবিতা পছন্দ।
কবিতা লিখে আরেকটা চিঠি লিখবে?''

সে কি কসরত,রাত দিন এক করে
হেলাল সুনীল জীবন তন্ন তন্ন করে লিখেছিলাম প্রথম কবিতা!
তুমি তা পড়লে হাসলে;
ছিঁড়ে আকাশে উড়িয়ে বললে -
কবিতাটি শুধু আমার তাই চাই না আর কেউ পড়ুক এ জন্মে!
আচ্ছা বরফের শহরে তুমি আজকাল
কার কবিতা পড় বুকে মখমল জড়িয়ে?

২৭ হচ্ছে আমার আজ।
আমি আজও কবিতা লিখি...
তবে প্রথম কবিতার মতো শিহরণ পাই না!
কত নারীর চোখ ছুঁয়ে লিখেছি কবিতা,
পাজর ছুয়ে একেছি শব্দের ছক ভুলে গেছি।
শুধু ভুলতে পারি না-
"বানানের প্রতি যত্ন নিও। আমার কবিতা পছন্দ"

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২| ৩১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: ভাল অনুভূতি।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.