নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

রেওয়ামিল

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৭



এই যে তোমাকে আজও ভুলতে পারিনি; আসলে এই ভুলতে না পারাটাই অভিশাপ,
যে অভিশাপ তোমাকে আরও প্রেমিকা ক'রে তুলবে—

সংসারে তোমার মন বসবে না
রেওয়ামিল-এ ভুল ক'রে বস-এর বকুনি শুনতে শুনতে
একদিন চাকরিটাই চলে যাবে বিনা নোটিশে
নতুন প্রেমিক আসবে
নতুন চাকরি হবে
নতুন সংসার হবে
তবু মন বসবে না কিছুতেই..!

তবু ভাঙবে আবার মন, আবারও হিসেবে হবে গন্ডগোল
এভাবে ফাঁকি দেবে চল্লিশের ফাগুন
এভাবেই বাড়তে থাকবে দহন, পুরোনো আগুন;

ক্রমশ চামড়ায় দৃশ্যমান হবে বয়সের ভার
আগন্তুক একবার তাকালে মুখ ফিরিয়ে নেবে তিনবার
একদিন তুমি ঠিক জেনে যাবে তোমার বিশ্বস্ত স্বামী পূজো করছে অন্য কোন শরীর
তুমি তাঁর কাছে কেবল বাতিল পদ্যের ডায়েরি
ততদিনে ভুলে গেছো আমাকে কয়েক কোটি বার
এমনই সে ক্ষণেক্ষণে ভুলে যাওয়া,— কী যে ভুলে যাচ্ছো কিছুতেই মনে পড়ছে না আর

এই যে বারবার ভুলে যাচ্ছো ভুলে, কিংবা মনে করতে পারছো না
এই মনে করতে না পারাটাই অভিশাপ;
যে অভিশাপ তোমায় করে তুলবে দারুণ সুখী-পতিব্রত স্ত্রী
আর আমাকে করে তুলবে এক ছন্নছাড়া কবি.....!!

মূলতঃ প্রেম; পুরুষকে আত্মহত্যা ও কবিতা
এবং নারীকে সুখী হওয়ার অভিশাপ ছাড়া কিছু দিতে পারে না....!!!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: বড় গড়মেলে কবিতা।

২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: এই মনে করতে না পারাটাই অভিশাপ;
যে অভিশাপ তোমায় করে তুলবে দারুণ সুখী-পতিব্রত স্ত্রী
আর আমাকে করে তুলবে এক ছন্নছাড়া কবি.....!!

মূলতঃ প্রেম; পুরুষকে আত্মহত্যা ও কবিতা
এবং নারীকে সুখী হওয়ার অভিশাপ ছাড়া কিছু দিতে পারে না....!!!

সুন্দর। 'ভালো অভিশাপ'

৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৫

শাহাদাত নোমান বলেছেন: মূলতঃ প্রেম; পুরুষকে আত্মহত্যা ও কবিতা
এবং নারীকে সুখী হওয়ার অভিশাপ ছাড়া কিছু দিতে পারে না....!!!


সুন্দর বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.