![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে
শিশু মরেছে মায়ের পেটে,
কিশোরী সন্ধ্যায় নিয়েছে ফাঁসি।
দশ টাকার পতাকা কিনে
বলা সহজ-দেশ তোমায় ভালোবাসি!
কলম ভেঙ্গেছে চাপাতি খেয়ে,
রক্ত ঝরেছে কতো।
আমরা সবাই মরে গেছি স্যার,
বিজয় হয়েছে ক্ষত!
বন গিলছে বাঘের মাসি,
তিস্তাতে নেই জল।
রানা প্লাজার আহত শ্রমিক?
হ্যালো, মাইকে অনুভূতি একটু বল!
পত্রিকাতে খুন ধর্ষণ কেলেঙ্কারির,
নিত্য খবর ছাপে,
আমার ছেলে যাচ্ছে বিলেত,
আমার কি যায় আসে তাতে।
মাসে মাসে নতুন ইস্যু,
চায়ের কাপে ঝড়!
দিন ফুরালে ইস্যুর চাপে,
একে অপরের পর!
বছর ঘুরে ১৬ আসে,
বিজয় আসে ঘরে।
পতাকা এখন ডুকরে কাঁদে,
কোটি নষ্টের ভীড়ে।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪
Fahim Khan বলেছেন: অসাধারণ
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
অক্পটে বলেছেন: দারুণ কবিতা সময়োপযোগিতো বটেই, প্রতি লাইনের সত্য গুলো এখনকার ভয়ানক অবস্থার কথা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: কবিতাটা পড়ে মনটা বিষন্ন হয়ে গেল।