নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

স্বৈরাচারী ধর্মের মতো

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ২:০৩



এ শহরে কেউ কারো জন্য অপেক্ষা করে না,
উদার বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে না শতাব্দীর পর শতাব্দী।
ভালোবাসা শব্দটা প্রচন্ড অদ্ভুত এই একবিংশের শেষ লগ্নে।
দুটি মানুষ স্বেচ্ছায় সারারাত হেঁটে এসে শেষে যদি সকালে বিচ্ছেদ হয়,
লোকজন বসে যায় তাদের স্মৃতির ব্যবচ্ছেদ করতে।
কে কাকে ঠকিয়েছে;কে কাকে দিয়েছে ক্ষত,
তা নিয়ে বিষাদের ঝাঁপি খুলে বসে নব্য গোপাল।
হাতের আঙ্গুল থেকে খসে পড়ে চাঁদ,
যে গিয়েছে চলে তাকে ভেবে ডেকে চলে বিষন্ন প্যাঁচা।
দেয়ালের ঝুলানো যীশু তাকিয়ে থাকে নির্বাক আকাশের দিকে।

ভালোবাসা শব্দটা বড্ড অদ্ভুত এই শহরে।
দুটি মানুষ সারারাত হেঁটে এসে যদি সকালে চলে যায় দু'দিক,
তার মানে এই নয় তারা কেউ ভালোবাসেনি কাউকে।
হয়তো, ইতিহাসের পাতা ঘাটলে দেখা যেত,
ছেলেটা ভয়ানক আগুন;মেয়েটা শান্ত নদী।
ছেলেটা স্বাধীন, ক্ষ্যাপাটে, দাম্ভিক পাহাড়ের মতো।
মেয়েটা সিগ্ধ জল, বিষন্ন ফুল, স্বৈরাচারী ধর্মের মতো।
তাই তারা শুধু হেঁটে গেছে, হেঁটে গেছে অপলক চোখে,
তাই তারা হেঁটে গেছে, হেঁটে গেছে এক না হতে পারার সুখে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন ভাই সাহেব।

২| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.