নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

কী বিচ্ছিরি এই ভ্রষ্টপথ

২৮ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৭




পথভ্রষ্ট হয়ে তোমার কাছে এলাম, তুমি ধর্ম হয়ে গেলে!
সম্পর্ক আবার একা একা ইশকুলে যাইতেছে৷
ভয়ে থাকি তার পায়ে জুতা আছে মোজা নাই!
আর পাড়ার সমস্ত বটগাছ কাঁটা পড়ে যাচ্ছে বসন্তের আগেই,
বাদুরগুলো কার চুলে ঝুলে থাকবে এখন?
তোমাকে মনে পড়লো দেওনাই
তোমাকে অভাবে স্বভাবে শুধু মনে মনে পড়ি
এদিকে আরেকটা মেঠোপথে ইটের খামাল ধীরে শুয়ে পড়তেছে।

আমাদের পায়ের শব্দে যে পরিবর্তন আসবে তাতে আমি ভীত নই,
ভয় শুধু মাঝরাতে কুকুরের ডাক।
বাড়ি ফেরা হচ্ছে না,
বাড়ি আর সম্পর্কের ইশকুলের মাঝখানে তুমি একটা অহেতুক গ্যাঞ্জাম হয়ে বসে আছো-
এড়াতে গেলেই পাড়ার মুরুব্বীরা বাঁকা চোখে তাকায়,
ছেলেটা নষ্ট হয়ে গেছে!
মসজিদের মিনার থেকে যে আওয়াজ আসে সেখানে তোমার স্বর একা কথা কয়,
খোদা কে ডাকতে গেলেই মুখ ফসকে তোমার নাম বলি!
কী বিচ্ছিরি এই ভ্রষ্টপথ-
তোমারে দুঃখ দিয়ে নামাজে দাঁড়ালে-
নামাজ শেষে মনে হয় খোদা আমার নামাজ কবুল করে নাই।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২১ রাত ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.