![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ই সাধারণ একজন মানুষ। ফেসবুকেঃ https://facebook.com/MahbubHasanM/
অনেক শীর্ণকায় মানুষের কাছে স্থুলতা আরাধ্য হলেও যারা একটু মোটা এবং সাথে যদি প্রমাণ সাইজ ভুড়ি থাকে তাহলে শুধু সে ব্যক্তিটিই বুঝেন এর আসল মর্ম!
উঠতে-বসতে সমস্যা, প্যান্ট-মোজা পরতে সমস্যা, গিন্নির সাথে আদর-সোহাগ করতে সমস্যা, দৌড়াতে সমস্যা... আরো কত ধরনের সমস্যা যে পোহাতে হয় তার ইয়ত্তা নেই!
আমিও বাড়তি ওজন নিয়ে ভুগছিলাম গত ক’মাস ধরে। ৩মাসে কোমর ৩৫” থেকে ৩২.৫” তে চলে এসেছে।
ওজন ৭৪ থেকে ৬৯ এ।
আগেই বলে রাখা ভাল, আমি ডায়েট বা ওয়ার্কআউট এক্সপার্ট নই। আমি যে ডায়েট এবং ওয়ার্কআউট প্লান ফলো করেছি, তাতে সুফল পেয়েছি তাই সবার সাথে শেয়ার করার জন্যই পোস্ট টি লিখতে বসা।
আমি ধরে নিচ্ছি আপনার টার্গেট শরীর থেকে বাড়তি ওজন/ফ্যাট ঝরানো এবং আপনি জীমে যান না।
ফ্যাট কি-কেন হয়, বিএমআই কি... আমি এ ধরনের কোন তাত্বিক আলোচনায় যাব না।
কারন এসব গুরুগম্ভীর তাত্বিক আলোচনার চেয়ে ব্যবহারিক দিকটাই আপনার বেশি কাজে দেবে এখন।
তবে পোস্টের প্রয়োজনে কিছু কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন আছে।
প্রথমেই আমাদের শরীর এবং খাদ্যাভ্যাস নিয়ে কিছু প্যাঁচাল পাড়া যাক।
আমরা প্রতিদিন যে খাবার গুলো খেয়ে থাকি তার মূল উপাদান ৬টি- প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, খনিজ পদার্থ, ভিটামিন ও পানি। এই উপাদানগুলোর সমন্বয়ে তৈরি হয় দেহের চালিকাশক্তি- ক্যালরি।
এখন আপনি প্রতিদিন কত ক্যালরি গ্রহন করেন সেটা জানার আগে আসুন জেনে নেই আমাদের শরীরবৃত্তীয় কার্যক্রম চালানোর জন্য বা সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য কতটুকু ক্যালরির প্রয়োজন।
যে ব্যক্তি সারাদিন অফিসে বসে কাজ করেন আর যিনি সারাদিন দৌড়ের উপর থাকেন, (এখানে দৌড়ের উপরে থাকা বলতে মার্কেটিং টাইপ জবের কথা বুঝিয়েছি) তাদের দুজনের ক্যালরির চাহিদা বা বার্ন করার পরিমাণ নিশ্চয়ই সমান হবেনা। স্বাভাবিক নিয়মেই যিনি বেশি পরিশ্রম করেন তার বেশি ক্যালরির প্রয়োজন।
যদি কোন কায়িক পরিশ্রম না করে সারাদিন কেবল শুয়ে-বসে কাটিয়ে দেই, তাহলেও আমাদের প্রায় ১৭০০ থেকে ২২০০ কিলোক্যালোরী পরিমান শক্তি খরচ হবে শুধুমাত্র বেঁচে থাকার জন্য।
প্রশ্ন করতে পারেন-যদি একদিন খাবার না খাই অর্থাৎ ক্যালরি গ্রহন না করি সেক্ষেত্রে কি হবে!
এখানেও কিছু ফানি ফ্যাক্টস আছে।
কুনোব্যাঙ যেমন বছরে ৬-৮মাস খেয়ে-খেয়ে শরীরে অতিরিক্ত ফ্যাট জমায়, শীতকালে আর ওদের খাবার গ্রহনের প্রয়োজন হয়না, কারন দেহের সঞ্চিত ফ্যাট থেকে ওরা ক্যালরি পায়। এভাবেই ওরা পুরো শীতকাল টা কাটিয়ে দেয়। শুধু কুনোব্যাঙ নয়, এমন আরো অনেক প্রাণীই আছে।
আপনি যদি একদিন খাবার বা ক্যালরি গ্রহন না করেন তারপর ও আপনার বেঁচে থাকার জন্য ১৭০০-২২০০ কিলোক্যালোরী প্রয়োজন। এখন আপনার সিস্টেম কোথায় পাবে এই ক্যালরি?
ইউনিভার্সাল কনভার্টার হিসাবে ফরম্যাট ফ্যাক্টরীর তুলনা নেই! অডিও-ভিডিও-ইমেজ-ডকুমেন্ট সহ কনভার্সনের জন্য প্রায় সব রকম টুল এতে পাবেন।
আপনার স্টম্যাক বা পাকস্থলীও তেমনি একটি ইউনিভার্সাল কনভার্টার!
অনেকের ধারণা আছে, আমি যদি ফ্যাটি খাবার না খেয়ে শাক-সবজী-মাছ এই জাতীয় খাবার পেট ভরেও খাই ওজন বাড়বেনা বা মোটা হব না কারন আমি তো ফ্যাটি কিছুই খাচ্ছিনা।
সম্পুর্ন ভুল ধারণা!
আপনার শরীরের জন্য যতটুকু ক্যালরি প্রয়োজন তার অতিরিক্ত যখনই খাবেন, আপনার স্টম্যাক সেটাকে ভবিষ্যতে কাজে লাগানোর জন্য ফ্যাটে কনভার্ট করে ফেলবে,
বাকিটুকু বর্জ্র হিসাবে বের করে দেবে।
যখন আপনি ক্যালরি গ্রহন করবেন না বা খাবেন না, আপনার শরীরের ফ্যাটকে আপনার সিস্টেম আবার ক্যালরি তে কনভার্ট করে ফেলবে!
বুঝতেই পারছেন প্রয়োজনের অতিরিক্ত ক্যালরি গ্রহণ করা মানেই বাড়তি ফ্যাট,
ফলাফল=দর্শনীয় একখান ভুঁড়ি! তাই ক্যালরি গ্রহণ-পোড়ানোর মধ্যে সামঞ্জস্য না থাকলেই বিপদ।
এবার আসুন দেখি, জীমের এক্সারসাইজ/বাসার ট্রেডমিলে দৌড় বা জীবন-জীবিকার প্রয়োজনে আপনাকে অন্যান্য যেসব কায়িক পরিশ্রম করতে হয় তাতে কত কিলোক্যালোরীর প্রয়োজন।
দুলকিচালে ৩০মিনিট দৌড়ালে আপনি প্রায় ৩৫০কিলোক্যালোরী বার্ণ করতে পারবেন যেটা জীমে দু’ঘন্টা এক্সারসাইজ করেও করতে পারবেন না।
কারন জীমে আপনি একটানা ওয়ার্কআউট করছেন না, মাঝে মাঝে বিশ্রাম ও নিতে হচ্ছে আপনাকে। কিন্তু দৌড়ালে আপনার ফ্যাট বার্ণ হয় নিরবিচ্ছিন্নভাবে, পালস আকারে।
সেজন্য আপনার ক্যালরি বার্ণ ও হয় বেশি।
নিচের চার্ট টা একটু খেয়াল করে দেখলেই পরিস্কার বুঝতে পারবেন।
এখন বিবাহিতদের জন্য মজার কিছু তথ্য দেই। অবিবাহিতরা কিছুক্ষনের জন্য দূরে মুড়ি খান!
বিভিন্ন ওয়ার্কআউট রিসার্চে দেখা গেছে-একঘন্টার সেক্সুয়াল ইন্টারকোর্সে প্রায় ৩৫০ থেকে ৪০০ কিলোক্যালোরী বার্ণ হয়! ওয়েট! এক্ষুনি বেডরুমের দিকে দৌড় দিয়েন না!
সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে আপনি কত কিলোক্যালোরী বার্ণ করতে পারবেন সেটা আপনার এইজ, ওয়েট, ইন্টেনসিটি লেভেল, ফোরপ্লে সহ আরো বেশ কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে।
মজার ব্যাপার হল, ইন্টারকোর্সের সময় ক্যালরি বার্ণ তো হয়ই উপরন্তু ২০মিনিটের এ্যাভারেজ ফোরপ্লে তেও প্রায় ১৫০ কিলোক্যালোরী বার্ণ হয়!
কি কপাল বিবাহিতদের!
তবে এ বিষয়ে এই পোস্টে আর বেশি ডিটেইলে যাচ্ছিনা। যদি আমার পাঠকদের মধ্যে বিবাহিতদের সংখ্যা বেশি হয় পরবর্তীতে এটার উপরে বিশদ পোস্ট দেবার ইচ্ছে আছে!
এক্সারসাইজঃ দৌড়
* নিয়ম করে প্রতিদিন সকালে অথবা বিকালে যখন ই সময় পান, দৌড়াবেন।
দৌড় হচ্ছে ইউনিভার্সাল এক্সারসাইজ। দৌড়ানোর সময় শরীরের বড় মাসলগুলো সহ অন্যান্য ছোট মাসলগুলোর ও ব্যায়াম হয়।
*যদি সকালে দৌড়ান তবে দৌড়ানোর আধা ঘন্টা আগে লেবু এবং মধু একসাথে মিশিয়ে শরবত তৈরি করে খেতে পারেন। লেবু-মধুর দ্রবণ টা কিভাবে তৈরি করবেন বলিঃ
এক গ্লাস কুসুম গরম পানিতে চা চামচের আধা চামচ লেবুর রস এবং এক চামচ মধু একসাথে মিশাবেন। ঠান্ডা পানিতে মিশালে উলটো ফল হবে অর্থাৎ ওজন বাড়বে।
লেবুর এসিড দাতের এনামেলের জন্য ক্ষতিকর, তাই শরবত খাবার পরে কুলি অথবা ব্রাশ করে ফেলতে পারেন।
দৌড় শেষ করে এসে দেখবেন পেট একদম কিলিয়ার! বদ হজম, গ্যাস্ট্রিকের সমস্যা সহ পরিপাকতন্ত্রের অনেকগুলো ছোটখাট রোগ আপনার হবেনা। আর যদি বিকালে দৌড়ান, তাহলে দৌড়ানোর কমপক্ষে দু’ঘন্টা আগে খেয়ে নিবেন। ভরা পেট নিয়ে দৌড়াবেন না।
*দৌড়ানোর সময় মুখ দিয়ে শ্বাস নিবেন না। নাক দিয়ে শ্বাস নিবেন-ছাড়বেন, তাহলে দম ধরে রাখতে পারবেন।
*প্রথমেই উসাইন বোল্টের মত খিঁচে দৌড়াবেন না। ওটা করলে আপনার নেতিয়ে পড়তে সময় লাগবেনা এবং খুব একটা কাজে আসবেনা। অনেকের ধারণা জোরে দৌড়ালেই ফ্যাট বেশি বার্ণ হয়। ব্যাপার টা তা নয়।
ঘোড়ার মত রেস দেবার দরকার নেই, দুলকিচালে অর্থাৎ রিল্যাক্সে দৌড় শুরু করুন। এমন একটা স্পীড বেছে নিন যেটা অনেকক্ষন ধরে কন্টিনিউ করতে পারবেন।
*ওয়ার্কআউটের জন্য ইন্টারনেটে অনেক প্লে লিস্ট পাবেন, নিজের রুচিমত ডাউনলোড করে দৌড়ানোর সময় শুনতে পারেন। তাহলে একটা রিদম পাবেন।
*দৌড়ানোর সময় কথা বলবেন না। এতে আপনার রিদম এবং এনার্জী দুটোই তাল হারিয়ে ফেলবে। দৌড়ানোর সময় মুখে চুইংগাম/চকলেট রাখতে পারেন। চুষবেন না বা গিলবেন না। এতে বারবার পানি খাওয়ার জন্য গলা শুকিয়ে কাঠ হবেনা।
*প্রথম দিন যদি ১০মিনিট দৌড়ান তাহলে দু’তিন দিন পর ২/৩মিনিট করে সময় বাড়িয়ে দিবেন। এভাবে দু’তিন দিন অন্তর পর্যায়ক্রমে সময় বাড়াতে হবে।
এবার আসি খাদ্যাভ্যাসের কথায়ঃ
* সকালে ভাত খাওয়ার অভ্যাস থাকলে বাদ দিন কয়েক মাসের জন্য। ভাতের পরিবর্তে ২পিস রুটি/সবজী দিয়ে নাস্তা করতে পারেন। উহু! রুটির সাথে ডিম/আলু ভাজীর কথা একদম ভুলে যান!
* দুপুরে যতটুকু খেয়েছিলেন, রাতে তার থেকে কম খাবেন যেহেতু রাতে আমাদের কোন শারীরিক পরিশ্রম করতে হয়না (বিবাহিত হলে আলাদা কথা!)
এবং অবশ্যই ঘুমাতে যাবার কমপক্ষে তিনঘন্টা আগে খাবেন।
রাতের খাবার খাওয়ার কিছুক্ষন পরেই যারা ঘুমাতে চলে যান, এদের মুটিয়ে যাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
* আলু যত পারেন কম খাবেন, সে আলু ভর্তা হোক বা সবজীতে হোক।
খাওয়ার সময় ভাত নিবেন কম, এবং সবজী/তরকারী নিবেন বেশি করে। ভাত আপনার শরীরের জন্য উপকারে আসেনা।
সবজীতে তেল যত কম দিয়ে রান্না করতে পারেন আপনার জন্য তত ভাল, সেদ্ধ রান্না হলে আরো ভাল। সবজী/তরকারী শুকনা শুকনা না রেখে হালকা ঝোল রাখবেন।
* তেলে ভাজা জিনিস পুরোপুরি এড়িয়ে চলবেন। আজ্ঞে! ঠিকই ধরেছেন! আপনার লোলুপ জ্বিহ্বাটা চিকেন ফ্রাই, বার্গার, সর্মা সহ যাবতীয় ফাস্টফুডের জন্য লকলক করলেও মাস খানেকের জন্য সম্পুর্ন ভুলে যেতে হবে।
* মিষ্টি, মিষ্টি জাতীয় যত আইটেম, গরু-খাসির মাংস, সফট/কোল্ড ড্রিংক্স সহ যত রকমের ফ্যাটি এবং জাঙ্ক ফুড আছে, মাস খানেকের জন্য এগুলোর কথা ভুলে যান! পরবর্তীতে অল্প-স্বল্প খেতে পারবেন কিন্তু এখন থেকে অফ।
* খাবারে কাচা লবন খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। রান্না করার সময়ই আপনার প্রয়োজন অনুসারে লবণ দিয়ে নিন।
* দুধ খাওয়ার অভ্যাস থাকলে খুবই ভাল, তবে অবশ্যই দুধের সর এবং ঘন দুধ খাবেন না! সবচেয়ে ভাল হয় দুধে পানি একটু বেশি দিয়ে পাতলা করে জ্বালাতে পারলে। এতে দুধ দ্রুত হজম হবে।
*সপ্তাহে একদিন ওজন এবং শরীরের মাপ নিন।
নিচে আপনাদের জন্য একটি ক্যালরি চার্ট দিয়ে দিলাম। কোন খাবারে কত ক্যালরি থাকে সে সম্পর্কে ধারণা পাবেন এতে প্রয়োজন অনুযায়ী ক্যালরির যোগান দিতে সুবিধা হবে আপনার।
অনেক তাড়াহুড়োর মধ্যে লিখতে হয়েছে। যে কারনে হয়ত আরো বেশকিছ ফ্যাক্ট বা পয়েন্ট বাদ পড়ে যেতে পারে।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
স্বর্ণমৃগ বলেছেন: মূল সমস্যা-ই এটা।
অনেকে শুরু করেন কিন্তু ধরে রাখতে পারেন না।
তবে মাস তিনেক ফলো করতে পারলেই ভাল ফল পাবেন।
শুভকামনা
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩
নিক পাইনাই বলেছেন: খুবই উপকারি। অনেকেরই কাজে আসবে। প্রিয়তে।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
শিক কাবাব বলেছেন: আমার কাহিনী আরো মজাদার। একটি দুই নম্বর বাঙালী নার্সের সাথে ফোনালাপ (সাইদির মত) শুরু করি। আমার কোমর ৩৪। আমি জিন্দেগীতে জিন্স ছাড়া অন্য কিছু পড়ি না। কিন্তু জিন্সগুলি নিচে বড়, আমার ভাল লাগে না। ৩২ কোমর হলে মোটামুটি সাইজে মানায়। আমি ১৭৫ সেন্টি। একদিন শখ করে ৩২ নিয়ে এলাম। জোর করে পড়বো। পারলাম না। ফেলে রেখে দিলাম। কোমর ৩৪, কিন্তু পেটসহ হলে ৩৬/৩৮ হবে হয়ত। আমি সাধারণত নাভির নিচে পড়ি। ক্ষেত বাঙালির মত নাভিতে পড়লে দম বন্ধ হয়ে যায়।
১০/১৫ দিনে অনেক টাকা চলে গেছে মেয়েটাকে ফোন করতে করতে। ফোন আর মোবাইল। এর মধ্যে একটা দুশ্চিন্তাও ঢুকেছে যে বিয়ের পর সবাই যখন জানবে আমার বউ দুই নম্বর, কেমন লাগবে? লোকে কি বলবে। সব সময় দুশ্চিন্তা। আরো ১৫ দিন পর, মানে ১ মাস পর অনেক টাকা চলে গেছে। টাকা গেলেও মজাও পেয়েছি অনেক। রোজার রাতে সেহরীও খেতে পারছি না চিন্তা। মাত্র ১ চামচ (১ প্লেট না) ভাত খেলেই পেট ভরে যাচ্ছে। টেনশন।
ঈদের দিন ভাবলাম পেন্টটা দেখি। ওমা !!!! পেন্টটা আমার কোমরে ১০০% ফিট। আমার পেট কই? ৩৬/৩৮ পেট এখন লেভেল হয়ে কোমারের সাইজে মানে, ৩৪ এ চলে এসেছে।
আজ ১০ বছর চলছে। এখনো আর পেট বাড়ছে না। আগের সাইজেই (৩৪) আছে।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
স্বর্ণমৃগ বলেছেন: হাঁসতে হাঁসতে পেটে খিল ধরে গেল রে ভাই!
আপনার পেটের সাইজ সারাজীবন ৩৪ই থাকুক!
শুভকামনা
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
টিনটিন` বলেছেন: ক্যালরি চার্টটা "সেভ ইমেজ এজ" করে সেভ করলাম কিন্তু পড়া যাচ্ছেনা। ইমেজটা কি আরেকটু বড় করে আপলোড দেওয়া যায়?
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
স্বর্ণমৃগ বলেছেন: দেখি ফডুশপে সুবিধা করতে পারি কিনা...
কাজ হলে কাল সকালে আপ করে দিব
ভাল থাকবেন ব্রো
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
স্বর্ণমৃগ বলেছেন: থেঙ্কু ব্রো
ভাল থাকবেন
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩
আনমনে বলেছেন: ++++++++++++++++
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২
এ হেলাল খান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। কাজে লাগবে তাই প্রিয়তে।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০
স্বর্ণমৃগ বলেছেন: প্রিয়তে নেবার জন্য ধন্যবাদ
কাজে লাগলেই কষ্ট করে লেখাটা সার্থক হবে।
ভাল থাকবেন
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫
শামীম আরা সনি বলেছেন: বিভিন্ন ওয়ার্কআউট রিসার্চে দেখা গেছে-একঘন্টার সেক্সুয়াল ইন্টারকোর্সে প্রায় ৩৫০ থেকে ৪০০ কিলোক্যালোরী বার্ণ হয়! ওয়েট! এক্ষুনি বেডরুমের দিকে দৌড় দিয়েন না!
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
স্বর্ণমৃগ বলেছেন: না ইয়ে মানে এই আর কি!!
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১০
রিফাত হোসেন বলেছেন: ++
Click This Link
হুম দুই মাসে ম্যাসিভ একটা কমানি কমিয়েছিলাম ।
যদিও এখন মোটা অনেক । মানে ঈদের খাবারে এই অবস্থা ১৫ কিলো + হয়েছে ।
এখন আবার দৌড়ের উপর আছি ।
যেমনে পারি দৌড়াই । আগে তো ঘোড়ার মত দৌড়াতে পারতাম , এখন আগের মত পারি না তবে চেষ্টা করি এইভাবে Click This Link
ক্লান্ত হয়ে পরি ট্রেড মিলে.. তবুও খিচ্চা দৌড় ........... আমাকে পারতেই হবে ।
আমিও আনন্দ লাভ করি , এখন উঠতে বসতে , চলতে নড়তে, ঘুমাতে, পড়তে.. সব কিছুতে
ভালবাসতেও
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
স্বর্ণমৃগ বলেছেন: দৌড়ান, খালি দৌড়ের উপ্রে থাকেন!
২য় পোস্ট পড়ে এলাম, মজা লাগল বেশ।
ভাল থাকবেন ব্রো, সব সময়
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯
জজ সাহেব বলেছেন: ভাল।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন
১১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল,কাজের পোস্ট।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
ভাল থাকুন
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমি ফেবু থেকেই ওয়ার্ডে কপি মারছিলাম।
এখন ভালোই হলো, ব্লগে ও পাওয়া গেল।
থ্যাংকিউ ভাই।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
স্বর্ণমৃগ বলেছেন: হেহেহেহহেহে আমার লেখার ইন্সপায়রেশন ই ছিলেন আপনি!
শুভকামনা
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
আমি মুখতার বলেছেন: মুই মুডা হইবাম চাই।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
স্বর্ণমৃগ বলেছেন: অপেক্ষা করেন, সময় পেলেই ওটা নিয়েও লিখব
ভাল থাকুন
১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
ইভা_110 বলেছেন: ধন্যবাদ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
ভাল থাকুন
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
রংটাণর্ বলেছেন: ভাই আমি মোটা হইচে চাই, কিছু ট্রিক্স দেন
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
স্বর্ণমৃগ বলেছেন: অপেক্ষা করুন, পরবর্তীতে এ বিষয়ে পোস্টানোর ইচ্ছে আছে।
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
মুক্তবন্দী বলেছেন: প্রিয়তে রাখলাম।
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ
ভাল থাকুন
১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট। হয়তোবা কখনও আমার কাজে লাগতে পারে। আপাতত ঠিক আছি!
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
স্বর্ণমৃগ বলেছেন: থেঙ্কু ব্রো!
...ঠিক আছেন জেনে ভাল্লাগলো!
ঠিক থাকেন, সব সময়।
১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
আমিতপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!!!
দেখি কামে লাগানো যায় কি না
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
"দেখি" কইলে আমার কামে লাগানো হবেনা ব্রো। কামে লাইগা পড়েন দেখবেন হয়ে গেছে।
ভাল থাকুন
১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
সাকিন উল আলম ইভান বলেছেন: কাজের পোষ্ট , কিন্তু দৌড়ানোড় সময় কই ? আর বিয়া
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
স্বর্ণমৃগ বলেছেন: সাইদী হুজুরের কাছ থিকা পরামর্শ নেন, কপাল খুইলা যাইতেও পারে!
২০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
আরজু পনি বলেছেন:
বেশ কাজের পোস্ট!
১৪ কেজি কমানোর তরিকা কারো লাগলে আমারে জিগাইয়েন
আর বিবাহিতদের নিয়ে কিছু কইতে চাইছিলাম , আমার কমেন্টতো আবার ফেরী করার ইতিহাস আছে .....!
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
স্বর্ণমৃগ বলেছেন: থিঙ্কু পনিপু!
১৪কেজি!! কন কি। এইভাবে আমন্ত্রণ জানাইলে কয়জন রে আলাদাভাবে টিপস দিবেন, একটা পোস্ট লিখেই ফেলেন!
...যা কওনের সোজাসাপ্টা কইয়া ফেলবেন, কে ফেরি করল কি অন্য কিছু করল-ভাবতে যান ক্যা!
২১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
শ।মসীর বলেছেন: সমস্যা একটাই, খাইতে গেলে আর হুস থাকেনা, তাই ভুঁড়িও আর কমেনা
১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
স্বর্ণমৃগ বলেছেন: আমার ও সেইম কেস ভাই
এইজন্য খাবার-দাবার দেখলেই একবার দেখেই চোখ নামিয়ে নেই!
২২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: আমি ভাই ১ মাসেই ৬ কেজি কমাইছি।টোটাল ২ মাসে ১০ কেজি কমাইছিলাম।কিন্তু এখন আবার ২ কেজি বেড়ে গেছে ব্যায়াম বন্ধ করায় +
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
স্বর্ণমৃগ বলেছেন: ওরে খোদা! কন কি!!
তবে একবারে এত ওজন না কমানো টাই ভাল।
আবার শুরু করে দেন!
ভাল থাকবেন ব্রো, সব সময়
২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
মাহী ফ্লোরা বলেছেন: আমি পারিনা আমি পারিনা। ৩ কেজি ওজন ই কমাইতে পারতেছিনা এক মাস ধইরা।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
স্বর্ণমৃগ বলেছেন: কে কইছে!
আপনি পারবেন! আপনিই পারবেন!!
...দৌড় এবং ডায়েটের পাশাপাশি আরেকটা বিষয়ের প্রতিও খেয়াল রাখবেনঃ
অনেকে ৩০মিনিট দৌড়ানোর পরে, সেদ্ধ ডিম (একটি সেদ্ধ ডিমে প্রায় ২৫০ক্যালরি থাকে) বা অনেক কিছুই খায়।
ফলাফল যে লাউ সেই কদু!
কারন ৩০মিনিট দৌড়ে যে ৩৫০ ক্যালরি বার্ন হয়েছে, দৌড় শেষ করে আবার কিছু খাওয়া মানে এতক্ষনকার কষ্ট সব বৃথা!
ভাল থাকবেন মাহিপু
২৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫
নিশাচর ভবঘুরে বলেছেন: নাহ! এইসব পারুমনা। এইসব আমার দ্বারা হইবেক না। দেখি, এক্কেরে বিবাহ করে :!> :!> :!> :!> :!> :!> :!> যদি কিছু ওজন কমানো যায়
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
স্বর্ণমৃগ বলেছেন: বাহ! আপনি দেখি সবার থেকে বুদ্ধিমান!
একবারেই গাছের মগডালে!
তবে ওভাবে কমালে নিজের ক্রেডিট কিচ্ছু থাকে নাহ, সেজন্য ও পথে যাব নাহ!
ভাল থাকবেন
২৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
মাহী ফ্লোরা বলেছেন: মনে হল আপনাকে আপডেট জানানো দরকার। এই দুদিনে ২ কেজি ওজন কমে গেছে! কি তাজ্জব।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
স্বর্ণমৃগ বলেছেন: আলহামদুলিল্লাহ!
দেখা হইলে ট্রিট দিতে ভুইলেন না আপু!
ভাল থাকুন, সব সময়
২৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
বিডি আইডল বলেছেন: ভুড়িঁ কমান দরকার জরুরী ভিত্তিতে....আরো ২/৩ টা বিয়া করুম কিনা ভাবতাছি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
স্বর্ণমৃগ বলেছেন: হাহাহাহাহাহাহা
শইলে তাকদ থাকলে কইরা ফেলেন!
২৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪২
সুখ নাইরে পাগল বলেছেন: তেলে ভাজা জিনিস পুরোপুরি এড়িয়ে চলবেন।
ইহা সম্ভব নহে। পুরি সিঙ্গারা সমুচা ছাড়া চলবে না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
স্বর্ণমৃগ বলেছেন: হেহেহেহেহ
তাইলে দর্শনীয় একখান ভুড়ির জন্য তৈরি হোন!
২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
ফজলুল করিম বলেছেন: আরে!!! প্রিয় বাটুন গেল কই???
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
স্বর্ণমৃগ বলেছেন: রাজাকারে খাইয়া ফেলছে মনে হয়!
২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার ওজন সহজে বাড়েনা। এই কয়েক মাস আগে, বেশ মুটিয়ে গিয়েছিলাম। চিন্তা করলাম, পেট কমাতে হবে। তেমন কিছু করতে হয় নি, শুধু যখন খাই, ২৫% কম খাই। আমার শরীর থেকেও ২৫% মেদ কমে গেছে।
মা যে ভাতই দেন ১ মুঠ কমিয়ে রাখি। এই হলো মূল রহস্য!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
স্বর্ণমৃগ বলেছেন: হাহহাহাহাহাহ
বেশ কাজের তরিকা দেখি!
কিন্তু অনেকের কাছেই এই তরিকা পছন্দ হবেনা, উদরপূর্তি ছাড়া কি চলে!
৩০| ০১ লা মে, ২০১৩ রাত ৯:৫২
এরিস বলেছেন: দুপুরের খাবারের চেয়ে রাতে কম পরিমান খাওয়াটা আমিও ফলো করি। কিন্তু কিছুদিন আগে একজন আমাকে রাতে পর্যাপ্ত খেয়ে দিনের দুপুরে রুটি খাওয়ার পরামর্শ দেন। কতটুকু যুক্তিসঙ্গত?? জানাবেন প্লিজ।
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪১
স্বর্ণমৃগ বলেছেন: আপনার আগের ডায়েট টাই সঠিক ছিল।
যেহেতু রাতে বিশ্রাম ছাড়া কোনো কায়িক পরিশ্রম করতে হয়না, তাই রাতে কম খাওয়া টাই বেটার।
৩১| ১২ ই মে, ২০১৪ সকাল ১১:৫৬
জেনারেশন সুপারস্টার বলেছেন: কাজে লাগবে।+++++
১২ ই মে, ২০১৪ দুপুর ১২:১৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
কাজে আসলেই সার্থক
৩২| ১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
লেখোয়াড় বলেছেন:
পোস্ট ভাল। কিন্তু এটা আমার কোন কাজে আসবে না।
কারণ আমি যেমন খাই তেমন দৌঁড়াই, আমার কোন সমস্যা নেই।
হে হে হে হে হে .......................
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯
স্বর্ণমৃগ বলেছেন: গুড ফর ইউ!
৩৩| ১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
In2the Dark বলেছেন: ভাল লাগল, অনেক তথ্যবহুল পোষ্ট অনেকেরই কাজে লাগবে।
মোটা হবার সিস্টেম থাকলে দিয়েন।
আর " যেহেতু রাতে আমাদের
কোন শারীরিক পরিশ্রম
করতে হয়না (বিবাহিত
হলে আলাদা কথা!) "
এইটুকু সেভ কইরা রাখলাম কান্দা আইলে পড়ুম, অনেক কাজের।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
হাহাহাহহাহা... অলরাইট!
৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১১
ইমরান আশফাক বলেছেন: সবই ফলো করছি কিন্তু ডায়বেটিসের কারনে মধু খেতে ভয় হয়, আর বিফ জার্কি করে খাওয়া যেতে পারে। কেননা জার্কিতে কোন তেল বা চর্বি থাকে না (পাশ্চাত্য দেশসমুহে এটা খুব জনপ্রিয়)।
প্রত্যেকদিন সকালে খালি পেটে লেবুর সরবত (চিনি ছাড়া) খাইয়া প্রায় ৫০/৫৫ মিনিট জোরে জোরে হাটি। ওজন আছিলো ৭৩ কেজি সেখান থাইক্যা হলো ৬৮ কেজি কিন্তূূূু এখন আবারও হইছে ৭০ কেজি।
৩৫| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ২:০১
খেপাটে বলেছেন: আমার কি এতে হবে
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
ইচ্ছে বলেছেন: দারুন, কিন্তু শুরু করলে কয়দিন এই নিয়মে চলতে পারবো তাই শিওর না
