![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্ন দেখি আর দশটা সাধারণ মানুষের মতই , আমি হাসতে ভালবাসি, হাসাতে ভালবাসি . সবার জন্য ভাবতে ভালবাসি , জীবন সহজ না, তবু জীবনটাকেও ভালবাসি , আর জানি একদিন দেশটা বদলে যাবে সুন্দরে - সবাইকে অবাক করে দিয়ে আমরা সপ্নবাজ মানুষগুলো দেখিয়ে দেব -আমরা পারি, পারব ! :) https://www.facebook.com/rifah.sanjida.3
আমি জানি পাডার যে ছেলেটা, মা্কেটের যে দোকানিটা , কিংবা যে সিএঞ্জি ওয়ালা প্রতিদিন কাউকে না কাউকে উত্তক্ত্য করছে সে এই লেখাটা পড়বে না , কিন্তু আমাদের শিক্ষিত শ্রেণী বলতে যা বুঝায় আর কি , তারা চাইলেই এসব পড়তে পারেন, একটু গলা মিলিয়ে প্রতিবাদ করে তারপর নিজের প্রেমিকা কিংবা বউ , যদি অন্যায় কিছু করে( সেই বাঘা পুরুষের কাছে যদি অন্যায় মনে হয় !!) প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে যত উপায়ে চড় , গালি , সেক্সুয়ালি হ্যারাস থেকে শুরু করে যা যা করণীয় কিংবা নয় সব করে থাকেন , কিছু সুশীল ( অবশ্যই নামধারী) তো আরও ভয়ংকর.।। এরা নারীদের পক্ষে কথা বলেন, পাশে দাঁড়ান আর সুযোগ মত মনে করিয়ে দেন আমি পুরুষ পাশে ছিলেম বলেই তুমি নারীর মর্যাদা পেয়েছিলে.। মুখোশ ধারী জন্তু নগ্ন চরিত্রের মানুষের চাইতে বরং বেশি ভয়ঙ্কর .।। যা দেখছি তাতে মনে হচ্ছে কেবল- ডান, বাম , নাম মাত্র, নামধারি সুশীল গুলো সব জন্তু ( কারণ এদের আমি মানুষ ভাবি না , থাক ত পুরুষ )
©somewhere in net ltd.