নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বই- গন্ধম।\n নির্বাচিত কবিতা মাও সে তুঙ

Shourov Mahmud

আমার হাড়ে তৈরি পৃথিবীর কফিন।

Shourov Mahmud › বিস্তারিত পোস্টঃ

কবিতা: স্নানঘর

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৯

প্রেমিকার পিতাদের আঙুল জানে
এক ঢিলে তিন পাখি মারা প্রাচীন কৌশল।
রাজনীতি নিয়ে কথা যদিও আমার কম-
তবু চিনে নিতে পারি স্বৈরাচারীর কন্ঠ।

আকন্ঠ মদ্যপান বৃথা হয়ে যায়-
স্নানঘরে বসে নিজেকে ভাসাই বাষ্পে। ভাবি-
একটি বয়স্ক দেবদারু গাছকে কতটা স্পর্শ করে শীতকাল।

তবু পাতা ঝরা দিনগুলো লিখে-
আগুনের ফুলকির নিগূঢ় রহস্যভেদের আখ্যান।

ক্ষার জলে ধুয়ে নিতে চাই বিরহ সব।
তবু প্রশ্ন করতে চাই পিতাকে তোমার,
অ্যান্টিস্যাপটিক সাবান কি ধুয়ে দিতে পারে-
স্বৈরাচারীর রক্তমাখা হাত?

তবু এইসব বিরহ বাষ্প স্নান-
জেনে নেয় বাক স্বাধীনতা হরনের ইতিহাস।
কবিতাগুলো ফাঁসিতে ঝুলাবে তাকে-
অশ্রুসব খুঁজে নিবে স্থান সাবানের ফেনার ঝাকে।

আমাদের ফের দেখা হবে একদিন-
তোমার পিতার কবরের সামনে হয়তো শোনাবে-
ক্ষমা মহান, হত্যাকারিকে যে দেয় সম্মান।
অথবা এইসব উষ্ণ জলের প্রাণ-
আজই ছড়িয়ে দিবে কোমল বড়ই পাতার ঘ্রাণ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্টে A+।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.