নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

একটা ধর্ষকে ধরতে একটা ফোন দিন। আর কতবার আমরা পালাব? আর কত শামীম আকন্দ জন্মাবে আমাদের নিরবতাকে পুজিঁ করে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

সারাদেশে যখন ধর্ষণের প্রতিবাদে ঝড় বইছে তখনও ধর্ষকরা নিশ্চিন্তে ধর্ষণ করে বেড়াছে। লক্ষ মানুষের প্রতিবাদ, কোন আইন, প্রশাসনের হুমকি কিছুতেই তারা রুখেছে না। কারণ এই দেশে ধর্ষকরা পার পায় বার বার। ধর্ষকের হুমকিতে বার বার নির্যাতিত পরিবারগুলো নিজেদের নিরাপত্তা আর সামাজিক লজ্জার কথা বিবেচনা লুকিয়ে বাঁচতে চায়।



শাস্তির দাবী নিয়ে যেসব পরিবারগুলো এগিয়ে আসে সেই পরিবারগুলোর পাশে দাড়ানোর সময়ই থাকে না আমাদের নানা ব্যস্ততায় কিংবা অযুহাতে। কিন্তু আর কতবার আমরা পালাব? আর কত শামীম আকন্দ জন্মাবে আমাদের নিরবতাকে পুজিঁ করে।



গত ২৮ডিসেম্বর রাতে পটুয়াখালীতে ১২ বছরের একটি মেয়ে নাজমা বেগমের সহয়তায় ধর্ষণ করে শামীম আহমেদ আকন্দ নামের এক যুবক (পটুয়াখালী সরকারী কলেজের ২য় বর্ষের ছাত্র)। ২৯ ডিসেম্বর মেয়েটি শারিরিক অবস্থার অবনতির, আর্থিক অসংগতি আর লোকলজ্জার ভয়ে তাকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে তাকে চিকিৎসা করানো হয়। কিন্তু আবারও রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হওয়াতে গত ১০ জানুয়ারীতে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।



মা মৃত আর বাবা ২য় বিবাহের কারণে মেয়েটির আশ্রয় নেয় দূর সম্পর্কের এক ফুফুর কাছে। এই ফুফুর সামান্য আয়ে যেখানে সংসার চালানো কঠিন তখন এই মেয়ের চিকিৎসার খরচ চালানো কঠিন কাজ।



পটুয়াখালী প্রেসক্লাবের প্রথম আলো, ডেইলি স্টার, এটিএন বাংলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক সাথী পত্রিকার সম্পাদক মিলে তার চিকিৎসার ব্যবস্থা করে। তাদের সহযোগিতায় থানায় একটি মামলা করা হয়। পুলিশ ধর্ষণের সহযোগী নাজমা বেগমক ও ধর্ষকের বাবা আলী আকবরকে গ্রেফতার করে।



কিন্তু এই গ্রেফতার আর মামলা আর জটিল করে তুলেছে মেয়েটির জীবনকে। ধর্ষক শামীম আকন্দের অব্যাহত হুমকির মুখে তার শেষ আশ্রয়টুকু এখন আর নিরাপদ নয়। সমাজপতিরাও চাপ দিচ্ছেন যাই হবার হয়েছে একটা মিমাংসা করতে হবে।

এক আস্টেলিয়ার প্রবাসী বন্ধুর মাধ্যমে খবর পেয়ে আমরা কয়জন ফেসবুকের বন্ধু মিলে চেষ্টা করি মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসতে।তার ফুফুর অনুফা বেগমের সাথে বেশ কয়েকবার যোগাযোগ হয়। নিরাপত্তাহীনতার ভয়ে এখন আর কোন ঝামেলায় জড়াতে চায় না ঐ পরিবারটি।



নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে এখন আর বিচারের কথা চিন্তা করছে না তারা। এখন আল্লাহ উপর ভরসা ছাড়া কোন উপায় নেই।

হয়ত সামাজিক মিমাংসাই শেষ গন্তব্য। কিন্তু এই শামীম আকন্দ আর নাজমা বেগম থেকে কি আমরা মুক্তি পাব?



আমরা যারা এই শহরে ব্যানার, ফ্যাসটুন আর মোমবাতি জ্বালিয়ে বার বার দাড়াই শহীদ মিনার, প্রেসক্লাব আর শাহবাগ চত্ত্বরে, ফেসবুক হাজার বার লিখ বিচার চাই, বিচার চাই। আমাদের এই চাওয়া কোনদিনই পূণ হবে যদি আজ পটুয়াখালীর ঐ পরিবারটির পাশে দাড়াতে না পারি। বিচারের প্রত্যাশী এই অনুফা বেগমের পাশে দাড়াতে হবে।



আমরা যারা জন্য সামাজিক যোগাযোগেরসাইটগুলো ব্যবহার করি এই দেশে শুধুমাত্র তারাই যদি গর্জে ওঠি আজ তাহলে এই শামীম আকন্দ আর নাজমারা কোনভাবে রক্ষা পাবে না।






ঢাকায় বসে পটুয়াখালীর ঐ পরিবারটির জন্য কি করতে পারি।

১. পটুয়াখালী থানা, জেলা প্রশাসক এর অফিসে ফোন/ইমেল করে তাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের দাবী করতে পারি।

২.সি্ভিল সার্জন, পটুয়াখালী কে ফোন করে তার চিকিৎসার জরুরী পদক্ষেপ নেওয়ার অনুরুধ করতে পারি।

৩.পটুয়াখালীর বিভিন্ন সংগঠন, পরিচিত ব্যক্তিকে এই বিষয়ে সোচ্চার হবার আহবান করতে পারি।

৪.পটুয়াখালী সরকারী কলেজ কতৃপক্ষকে এই ছাত্রের বিরুদ্ধে য ব্যবস্থা নেবার অনুরুধ করতে পারি। যাতে অন্য ছাত্রদের জন্য তা দৃষ্টান্ত হয়ে থাকে।



ডেইলি স্টার পত্রিকার লিংক





১.পটুয়াখালী সদর থানা/পুলিশ

০৪৪১৬৭৬২



২.জেলা প্রশাসক

জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী।

ফোনঃ অফিস- ০৪৪১-৬২৩০০

বাসা- ০৪৪১-৬২৪৪৭

ফ্যাক্স- ০৪৪১-৬২৫৬৮

ইমেইল[email protected]





৩.ডা: জিতেন্ত্র চন্দ্র রায়

সি্ভিল সার্জন, পটুয়াখালী

ফোন নম্বর : ০৪৪১-৬২৬২০ (অফিস)

মোবাইল : ০১৭১১০২০৪৭৩

ফ্যাক্স নম্বর : ০৪৪১-৬২৬২০

ই-মেইল : [email protected]





Click This Link





মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দয় পোস্ট
মানবতার জয় হোক

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: একটি ফোন দিন

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

কাউসার রানা বলেছেন: মানবতার জয় হোক

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: একটি ফোন দিন

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

সঞ্জয় নিপু বলেছেন: অচিরেই আমরা প্রতিবাদ সরূপ জেলা প্রশাসক এবং সিভিল সার্জন কে মেইল করছি ।

অনেক ধন্যবাদ সুন্দর এই পদক্ষেপ এর জন্য ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অনেক ধন্যবাদ পদক্ষেপ এর জন্য

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

সাইফুল আলী বলেছেন: ভোলায় মাদরাসা ছাত্রীকে গণধর্ষণ করল সহযোগীসহ হিন্দু শিক্ষক : আবারও ধর্ষণ হইছে।করছে লীগের বিশ্বত লোকেরা

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

খাইয়া কামনাই বলেছেন: হায়রে !!!!!!!! মানবতা???????

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

শামীম আরা সনি বলেছেন: হমমম ।

যেকোন ধর্ষনের ঘটনা, নারী হত্যা, অত্যাচার সে যেই করুক হোক সে যেই হোক কঠিন বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই। আমি চাই পেপারে ধর্ষন নিয়ে সিরিজ আসার বদলে পুরানা ঘটনাগুলোর সিরিজ ফাঁসির খবর আসুক। আইনপ্রণেতারা কি করছেন?

আর টাকা খেয়ে যেকোন ইসু কে ধামাচাপা দিলেও নারী ইসুকে প্রশাসন ও পুলিশের ধামাচাপা নারীপ্রধান সরকারগুলোর কাছে আশা করিনা!

আর ধর্ষিতা নারীর কাছ থেকে শুধু আলামত গ্রহন করলেই হবেনা, তাকে মানসিকভাবে প্রশান্তি দিতে প্রয়োজন কাউন্সেলিং, সরকারী আর্থিক সাহায্য যাতে তকে কখনো করুনার পাত্রী না হতে হয়।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.