নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

অসভ্য, অসত্য, বিভ্রান্তকর তথ্য, অনৈতিক বিজ্ঞাপনে বেশিরভাগ কোম্পানী

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

মুনাফাকে প্রাধান্য দিতে গিয়ে নীতি নৈতিকাকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে কোম্পানীগুলো অসত্য, বিভ্রান্তকর তথ্য দিয়ে অনৈতিক বিজ্ঞাপন দ্বারা তাদের পণ্যের প্রচার করছে। সরকারী-বেসরকারী গণমাধ্যমগুলোও এইসব অনৈতিক বিজ্ঞাপন প্রচার করছে। কোম্পানীগুলো পণ্য প্রসারের উদ্দ্যেশে বিজ্ঞাপনগুলো তৈরি করলেও, অধিকাংশ বিজ্ঞাপন দেখে পণ্য সর্ম্পকে কোন সঠিক ধারনা পাওয়া সম্ভব নয়।



যেমন ১. ফ্রুটিকার একটি বিজ্ঞাপন দেখলাম পিকেটার থেকে ক্রিকেটার। অর্থাৎ ফ্রুটিকা খেয়ে ক্রিকেটার হওয়া যায়। ২. এটম চুইংগাম তার প্রতিটি বিজ্ঞাপনে কিভাবে মিথ্যা কথা বলতে হয় তার শিখাছে। ৩. একটি ক্যান্ডি লোহা হজম করার বিজ্ঞাপন দেখাছে। ৪. ফেয়ার এন্ড লাভলী বলছে তাদের ক্রীম বিমানবালার চাকুরী দেয়।গোপন করে স্বাস্থ্যহানীকর উপাদান তাদের ক্রীমে রয়েছে। ৫. মোবাইল কোম্পানীর বিজ্ঞাপন আগাগোড়া ৯০ভাগই মিথ্যা বিজ্ঞাপন।



১.এই বিজ্ঞাপনগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব ?

২. কারা নিয়ন্ত্রণ করবে।

৩.আমজনতা হিসেবে এইসব বিজ্ঞাপন করণী।





প্রথমেই বলি একজন আমজনতা হিসেবে আপনার হাতে সহজ কিছু উপায় আছে যাতে আপনি অসত্য,মিথ্যা, বিভ্রান্তকর তথ্য দিয়ে অনৈতিক বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা নিতে ঠেলা দিতে পারেন। আস্থা বাড়িয়ে নেওয়ার জন্য দুইটি আইনের ধারা দিলাম। তারপর একে একে লড়াইয়ের কথা বলি।



1.বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯ মিথ্যা প্রচারণার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বিষয়ে ১৯ ধারার (১) এ বলা আছে, কোন ব্যক্তি এমন বিজ্ঞাপন প্রকাশ করিবেন না, তাহা কোন খাদ্যবস্তুকে মিথ্যাভাবে বর্ণনা করে বা এর প্রকৃতি, বস্তু বা মান সর্ম্পকে ভিন্নরূপ ধরাণা দিয়ে জনগণকে বিভ্রান্ত করে।



2.ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় বলা আছে, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারনখে প্রতারিত করিবার দন্ড। -কোন ব্যক্তি কোন পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশ্যে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করিলে তিনি অনুর্ধ্ব এক বৎসর কারাদন্ড, বা অনাধিক দুই লক্ষ টাকা অর্থদন্ড, বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।



১. এই বিজ্ঞাপনগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব : প্রথম কথাই হল সম্ভব। দেশে বিজ্ঞাপন নিয়ন্ত্রণে কোন সুনিদিষ্ট বিজ্ঞাপন নীতিমালা নেই। কিন্তু বিভিন্ন আইন ও কতৃপক্ষের মাধ্যমে অসত্য,মিথ্যা, বিভ্রান্তকর তথ্য দিয়ে অনৈতিক বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা নেওয়া যায়।





(চলবে)

আজ ঘুম পাইছে। আজ যাই রাত মেলা ধারাবাহিক ভাবে পোস্ট দিমু

মন্তব্য ১৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৬

স্বপ্নসমুদ্র বলেছেন: ভাইরে বিজ্ঞাপনের কথা থোন। পন্য কেনা বেচার ও তো কোন নীতি নাই। ফাস্টফুডের দোকান একটা খুলে। খানা অর্ডার করলে কি মি আইনা দেয়। তারপর বিল দেয়। ৫০০ টাকার আর তার উপর ১৫% ভ্যাট পে করা লাগে। ঐ টাকা কি আসলেই সরকার পায়? কেউ কি চেক করে?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ঐটাকা সরকারের পাওয়া উচিত এবং বেশির ভাগ সময় পায়। কিন্তু সমস্যা হল যা খাই তাতে কি থাকে তা সরকার জানে কিনা?

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১

আলাপচারী বলেছেন: জরুরী বিষয়ে লেখার জন্য অভিনন্দন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

আশফাক সুমন বলেছেন: ধন্যবাদ ।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

বইয়ের পোকা বলেছেন: এই বিষয় নিয়া একটা পোস্ট দেয়ার ইচ্ছা ছিলো।আপনিই লিখে ফেলছেন,ভালোই হলো।আরেকটু বড় করে লিখলে ভালো হবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আপনি লিখে ফেলুন। আমার কাছে আরো কিছু তথ্য আছে প্রয়োজন হলে জানাবেন মেইল করব

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঠিক বলেছেন

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯

শিপু ভাই বলেছেন:
সহমত

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০

আহলান বলেছেন: কিছুই হবে না। ভোক্তাগনকেই সচেতন হতে হবে ....

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ঠিক বলেছেন

৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১২

সাহাদাত উদরাজী বলেছেন: যত জালা আমাদের!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: কিন্তু বর্জন করতে হবে

৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

তন্ময় ফেরদৌস বলেছেন: বাকি রুলজ গুলাও দিয়ে দিন তাড়াতাড়ি, পরের পর্বের অপেক্ষায়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অনেকদিন দেরি হয়ে গেল। লিখতে পারছি না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.