নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
ফলিয়ামারী চরাঞ্চলের একটি গ্রাম। ২৪ পরিবারের এই গ্রামের মানুষ প্রতিনিয়ত লড়াই করছে দরিদ্রতার সাথে। আমাদের শহরে ঈদ যখন রঙ্গিন হয়ে ওঠে প্রতিটি মানুষের জীবন। তখন ঐ মানুষগুলোর জীবনে ঈদ মানে আর অন্য আট-দশটা দিনের মতই অভাবের সাথে লড়াই। গত ২০ বছরে এই গ্রামে কোরবানীর ঈদে কোন কোরবানী হয়নি। ২০ বছর আগে পাশের গ্রামের সমাজের সাথে ছিল তাদের সমাজ, ঐ সমাজের দারিদ্রতার জন্যই তাদেরকে বিচ্ছিন্ন করে দিযেছে। কোরবানীর ঈদের মাংস তাদের কাছে এখন স্বপ্নের মত গল্প।
শুধু যে পাশের গ্রামের মানুষ তাদের বিচ্ছিন্ন করে দিয়েছে তা নয়। গোটা দেশটাই তাদের বিচ্ছিন্ন করে দিয়েছে। সারাদেশে লক্ষ লক্ষ পশু কোরবানী হয়। কিন্তু একট টুকরো মাংস সেই গ্রামে পৌছে না। আমরা রাজধানী লোকেরা একাধিক পশু কোরবানী দেই। সেই কোরবানীতে কি এক টুকরো মাংস পৌছতে পারে না ফলিয়ামারী গ্রামের মানুষের জন্য? আমরা কি পারিনা ঐ সকল গ্রামের মানুষের জন্য কোরবানীর ঈদে কিছু করতে?
কি পারি, কি পারি না তা নয়। এবার ঈদে মানুষগুলোর জন্য আমরা গত ২০ বছরের ঈদের স্মৃতি ভুলিয়ে দিতে চাই। Ibnul Syed Rana ভাই উদ্যোগ নিযেছেন। এই সপ্তাহে ঐ গ্রামে যাবেন। ২৪ পরিবারের শিশুদের ঈদ রঙ্গিন করতে যা লাগবে। তাই হবে ফলিয়ামারীতে এবার। আসুন ফলিয়ামারীর মানুষগুলোর সাথে আমরা আমাদের ঈদের আনন্দ ভাগ করে নেই।
যারা যারা আমাদের সাথে যেতে আগ্রহী কিংবা অংশগ্রহন করতে চান যোগাযোগ করুন।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ময়মনসিংহের একটি গ্রাম
২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
দখিনা বাতাস বলেছেন: কার সাথে কিভাবে যোগাযোগ করবো?
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ০১৫৫২৪৪২৮১৪/০১৮১৯৮১৯৭৯৯
৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬
আমাবর্ষার চাঁদ বলেছেন: আরেকটু বিস্তারিত জানান ভাই.........
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: কি কি জানতে চান?
৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৯
হৃদয় রিয়াজ বলেছেন: ফেসবুকে জাভেদ ভাইয়ের লেখাটি পড়লাম। নিঃসন্দেহে খুব ভাল একটি উদ্যোগ। শুভকামনা।
১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৫
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ
৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪
আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাই গ্রামটা কোথায় এবং কিভাবে যেতে হয়......?
১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৬
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ময়মনসিংহের গ্রাম । মহাখালি থেকে বাসে ময়মনসিংহ তারপর নদী পার হযে মোটর সাইকেল কিংবা হেটে যেতে হবে। তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৮১৯৮১৯৭৯৯
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫
শ্রাবণধারা বলেছেন: ফলিয়ামারী কোথায়?
Ibnul Syed Rana ভাই উদ্যোগের জন্য শুভকামনা......।