নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

আকবর আলীর তোমার বাংলাদেশ আর আমাদের বাংলাদেশের মাঝে আজ বিশাল ফারাক। তাই ..পরিষদ, ..মন্ত্রণালয় তোমাকে খুজে পায় না।

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০

মৃত্যুর পর অপরাধবোধ নিয়ে পতাকা দিয়ে বীর মুক্তিযোদ্ধা আকবর আলীকে সম্মান দেওয়া হবে সত্যি। কিন্তু জীবিত আকবর আলীর দেহটা আজ পরে আছে ব্রাহ্মণবাড়িয়া সরকারী হাসপাতালের মেজেতে। গত তিনদিনে তার কপালে একটাও ঔষধ জুটেনি।পরীক্ষা-নিরীক্ষা হয়নি বলে ডাক্তার তার চিকিৎসা শুরু করতে পারেনি। পরিবাবের কোন সদস্য নেই। দেশটাই যার তার আবার পরিবার কি? এই বিশ্বাস নিয়ে ই তো আকবর আলী লড়েছেন।



মো: আকবর আলী বিশ্বাস তার পাশে আছে বাংলাদেশ। আর বিশ্বাস নিয়ে দেশের জন্য প্রাণ বাজি রাখতে কখনোই ভীত নন। স্বাধীনতার পর ৪২বছর পার করেছেন গ্রামের পথে পথে।এই ৪২বছরে তার একবারও ঘরে ফেরা হয়নি। আকবর আলীর তোমার বাংলাদেশ আর আমাদের বাংলাদেশের মাঝে আজ বিশাল ফারাক।



আকবর আলীর পাশে আকবরের স্বপ্নের বাংলাদেশের মানুষরা দাড়াতে চাই। আসুন একবার জীবিত আকবর আলীকে স্যালুট করে আসি।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

আসফি আজাদ বলেছেন: আমার সামর্থ্যের মধ্যে ওনার পাশে দাড়াতে চাই। আশা করি কেউ সমন্বয়ের দায়িত্ব নেবেন। পোষ্টে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: সময় কম তাকে ঢাকায় আনতে হবে

২| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমরা তাকে ঢাকায় নিয়ে আসছি

৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

ল্যাটিচুড বলেছেন: @সাইফুল ভাই আপনি বড় ব্যাক ডেটেড মানুষ -

এখন এসব পোষ্ট দেওয়া আর "গরম কালে কোট আর কম্বল পরে ঘুরে বেড়ানো একই ব্যাপার"

একটু আধুনিক হন - রাজাকারদের বিচার নিয়ে পোষ্ট দিন, পোষ্ট হিট হয়ে যাবে, চুচিলরা এসে মন্তব্য আর পরামর্শে ভরিয়ে দেবে আপনার পোষ্ট ।

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ব্যাক ডেটেড আর যাই হই না কেন মানুষ তো ভাই স্বীকার করলেন। তাতেই হল। চেষ্টা চালিয়ে যাই

৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

জনাব মাহাবুব বলেছেন: মুক্তিযোদ্ধারা এভাবেই লোকচক্ষুর আড়ালে অনাহারে, অর্ধাহারে, বিনা চিকিৎসায় জীবন পার করছে। :( :( :( :( X( X( X(

আপনার পোষ্টে
+++++++++++++++++++++++

৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেউ কি দাঁড়াবে না মুক্তিযোদ্ধার পাশে? বিবাড়িয়ার ব্লগাররা অন্তত চেষ্টা করে দেখবেন না জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাথে যোগাযোগ করলেও কিছু একটা হতে পারতো, কিন্তু তার যে কেউ নেই। সামুরও স্বদিচ্ছা রয়েছে কিনা জানিনা, তাই আপনার পোস্টটি নির্বাচিত করে দায়িত্ব সেরেছেন তারা। কতো ধরনের কতো পোস্ট স্টিকি হয়, সংকলিত পোস্ট স্টিকি হয়ে থাকে মাসের পর মাস, অথচ অসহায় এই মুক্তিযোদ্ধার জন্য সবাই মিলে কিছু করার প্ল্যাটফর্মটিরও আজ অভাব। এই কষ্ট রাখার মতো স্থান কোন বাংলাদেশীর অন্তরে কি করে থাকে।

নিজেও পোস্ট করলাম, কিছু একটা করা অবশ্যক।

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমার তাকে ঢাকায় নিয়ে এসেছি

৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

অয়োময় বলেছেন: এখন ওনার কি অবস্থা?কোথায় আছেন?

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ঢাকা মেডিক্যাল কলেজে আছেন

৭| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২

আসফি আজাদ বলেছেন: আর্থিকভাবে কিছু দিতে চাইলে কিভাবে দিতে হবে যদি জানাতেন। ধন্যবাদ।

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তিনি ঢাকা মেডিক্যাল কলেজে আছেন।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

আসফি আজাদ বলেছেন: ভাই আমি দেশের বাইরে আছি। কাজেই ব্যক্তিগতভাবে যাওয়া আমার পক্ষে সম্ভব না। ওয়ার্ড এবং বেড নম্বরটা শেয়ার করেন। কারও মাধ্যমে পাঠাতে চেষ্টা করব। ধন্যবাদ।

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ০১৫৫২৪৪২৮১৪

৯| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

বিশ্বাস করি 1971-এ বলেছেন: কোন বিক্যাশ একাউন্ট নাই? সবাই একটু সাহায্য করতে পারতাম।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

বিশ্বাস করি 1971-এ বলেছেন: যারাই এইধরনের পোষ্ট দিবেন সবাইরে একটু অনুরোধ করব একটি বিক্যাশ, ডাচ বাংলা বা অন্য কোন ধরনের মোবাইল মানি ট্রান্সফার একাউন্টের নাম্বার দিতে।

১১| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

আসফি আজাদ বলেছেন: আকবর আলী এখন স্যালুটের অতীত। আল্লাহ তাকে কবুল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.