নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

তুরাগ নদী আমাদের নদী। আমার আমাদের মালিকানা বুঝে নিতে চাই। আমার স্বার্থে, আমার ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার স্বার্থে।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১

ঢাকার চারপাশে যে চারটি নদী আছে তার মধ্যে তুরাগ অন্যতম। তুরাগ নদী ও তার দুইপারের বিস্তৃণ সবুজ বেষ্টনী ঢাকা, সাভার, গাজীপুর, টাংঙ্গাইলসহ বিশাল এলাকাকে এখন সবুজের মোড়কে জড়িয়ে রেখেছে। এই তুরাগ আজ বিপন্ন।



তুরাগের দুই পারে উন্নয়নের নামে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিশেষ দখলে নেমে। এই শহর, বুড়িগঙ্গাকে গ্রাস করে এখন তারা হাত বাড়িয়েছে তুরাগের দিকে। তুরাগ দখলের প্রাথমিক পর্যায়ে যদি আমরা রুখে দিতে পারি, এই দখলদারদের তবে জয় আমাদের অনিবার্য। আমাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের বিশুদ্ধ পানি, খাবার আর নির্মল প্রানবন্ত পরিবেশে বাঁচার অধিকার নিশ্চিত করেতে তুরাগকে রক্ষা করতে হবে।



গত কয়েক মাস আমি তুরাগ নদীর বিভিন্ন এলাকার দখলের ছবি তুলেছি। খুব বেশি পরিমান দখল এখনো শুরু হয়নি। সেচ্ছাশ্রমে কাজ করে এমন কিছু ব্যক্তির মাধ্যমে আমরা ১৯০টি দখলের তালিকা আমার তৈরি করেছি। প্রাথমিকভাবে এই দখলদার ও তাদের স্থাপনা উচ্ছেদ করতে পারলেই তুরাগ রক্ষায় কার্যকর সমাধান হবে। আমাদের সংগ্রহ করা ছবিগুলো আমরা নিয়মিত বিভিন্ন গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রতিষ্টানগুলোতে পাঠিয়েছি। ইতিমধ্যেই অনেক গণমাধ্যম এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু তাতে তো তুরাগের দখল থামে না। আসুন আর একটু কঠোর হই। আর একটু জোরে কন্ঠ ছাড়ি। বুঝতে শিখি তুরাগ আমার নদী। এই নদীতে যতটা মালিকানা আমার তারচেয়ে অনেক কম দাবীদার ঐসকল দখলদার। আইন, আদালত, সাহসী, সচেতন মানুষ সবই আছে আমাদের পক্ষে। তারপরও চোখের সামানে তুরাগ শেষ হতে পারে না।





তুরাগ নদী আমাদের নদী। আমার আমাদের মালিকানা বুঝে নিতে চাই। আমার স্বার্থে, আমার ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার স্বার্থে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

আহলান বলেছেন: মহৎ উদ্যোগ ভাই ... কিন্তু সফলতা আসবে কিনা জানি না ... কারণ দখলকারীরা রাষ্ট্রের মদদপুষ্ট ......

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: দখলকারীরা যারই মদদ পুষ্ট হোক চেষ্টা চালাতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.