![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
পুরো এলাকা কেপে উঠল। বিকট শব্দে। এক দল লোক দৌড়াচ্ছে। আতশবাজির আকাশে আলোর ঝলকানি। ঘটনা কি?
উচ্চ শব্দে বেজে উঠল গান “ আজকের আকাশে… ..আজ জন্মদিন তোমার” আজ আমাদের এলাকার এক মেয়ে জন্মদিন । তার হবু বর চমক দিতে এই আয়োজন। পুরো এলাকাবাসী মিনিট ২০শের এই ব্যাপক আয়োজন উপভোগ করল । পরের দিন পাড়া কত মেয়ের মনে যে একরকম বর পাবার স্বাদ জাগল কে জানে।
তিনদিন পর মেয়ের গায়ে হলুদ । সূর্য ডুবার পর থেকে উৎসব। ছেলে পক্ষের লোকজন আসে মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে। পুরো এলাকা কাপিয়ে দিল মোটর সাইকেলের হণের শব্দে।
তারপর ভোর রাত পযন্ত চলছে সঙ্গীত অনুষ্ঠান। বাইরে থেকে শিল্পী আনা হয়েছে। কিন্তু শব্দ ছাড়া আর কিছু উপভোগ করার ভাগ্য আমাদের নেই।
তার পরে দিন মেয়ের বাড়ি লোকজন ছেলের বাড়িতে গেল বিশাল বহর নিয়ে। রাতে আবারও শতাধিক মোটর সাইকেল হর্ণ দিয়ে মেয়েদের বাড়ি পযন্ত দিয়ে গেল। আনন্দ আর আনন্দ। পুরো এলাকা বিয়ে বিযে উৎসব আলোর ঝলকানি।
না আমরা দাওয়াত পাইনি। শুক্রবার মেয়ে বিয়ে তাই দিন কয়েক রাত জেগে উৎসব চলছে ঐ বাড়িতে। সাথে পুরো এলাকাবাসী বিনামূল্যে গান উপভোগ করছেন।
বিনামূল্যের গানের এই উৎসব ব্যাপক বিরক্ত হয়ে গেল। রাত জাগাটা আমাদের জন্য ভয়াবহ যন্ত্রণার। গান বন্ধ বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই। কিন্তু হতাশা হলে কি চলে ???
আমি শব্দ দূষণ বিধিমালা ২০০৬ পড়লাম। সেখানে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে। রাত ১০টার পর উচ্চ শব্দে গান বাজানো নিষেধ। তাছাড়া অনুমতি নেওয়াা বাধ্যতামূলক। তবে অনুমতি কোন ভাবেই ৫ ঘন্টার বেশি হতে পারবে না।
বিধিমালাটি প্রিন্ট করে থানায় দিয়ে আসলাম। পাশাপাশি অনুরোধ করলাম। রাত ১২টা পযন্ত যেন তাদের গান বাজানোর সুযোগ দেওয়া হয়। তবে মটর সাইকেলের ইতরামি যেন বন্ধ হয়।
বাসায় এসে আমি ৮টায় পুলিশকে অনুরোধ করলাম। তারা যেন জানিয়ে দেয় রাত ১২টার পর উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করে দিয়ে আসে। টহল পুলিশের গাড়িটি এসে সর্তক করে দিয়ে যায়।
১২টায় আমি পুলিশকে ফোন দিলাম। ধন্যবাদ জানাতে। আজ আর কোন পটকার বিকট শব্দ নেই। গানের উচ্চ শব্দ নেই।
তারপর থেকে যতদিন ১২টার পর উচ্চ শব্দে গান বাজে আমি দুইবার ফোন দেই। একবার পুলিশকে অনুরোধ করি। ২য় বার ফোন দেই ধন্যবাদ দেওয়ার জন্য।
আপনারএলাকায় রাত বিরাতে “ শীলা, শীলা কি……. গান কিংবা বুকটা ফাইটা যায় অথবা যেকোন উচ্চ শব্দ শুধু অভিযোগ দিন ফোনে। বাকি কাজ পুলিশের ।
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:০৮
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: জানাতে হবে। তবেই আপনি নিরাপদ হবেন।
২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:২১
হাসান মাহবুব বলেছেন: এরকমও হয় নাকি এ দেশে! জানা ছিলো না। ধন্যবাদ।
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:১২
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: কত কি যে হয় দেশে শুধু চেষ্টা করেন
৩| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:২৮
অগ্নি সারথি বলেছেন: ভাই কি আসলেই পুলিশের কাছে গিয়েছিলেন নাকি কোন মানুষের কাছে? চক্ষে পানি ধইরা রাখবার পারতাসিনা।
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:০৮
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমি গিয়েছিলাম পুলিশের কাছে। তার আগেও আমার এমন অভিজ্ঞতা আছে
৪| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪
কঙ্কাল দ্বীপ বলেছেন: বোঝাই যাচ্ছে আপনার এলাকায় ভি আই পি। অন্যদের থামাতে পারবেন। আমাদের এলাকায় ভি আই পি রাই সারারাত পার্টি করবার সাহস ও সামর্থ রাখে। কেউ পুলিশের কাছে গেলে পুলিশ ওরেই ধইরা প্যাদানী দিবে। হাহা...
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:১৩
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আপনি অভিযোগ জানান। তাহলেই প্রতিকার আসবে। অভিযোগ জানাতে পারেন পরিবেশ অধিদপ্তরেও
৫| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:১৫
বিজন রয় বলেছেন: ভাল পোস্ট
+++++
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:১৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ
৬| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৮
সাধারন বাঙালী বলেছেন: যদি সরকারী দলের লোক হয় তা হলে কপালের র্দুগতি ঠেকাবে কে???
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: গতি যাই হোক। একটু চেষ্টা তো করতে হবে।
৭| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯
সুমন কর বলেছেন: আমারও অনেক ঘুম নষ্ট হয়েছে এ দূষণের জন্য !!! তবে প্রতিকার হবে না !! কারণ তারা হয় অনুমতি নেয় নতুবা এলাকার প্রভাবশালীদের দাওয়াত দেয় + দূষণ করার অনুমতিও নেয় !!
কাজ হলে, মন্দ হতো না !!!!
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হুম কিন্তু এখন শুরু করলেই আগামীতে বন্ধ হবে
৮| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৯
আহমাদ মাগফুর বলেছেন: সব এলাকার পুলিশতো আর মান্না বা ইলিয়াস কাঞ্চন না।
মিজু আহম্মেদ, নাসির খাঁনরাও যে অনেক।
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তা ঠিক । তবে চেষ্টা তো শুরু করতে হবে।
৯| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
উল্টা দূরবীন বলেছেন: মনে হলো রূপকথার গল্প পড়ছি। আমাদের দেশের নিরানব্বই দশমিক নয় নয় ভাগ পুলিশই যে ওইটা সেটা কে না জানে। পুলিশ আর পাগলা কুত্তা এক জিনিশ রে ভাই.....
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: একবার চেষ্টা করে দেখেন । আমি তো এমন ফল পেয়েছি
১০| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আহারে আমাদের শহরের পুলিশগুলা যদি এইরম হইতো
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ইহা বাংলাদেশের পুলিশের কথা।
১১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:৪৬
মহা সমন্বয় বলেছেন: বিয়ের রাতে গান বাজানো জায়েজ আছে। আর এরকম হলে তো তাহলে সারা বাংলাদেশ থেকে ওয়াজও বন্ধ করে দিতে হবে।
বিয়ে তো মানুষ জীবনে একবারই করে তাই একটু ফুর্তি টুর্তি করে আর কি।
আমার মনে হয় বিয়ে বাড়িতে পুলিশ পঠানো ঠিক হয় নি। সম্ভবত বিয়ে বাড়ির করো সাথে কোন কারণে আপনার ক্ষোভ ছিল।
সবকিছু বিধিমালা অনুসারে হয় না।
১২| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:১৩
জে.এস. সাব্বির বলেছেন: অসাধারণ একটা আইডিয়া দিয়েছেন ।দেশের পুলিশ যত খারাপই হোক-আমরাও ইকটু চেষ্টা করলে হয়ত সম্ভবই ।।
তবে আমাদের এলাকায় এই আইনের প্রয়োজন হবে না । বিয়া বা কোন অনুষ্ঠান উপলক্ষে এখানে হাই ভলিউমে "সিলি কিজাবানি..." বাজানো সম্পূর্ণ নিষেধ ।আর এর বাস্তবায়ন আমাদের "চ্যাংড়া টিমই" করে থাকে ।প্রসশান- নো নিড
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৬
ঢাকাবাসী বলেছেন: আপনার এলাকার পুলিশ ঢাকার অন্য এলাকাতে পাওয়া যায় না, সো শব্দ শুনতে আমরা বাধ্য! বন্ধ করার চেস্টা করতে গেলে মার খেতে হপে! অধিকাংশ পুলি.. জানেইনা এসব আইন ফাইন!