![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
শুনেছি কারিনা আসবে ঢাকায় মানুষদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ক সচেতনতা তৈরি করতে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানাই। ভেবেছিলাম আমিও যাব কারিনার নাচ দেখতে। নাচে যদি আমার মনে এই শহরটা পরিষ্কারের জন্য বিন্দুমাত্র দায়িত্ববোধ তৈরি করতে পারে। তবে ক্ষতি কি।
অসচেতন নাগরিক হিসেবে আমরা সচেতন হতে কারিনার কারিশিমা দেখার অপেক্ষায় আছি। কিন্তু ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণ গেইটের যে অবস্থা ময়লার জন্য হাঁটা যায় না, সিটি করপোরেশন থেকে মাত্র কয়েকশ গজ দূরে ফুলবাড়িয়া মার্কেটের কাছে দিনের পর দিন জমে থাকা ময়লার স্তুপ দেখে আপনারাও আমার সাথে একমত হবেন। যে দক্ষিণ সিটি করপোরেশনের দক্ষতাবৃদ্ধির জন্য করিনার একটা বিশেষ নাচের শোর আয়োজন করা দরকার।
মাননীয় মেয়র আপনার অফিসের আঙ্গিনা যারা পরিষ্কার রাখতে পারে না। শত শত আমলা-কর্মকর্তা-কর্মচারী নিয়ে গঠিত দল। তারা যে আমাদের সচেতনতা তৈরির বৃথা চেষ্টা করছে । তা আপনিও সহমত হবেন দক্ষিণ সিটি করপোরেশেনের কয়েকশ গজের মধ্যে দিনের পর দিন এই ময়লার স্তুপ দেখে। মেয়র আগে আপনার কর্মচারীদের সচেনতা তৈরি করুন, তারপর সারা ঢাকার জনগণ। কারণ তারা জনগণের উপর দোষ চাপিয়ে। আপনাকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে কারিনার নাচ দেখানোর নামে।
মেয়র আপনি ঘোষণা দিন আগে আপনি আপনার অফিসের দক্ষিণ গেইটটি পরিষ্কার হবে। তারপর তারা সারা ঢাকাবাসীকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা তৈরি করার যোগ্যতা রাখবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
১০ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫২
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: বলতে তো হবেই।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪০
সোজোন বাদিয়া বলেছেন: মেয়র আপনি ঘোষণা দিন আগে আপনি আপনার অফিসের দক্ষিণ গেইটটি পরিষ্কার হবে। ওর কী দায় পড়েছে। ও দিলেও মেয়র থাকবে, না দিলেও থাকবে। আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন শুধু। তবুও ধন্যবাদ, ক্ষোভ শেয়ার করার জন্য।