![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
আমি বাংলাদেশ ব্যাংক এ এই ব্যাংকটির অবৈধ কার্যক্রম সম্পর্কে অভিযোগ দিয়েছিলাম। তারপর আমি কয়েকদিন ফোনে যোগাযোগ করি। কোন সাড়া না পেয়ে এই অভিযোগের প্রেক্ষিতে আমি বাংলাদেশ ব্যাংকে যাই। শুনলাম যে গর্ভনর চিঠিটি পাবার পর পর সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিয়েছেন। তারপর যাই সেই চিঠির সূত্র ধরে তদন্তকারী দায়িত্বশীল বিভাগে যেখানে গর্ভনর চিঠি পাঠিয়েছেন। তারা তো মহা ক্ষ্যাপা আমার উপর। আমার কি লাভ? ব্যাংক টাকা নিলে আমার সমস্যা কি? তারপর অনেক পর বুঝলাম। যে তাদের নাকি কোন এখতিয়ার নেই এই বিষয়ে পদক্ষেপ নেবার।
তদন্তের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আমাকে বলে গর্ভনর কেন আমার কাছে মেইল দিয়েছে? কি জানেন। আমি গর্ভনরের জ্ঞানের পরিধি নিয়ে কিছু না বলে বললাম কি করা যায় তাই একটু বলেন। বলল আপনি গিয়ে তদন্ত করেন গ্রাহক হিসেবে তাদের কত টাকা লেনদেন হয়। কোন ব্যাংকে হয়। কতজন গ্রাহক। যে ব্যাংকে টাকা জমা হয় তার বিস্তারিত তথ্য। আমি তাকিয়ে আছি সেই কর্মকর্তার দিকে। বার বার মনে হচ্ছিল তিনি ভিন্ন কোন গ্রহ থেকে আসা লোক। আমি চাইলেই সকল তথ্য একটি ব্যাংক দিয়ে দিবে !!!!
এসে স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসককে চিঠি দিলাম। বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করে জানলাম যে তারাও স্থানীয় প্রশাসনকে জানিয়েছে। এবার স্থানীয় প্রশাসনকে ফোন দিন দেখেন তারা কি করে। আমি ফোন দিয়ে শুনলাম পুলিশ মহাক্ষ্যাপা বাংলাদেশ ব্যাংকের কাজ তারা কেন করবে। আর আমি কেন অভিযোগ দিলাম তাতে তিনি মহাক্ষ্যাপা। আমি অভিযোগকরী হই কি করে। আমাকে তো ঝারি আর ঝারি। এত ঝারি শুনার পর আমি সিটিজেন রিয়েল এস্টেট ব্যাংককের কার্যক্রম নিয়ে আবারও চিঠি লেখার প্রস্তুতি নিয়েছি।
যেহেতু বাংলাদেশ ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার, জেলা প্রশাসক কেউ জানেন না কার কাছে অভিযোগ জানানো যায়। আর কে এই অবৈধ কার্যক্রম রুখার দায়িত্বে আছেন। তাই আমজনতার সাহায্য চাই। আমাকে বলুন আমি আপনাদের সহযোগিতায় চেষ্টা চালাতে চাই।
শেষ কথা হারা যাবে না। স্থানীয় মানুষগুলোর আমানত রক্ষায় এই ব্যাংকের কার্যক্রম অবশ্যই বন্ধ করতে হবে। তাই আপনাদের পরামর্শ চাই।
২| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: শেষ কথা হারা যাবে না। স্থানীয় মানুষগুলোর আমানত রক্ষায় এই ব্যাংকের কার্যক্রম অবশ্যই বন্ধ করতে হবে। তাই আপনাদের পরামর্শ চাই।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৩
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হুম। আমি চেষ্টা করছি। সবার সাহায্য
৩| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আমি সাহায্য করতে চাই আপনাকে লিখুন [email protected]
৪| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: গ্রাহকদেরকে একাট্টা করে সচেতন করুন। নিজের ব্যাপারে সতর্ক থাকুন, এই ব্যাঙ্ক মালিকরা আপনাকে আক্রান্ত করতে পারে। এলাকার যুবকদের সাথে রাখুন। য়াপনার সফলতা কামনা করছি।
৫| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরা সব চোরে চোরে মাসতুতো ভাই।
গ্রাহকদের নিয়ে মানব বন্ধন করুন এবং প্রতিনিয়ত আপনার লড়াইয়ের আপডেট ব্লগে দিতে থাকুন। ভালো কাজের জন্য সংগ্রাম কখনো বিফল হয়না।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ২:১৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ
৬| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৩
ইব্রাহিম শাহীন বলেছেন: এই ব্যাংকে অনুমতি দানকারী কে বা কারা? খোঁজ নিলেই জানা যাবে কী করা উচিৎ।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ২:১৮
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তাদের কোন অনুমোদন নেই
১৫ ই মার্চ, ২০১৬ রাত ২:১৮
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অনুমোদন নেই তাদের।
৭| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৫
ফেরদৌসা রুহী বলেছেন: এই ব্যাংকের কি কাজ, কারা অনুমোদন দিয়েছে তাতো বললেন না।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ২:১৮
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তারা আমানত নেয় গ্রাহক থেকে বেশি মুনাফা দিবে বলে। তাদের কোন অনুমোদন নেই
৮| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সমুদয় কাগজপত্র নিয়ে হাইকোর্টে যেতে পারেন। তাদের দিয়ে নোটিশ ইষ্যু করাতে পারেন- এই ব্যাংকের কার্যক্রম কেন অবৈধ ঘোষনা করা হবে না মর্মে...
অতি অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখবেন। অভিযোগের প্রমাণ সমূহ। স্বাক্ষ্য, তাদের দূর্নীতির প্রমাণ সব।
সাতে নিন মিডিয়ার কাভারেজ।
তাতে হয়তো ভাল ফল আসতে পারে্
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: স্থানীয় মিডিয়াতে কোন নিউজ হয়নি বা হচ্ছে না।
৯| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: যার কাজ তার সাজে
অন্য লোকের লাঠি বাজে!!
এই কাজে কেন বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিবেনা,
কেন অভিযোগকারীকে তদন্ত করতে হবে?
তার কি ঠেকা !! ৮০০ কোটি ডলার পাচার হয়েছে
তার জন্য আদার ব্যাপারীদের জাহাজের খবরের দরকার কী?
তবে সতর্কতার বিকল্প নাই, কেউ যেন এখানে লেন দেন না করে
তার পরামর্শ দেওয়া যেতে পারে।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ।
১০| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সংগ্রাম চালিয়ে যান। সৎ এবং সাহসীরা আপনার সঙ্গে আছে।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ।
১১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: সৈয়দ সাইফুল আলম শোভন ভা্ই আমি আপনার সংবাদটি, আমার অ্নলাইন পত্রিকায় প্রকাশ করলাম। সংশ্লিষ্ট বিভাগ বিষয়টিচ তদন্ত করে প্রেয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আমার বিশ্বাস। সংবাদটি পড়তে ক্লিক করুন নিচের লিংকে।
ব্রাহ্মণবাড়িয়ার সিটিজেন রিয়েল এষ্টেট ব্যাংক লিঃ অনুমতি কার?
ধন্যবাদ
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৩
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ।
১২| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮
গোধুলী রঙ বলেছেন: বাংলাদেশের সরকারী চাকুরেদের সাথে অন্যদেশের চাকুরেদের পার্থক্য কি?
সংক্ষেপে বলা যায়, অন্যান্য উন্নত দেশে সরকারী কর্মকর্তা/কর্মচারীদের কাছে কোন কাজ নিয়ে গেলে কাজটা ওদের জন্য লায়াবিলিটি, তাই ওরা সেটা মন প্রান দিয়ে শেষ করতে চায়, আর আমাদের দেশে আপনি কাজ নিয়ে গিয়েছেন, দায়টা আপনার, ওরা আপনার দায়টা অতি দয়া করে কনসিডার করছে এটাই তো অনেক।
ওরা যে টাকা কামায় তা হারাম টাকা, ঐ হারাম টাকায় কোন আরাম নাই, যে যত লেভেলের হারাম টাকা কামাইকারী তার বিপদের মাত্রাও তত লেভেলের। উদাহরন দেই, ছেলে-মেয়ে বখাটে, স্ত্রীর কঠিন অসুখ, মায়ের/বাবার ক্যান্সার, ছেলে/মেয়ে প্রতীবন্ধী অথবা মাদকাসক্ত, আরো বহু বহু, এগুলো প্রাকৃতিক শাস্তি। নৌবাহীনির একটা স্কুলে আমার এক আত্মীয় শিক্ষক, সে বলে কর্মকর্তাদের যত পরিমান প্রতীবন্ধি ছেলে-মেয়ে আছে বাইরে আমি কখনো এতটা দেখি নি। কিন্তু আফসোস, এই শাস্তি কেউ অনুধাবন করে না।
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ।
১৩| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮
জনৈক শ্রেয়াস বলেছেন: ভাল কাজ করেছেন এখানে জানিয়ে
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২২
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ
১৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২২
ঢাকাবাসী বলেছেন: এরা জায়গামত মাল আর তেল দিয়ে ব্যাবসা তথা মাল কামানো চালিয়ে যাবেই , কিছুই করার নাই!
১৫| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩১
জাহী তানভি বলেছেন: গুরুত্বপূর্ণ লেখা
১৬| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
পোকা চিমটি বলেছেন: এরাই তো সোনার বাংলা গড়বে, তাই না?????????
১৭| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬
জামিল০৯ বলেছেন: সম্ভবত আপনার উদ্যগের ফলে বাংলাদেশ ব্যাংকের দায়সারা বিজ্ঞপ্তি।
সম্ভবত আপনার উদ্যগের ফলে বাংলাদেশ ব্যাংকের দায়সারা বিজ্ঞপ্তি।
১৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৬
আহসানের ব্লগ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২
বিজন রয় বলেছেন: লড়াই চালিয়ে যান।