![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
ঢাকা শহর থেকে রিকশা বন্ধে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবেশ দূষণ,যানজট, অমানবিক নানা অযুহাতে। কিন্তু কোন পদক্ষেপই সফল হয়নি। রিকশা বন্ধের এই কার্যক্রম বিশ্বব্যাংক শুরু করলেও। এখন বিশ্বব্যাংক সরে এসেছে। তবে এখন প্রচেষ্টা চলছে নানাভাবে। দিন কয়েকদিন আগে একটি পত্রিকা অনেক বড় বড় করে সংবাদ প্রকাশ করল। শাহাজাদপুর এলাকায় রিকশার নিধারিত লেন দিয়ে চলছে না।
আমিও গেলাম দেখতে ঘটনা কি?
১. ড্রেনেরও উপর স্লাবের উপর রিকশার লেন তৈর হয়েছে। তাও আবার ফাঁক-ফাঁক। এই ফাঁক দিয়ে আস্ত হাতি পরে যাবে। রিকশা চলে কি করে?
২. লেনে বেশির ভাগ অংশ জুড়ে বিদ্যুতের পিলার।
৩.লেন জুড়ে ব্যক্তিগত গাড়ি পাকিং, দোকান, ট্রাক-ভ্যান থামিয়ে মাল তোলা নামানো হয়।
৪.লেনের অনেক জায়গা দেখলে মনে হবে ছোট কোন খাল। ঢাকার অনেক খালেও এত পানি থাকে না।
ঢাকার কোটি মানুষের যাতায়াতের মাধ্যম রিকশা। এটি পরিবেশবান্ধব, লক্ষ মানুষের জীবিকা নির্বাহ হয় এই রিকশার মাধ্যমে। আমাদের যাদের গাড়ি নেই, বাসের চড়ার ব্যবস্থা নেই। তাদের জন্য রিকশা যে কত বড় আশিবাদ। তা শুধু রিকশা আরোহীরাই জানে। কিন্তু শহরে একটি বিরাট অংশ রিকশা যাতায়াত করলেও। তাদের কথা কর্তৃপক্ষ ভাবেনি এই লেন তৈরি করার সময়। তার প্রমাণ এই ছবিগুলো।
ঢাকার রাস্তায় পরিবেশ দূষণ, যানজটের অন্যতম কারণ প্রাইভেটকার। তবুও সব সুবিধা তারই জন্য। কারণ প্রাইভেট কারে যারা চলে তারা নিয়ম তৈরি করে। তাই তারা সড়কে শুধুই তাদের সুবিধা নেয়।
এই স্ল্যাবের উপর দিয়ে কি করে রিকশা চলবে জনাব?
এই অথৈ পানির মাঝে দিয়ে কি রিকশা চলবে?
যদি বলেন চলে। তবে কাল থেকে আপনাদের ব্যক্তিগত গাড়িগুলো চালান
দুইদিন। যদি বলে না। তবে রিকশা লেনগুলো সঠিক ব্যবস্থাপনায় আনুন
২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: রিকশা বন্ধের চেষ্টা চলছে। রুখতে হবে
২| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
মহা সমন্বয় বলেছেন: রিকশা লেনগুলো সঠিক ব্যবস্থাপনায় আনুন
২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৬
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: রিকশা লেন মানে না। নাকি তাদের বাধ্য করা হচ্ছে ? রিকশার বিপক্ষে ষড়যন্ত্র চলছে
৩| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:০১
প্রামানিক বলেছেন: যত দোষ ঐ রিকশাওয়ালার।
৪| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৮
বিজন রয় বলেছেন: প্রামানিক বলেছেন: যত দোষ ঐ রিকশাওয়ালার।
সহমত।
৫| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:২২
আহলান বলেছেন: গুড গভর্নেন্স .... দেশে রিক্সায় চড়ার মতো লোক আর থাকবে না, তাই এই ব্যবস্থা ... আপ্নেরা কিস্যু না বুইজ্যাই সমালোচনা করেন ক্যান।
২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৮
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: বুঝার চেষ্টায় আছি
৬| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪২
আরজু নাসরিন পনি বলেছেন:
ঢাকা শহরের অনেক রাস্তাতেই প্রয়োজনে রিক্সা, গাড়িকে পানিতে ভেসে চলার উপযুক্ত করে তৈরি করা উচিত ।
পানিতে রাস্তা ডুবে থাকলেতো ভালো...ধুলা উড়বে না...গায়ে পানির ঠাণ্ডা হাওয়া পেতে সুবিধে হবে...
আবার পানিতে ডুবে থাকা কাদা লাগলে নিয়মিত রিক্সা, গাড়ি পরিস্কারের প্রয়োজন পড়বে...নিয়মিত পরিস্কারের অভ্যাস গড়ে উঠবে তাতে। এটাও কিন্তু খুব ভালো অভ্যাস হবে...
আবার এমন ডুবো রাস্তায় চলাচলে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে...এতে মানুষের মাথা বাজে চিন্তা না করে সতর্ক হওয়ার কাজে ব্যস্ত থাকবে ।
মানুষ অনেক বেশি ধৈর্যশীল হবে ।
এতো ভালো দিক থাকতে আপনি এসবের বিরুদ্ধে বলছেন...এটা কিন্তু ঠিক না ।
২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৮
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: মাছ চাষের কথাও বলেন।
৭| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩২
আরজু নাসরিন পনি বলেছেন:
আরে দারুণ একটা পয়েন্ট যোগ করেছেন।
এই সুযোগে মাছের দাম তবু্ও যদি কিছু কমে। আর দাম কমা মানেই মাছে ফরমালিনের যোগান কমে যাবে।
মানুষ ফরমালিন মুক্ত মাছ খাবে।
আরো আইডিয়া থাকলে প্লিজ বলবেন।
ভাবছি মৌচাক এলাকার রাস্তার মাগুরের চাষ করা যায় কিনা।
ওখানে যতদিন যাই ততদিনই কাদা পানিতে সয়লাব হয়ে থাকে।
এতোদিন ভাঙ্গা রাস্তা, কাদা পানির কারণে বিরক্ত হয়েছি...কিন্তু আপনার পোস্টটাতে মাথা খুলে গেছে।
৮| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মাথা মোটা কাজ কারবার!
৯| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
নুর ইসলাম রফিক বলেছেন: আমাদের শহরেই এই বহুবুদ্ধিমত্তার কাজটি করা হয়েছিল।
সিটি কর্পোরেশনের লক্ষ লক্ষ টাকা অপব্যয় হয়েছে এই খাতে।
অবশেষে কারো সু-বুদ্ধিতে আপসারন করা হয়েছে স্পেশাল এই রিক্সা লেন।
এই রিক্সা লেন করার প্রধান উদ্দেশ্য ছিল ফুতপাত বেদখল থেকে মুক্ত করা আর যানজট মুক্ত শহর গড়া।
কাজের কাজ কিচ্ছু হয়নি।
ফুতপাত টিকি দহলেই ছিল। যানজট দিগুন বৃদ্ধি পেয়েছিল।
এখন আমরা মুক্ত এই রিক্সা লেন থেকে।
ধন্যবাদ উনাকে যার সু-বুদ্ধিতে এই রিক্সা লেন অপসারণ করা হয়েছে।
২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: লেনটি আসলে তৈরি করা হয়েছি রিকশাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। কিন্তু সেই কোটি টাকার প্রকল্প অনেক আগেই ডুবে গিয়েছি। কিন্তু ভূত নামেনি এখনো । তাই মাঝে মাঝে চেষ্টা চলছে। একটি কথা মানতেই হবে ঢাকায় রিকশার বিকল্প নেই।
১০| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪
আহসানের ব্লগ বলেছেন:
১১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১২
জোবায়ের রহমান বলেছেন: দায়িত্বরত আনসারকে ১০ টাকা দিয়ে দিন আপনি যে কোন সময়ে যে কোন পথ দিয়ে রিস্কা নিয়ে যেতে পারবেন। গ্যারান্টি
৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: কিন্তু তাতো সমাধান নয়।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
অগ্নি সারথি বলেছেন: লাথি মারার উপযুক্ত জায়গা ঐ একটাই। গরীবের পেট।