নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রীয় অর্থের অপচয় আর পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তরকে জরিমানা করা জরুরী হয়ে পড়েছে।

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

পরিবেশ অধিদপ্তর নানা প্রকল্পে নতুন নতুন গাড়ি কিনে। তারা প্রকল্পে গাড়ি ভাড়াও নিচ্ছে। জলবায়ু পরির্বতনের টাকা এই অধিদপ্তরে ছড়াছড়ি। কিন্তু জনগণের টাকায় কেনা কয়েক ডজন গাড়ি মাটির খাচ্ছে পরিবেশ অধিদপ্তরের আঙ্গিনায়। রাষ্ট্রীয় অর্থের অপচয় আর পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তরকে জরিমানা করা জরুরী হয়ে পড়েছে।

এত গাড়ি থাকতে কেন নতুন গাড়ি কেনা হয় কিংবা ভাড়ায় গাড়ি নেওয়া হয় প্রকল্পে???? এই গাড়ির টাকা জনগণের তাই প্রশ্ন করতেই পারেন। পরিবেশ অধিদপ্তর এদেশের অন্যতম প্রতিষ্ঠান যারা পরিবেশ দূষণের মত বহু কাজেই লিপ্ত। প্রায় প্রতিটি প্রকল্পে তাদের গাড়ি দরকার। নামে পরিবেশ অধিদপ্তর পরিবেশবান্ধব রিকশা তাদের অফিসে ঢুকার অনুমতি নেই। তবে গাড়িওয়ালাদের গাড়ি নিয়ে অধিদপ্তরের ভিতরে ঢুকতে কোন বাধা নেই।

ছবি : ঢাকা পরিবেশ অধিদপ্তরের অফিস আগারগাও থেকে তোলা হয়েছে

মন্তব্য ২৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

তুহিন০০৮ বলেছেন: এই গুলা বসায়া না রাইখা আমারে দিলেও তো কাজে লাগত

২| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

সুখী পৃথিবীর পথে বলেছেন: নতুন কিনলেই পারসেনটিজ পাওয়া যাবে হয়তো একারনে। লেখককে ধন্যবা ওদের কুকর্ম তুলে ধরার জন্য।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১

পুলহ বলেছেন: "নামে পরিবেশ অধিদপ্তর পরিবেশবান্ধব রিকশা তাদের অফিসে ঢুকার অনুমতি নেই।"-- হাহা ভালো বলেছেন।
লেখাটা সম্ভবত কয়েকবার পোস্ট হয়েছে ভাই, সুযোগমতন ঠিক করে নিয়েন..
শুভকামনা

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ঠিক করে নিলাম।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৬

কল্লোল আবেদীন বলেছেন:






সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৫

সোজোন বাদিয়া বলেছেন: সমস্যাটা তুলে ধরেছেন সুন্দর। কিন্তু কে জরিমানা করবে, আপনি? সরষে নয় ওঝার মধ্যেই যে ভূত!

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: জরিমানা আমাদের করতে হবে। কারণ মালিক তো আমরাই

৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

অর্ধ চন্দ্র বলেছেন: ইশশশ্ রে !

৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৩

কানিজ রিনা বলেছেন: আমাদের দেশে যে পরিমান গাড়ি আছে
সব গাড়ি যদি রাস্তায় নামানো হয়।
রাস্তার দৈরঘ প্রস্ত সমানুপাতে,দেখা যাবে
একটা রিক্সা দাড়ানোত দুরে থাক মানুষেও
দাড়ানোর জায়গা হবেনা।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৫

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তারপরও গাড়ি গাড়ি আর গাড়ি আমদানি হচ্ছে।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪

জাহিদ রুবেল বলেছেন: শালারা দেশটারে লুটপাট কইরস খাইবো আর শেষ জীবনে তাবলিগে যাইয়া আমির সাহেব হইবো,এদের বিরুদ্ধে খুব জরুরী মামলা করা উচিৎ,

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হ্যাঁ প্রতিবাদ হওয়া দরকার।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫

অরূপ সরকার বলেছেন: আমারে একটা দিয়া দেক

১০| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

আরণ্যক রাখাল বলেছেন: খুব ভালো একটা ব্যাপার তুলে ধরেছেন। বাংলাদেশে আসলে এই বাল ছাল কোন অধিদপ্তরেরই দরকার নেই। কোন কাজে লাগে বলে তো মনে হয় না

১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেনা গাড়ী বাদ করবে! ৫ লাখের গাড়ী ৫০ লাখে কিনবে! আবার প্রকল্পের ভাড়ার নামে লুটের মচ্ছব!!!!

এত গাড়ি থাকতে কেন নতুন গাড়ি কেনা হয় কিংবা ভাড়ায় গাড়ি নেওয়া হয় প্রকল্পে???? এই গাড়ির টাকা জনগণের তাই প্রশ্ন করতেই পারেন। !
ধন্যবাদ ভয়েজ রেইজ করায়।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩

ইয়েলো বলেছেন: প্রজেক্টের পর গাড়িগুলি গায়েব করে দিলেই পারত।রেখে দিয়ে ছিবি তুলার সুযোগ দিল।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২১

ফেরদৌসা রুহী বলেছেন: অনিয়ম করায় তো বেশির ভাগ সরকারি প্রতিষ্ঠানের কাজ।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫১

আমিই মিসির আলী বলেছেন: মজা পাইলাম। =p~
একেই বলে নামে কামে মিল নাই

১৫| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৯

রানার ব্লগ বলেছেন: বাঙ্গালী ছড়িয়ে ছিটিয়ে খেতে পছন্দ করে, এই গুল তারই চিত্র। বদ হজমের কারনে খেতে পারেনি তাই দেখতে পেলেন, নতুবা কি পেতেন ??!!!

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হ্যাঁ ঘটনা সত্য।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

মুয়াড পানজাবি বলেছেন: োরে বাবা, হািরে বাংলাডেশ

http://www.muadfashion.com

১৭| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুধুই আশা করতে পারি যে কেউ এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, কিন্ত কে ব্যবস্থা নিবে? :|

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: একজন না একজন নিবেই।

১৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩

শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23

অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।

ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।

১৯| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

সোহানী বলেছেন: শুধু পরিবেশ অধিদপ্তর না, প্রতিটা অধিদপ্তর আর তাদের শাখা-প্রশাখায় এমন গাড়ি হাজার হাজার। আমি ক্ষুদ্র একটা প্রজেক্টে ছিলাম, সেখানে ১৬ টা গাড়ি চালু ছিল, অাগের ১২ টা অফিসের পিছনে অব্যবহারে নস্ট একণ আবার ৬টা গাড়ির অর্ডার....... এরকম লাখ লাখ গাড়ি ছড়িয়ে আছে। হায়রে দেশ!!!!!!!!

২০| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

২১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫

সাংবাদিক তারেক বলেছেন: শোভন ভাই, জাতীয় প্রেসক্লাবের কাছে মুক্তিযুদ্ধা মন্ত্রনালয়ের ৩ তলায় পশ্চিম দিকে গেলে গারির ভাগার দেখে আপনি চমকে যাবেন। আমি অনেকগুলো ছবি তুলেছিলাম। এখন খুজে পাচ্ছি না। পেলেই এখানে দিবো।

২২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

সাংবাদিক তারেক বলেছেন: পেয়েছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.