![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
এ শুধু এক শ্রমিক নয়। দুনিয়াব্যাপী সকল শ্রমিকের ছবি একই। অধিকার রক্ষায় কোন আন্দোলন মানে শ্রমিক পিটিয়ে নালায় নামা। দেশের শিল্পাঞ্চলের মালিকদের সম্পদ রক্ষায় বিশেষ পুলিশ আছে । কিন্তু শ্রমিক স্বার্থ রক্ষায় কোন প্রতিষ্ঠান নেই।
সবার দাবী পোষাক শিল্প দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম। তবে এ শিল্পের শ্রমিকদের পিটিয়ে দমিয়ে রেখেই আমরা তাদের মূলায়ন করি।
আমাদের শিল্পাঞ্চলের মাটি,পানি ক্রমেই বিষাক্ত হয়ে উঠেছে। নদী শেষ, পানি শেষ, মাটি শেষ এক বাক্যে বলা যায় আমরা শুধু পোষাক রপ্তানি করি না। সাথে সাথে রপ্তানী করে দিচ্ছি আমাদের নদী, বিশুদ্ধ পানি, মাটি। এই নদী, মাটি, পানি দূষণকারী মালিকদের প্রতি কোন অভিযান চলে না। তাদের রুখতে কোন পুলিশ নেই। পুলিশ আছে শ্রমিক ঠেঙ্গাতে।
এক রান্না প্লাজা হাজারো মৃত্যু সুখ দিয়েছিল আমাদের। কিন্তু এখন সারাদেশই রান্না প্লাজা। পোষাক কারখানার দূষণে প্রতিবছর কত মানুষের মৃত্য হয় আর তার জন্য কতটি কারখানার মালিকদের দায়ী করা গেছে?
তারা মুনাফা আনে তাই সব মাফ। কিন্তু আমার নদীর পানি বিষাক্ত, আমার ফসলে মাত্রারিক্ত বিষের দায় তো আমাদের বহন করতে হচ্ছে।
তবে আমাদের মুনাফা কি? মুনাফা তো সব মালিকের।
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭
ইখলাস উদ্দিন বলেছেন: ধর্মহীনতার কারনে চরিত্রের মাধূর্য্যতা হারিয়ে গেছে। অধর্মতাই মানুষের আত্মিক মৃত্যু ঘটে, সেখানে মনুষ্যত্ব্, মানবতা আর থাকেনা। থাকে অবিচার, অন্যায় আর নিষ্ঠুরতা। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি...
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হ্যাঁ
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৬
কালনী নদী বলেছেন: এখানে গরীবরা বরাবরি অবহেলিত ও নির্যাতিত।
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তারা গরীব তার অর্থ এই নয় তাদের অধিকার নেই। তাদের অধিকারের প্রশ্নে আরো বেশি সোচ্চার হতে হবে।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫
ফয়সাল রকি বলেছেন:
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৩
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৫
সচেতনহ্যাপী বলেছেন: মালিকদের কথা বাদ দিয়ে শ্রমিকদের কথাই বলি।। কে আছে তাদের স্বার্থরক্ষায়?? আসলে কেউ না।। কারন তারা অছ্যুৎ, মানে নিম্নশ্রেনী।। কাজ করবে, বিনিময়ে টাকা নেবে।। কিন্তু প্রকারান্তরে তারা যে দেশের তথা আমাদের উন্নতিতে কতটুকু অবদান রাখছে, তা কি কখনো আমরা ভেবে দেখেছি।।