![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
৮০০টাকায় মুড়ি ভর্তা? না ভুল বলিনি অথবা ভুল শুনেনি। পাঁচ তারকা কোন হোটেলে নয় বাড্ডা লিংক রোড, গুদারা ঘাট, ঝিল পাড়ের দোকান। মুড়ি ভর্তা মানে যেই সেই মুড়ি ভর্তা নয়। ৮০০ টাকা থেকে শুরু হয়ে বিশ টাকা পর্যন্ত। সাথে পাবেন টক, অদ্ভুদ টক, দই টক, গ্রীন টক।
যেহেতু দোকানের নাম শাহী মুড়ি ভর্ত। সেখানে নবাবী খাবারও পাবেন। নবাবী ভুড়ি ভুনা নামের খাবারের দাম মাত্র ৪০টাকা। মশলা, ডিম, মুরগী, কোয়েল, কবুতর, গরু কালা ভুনা, হাঁস কত কি দিয়ে যে মুড়ি ভর্তা হয় এই দোকানে।
যাদের বিশ্বাস টাকা হলে সব মিলে তারা কিছুটা হতাশ হবেন। সময় মত না গেলে লাখ টাকা হলেও আপনি শাহী মুড়ি ভর্তা পাবেন না।
টেস্টিং সল্ট আর পোড়া তেল ছাড়া তৈরি এই খাবার (বিক্রেতার দাবী)। খাওয়ার জন্য আমরা যখন গেলাম তখন প্রায়ই সব শেষ শেষ অবস্থা।
গতকাল আমি গিয়েছিলাম আমার এক দোস্তকে থাব্রাইতে। হাতিরঝিল পার হয়ে লিংক রোড হয়ে বারিধারা যাব। পথেই মিলল এই দোকান।
দোকানের মালিক জসীম সাহেব। কোটি টাকা ছাড়াও যে ঢাকায় ব্যবসা করা যায়। আস্থা আর ক্রেতার সন্তুষ্টির মাধ্যমে শীর্ষে পৌছা যায় তার প্রমাণ শাহী মুড়ি ভর্তা।
শুভ কামনা তরুন ব্যবসায়ীদের যারা ভাবছেন ব্যবসা করবেন করবেন। অনেক তো হল মিটিং-সিটিং, ওয়ার্কসপ, সেমিনার। এবার নেমে পড়ুন। মুড়ি ভর্তা কিংবা আলু ভর্তার দোকান। ক্রেতাদের সন্তুষ্ট করতে পারলেই আপনি সফল।
প্রথমে মুনাফা থেকে ক্রেতার সন্তুষ্টির দিকে বেশি নজর দিন। সফল হবেন ইন শা আল্লাহ।
২| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি তো মুল বিষয় থেকেই অন্য দিকে চলে গেলেন।
৩| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৫
চাঁদগাজী বলেছেন:
মানুষের সংখ্যা এত বেশী যে, শাহী বিষ বিক্রয় করলেও বিক্রয় হবে।
৪| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৮
ঋদ্ধি বলেছেন: শুধু মাটির বাসনের পিকচার না দিয়ে ভর্তাকৃত মুড়ির কিছু পিকচার দিলে মজা হতো।
৫| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকেই চেষ্টা করে , সফল হয় কেউ কেউ।
৬| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
কেএসরথি বলেছেন: শুধু ঢাকা শহরেই আপনি যদি ১টাকা লাভে কোনো প্রোডাক্ট বিক্রী করতে পারেন, তাও তো আপনি কোটিপতি
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩২
হানিফঢাকা বলেছেন: ঠিক কোথায় পাওয়া যায় একটু বলেন। এক্সাক্ট লোকেশন টা দরকার।