![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
একজন মানুষের কয়টা পা হয়?
এমন বোকার মত কেউ প্রশ্ন করে? মানুষের দুইটা পা হয়। কিন্তু চৈতির বিষয়টি ভিন্ন কিছু।
গাজীপুর থেকে তিন পায়ের এক শিশু ঢাকা মেডিক্যালে আসে। তারপর নানা পরীক্ষা নিরীক্ষা আর দফায় দফায় অপারেশন। এক পর্যায়ে সবাই হতাশ। কর্তৃপক্ষ জানিয়ে দিল দেশের চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতায় আর কিছুই করার নেই।
চৈতির মা হতাশ হয়নি। তিনি শুধুই ছুটে চলেছেন। আস্থা রেখেছিলেন #আচঁল_ট্রাস্টের উপর। #আঁচল_ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর (এটম) রহমানের নেতৃত্বে চৈতির চিকিৎসার চেষ্টা চালিয়ে গিয়েছি। দুনিয়াব্যাপী চষে খুঁজে বের করা হয়েছিল প্রায় শতাধিক শিশু শল্যবিদ্যায় পারদর্শি চিকিৎসক।
অস্ট্রেলিয়া ও ইউরোপের ডাকসাইটে প্রায় ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন যোগ দেন চৈতির চিকিৎসায়।গত ১৪ নভেম্বর প্রথম ধাপের সফল অস্ত্রোপচার হয় চৈতির শরীরে। দীর্ঘ আট ঘণ্টার অস্ত্রোপচার। তৈরি হয় নতুন ইতিহাস। এ ধরনের শিশুর এটিই পৃথিবীর প্রথম সফল অস্ত্রোপচার। পৃথিবীর একমাত্র উদাহরণ হয়ে ওঠে বাংলাদেশের চৈতি।
আমি গর্বিত #আঁচল_ট্রাস্ট পরিবারের একজন সদ্যস হয়ে। বিশেষ ধন্যবাদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল রোগী কল্যান সমিতিকে। ধন্যবাদ মেহেদি হাছান অপু ও জাহাঙ্গীর আলম মিলনকে। যারা ঢামেকের হাজার হাজার রোগীর মাঝে খুঁজে বের করেছিল চৈতিকে।
১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১১
কথাকথিকেথিকথন বলেছেন: ভালো খবর । চৈতির জন্য শুভকামনা আর আঁচল ট্রাস্ট যেন এমন আরো ভাল ভাল কাজ করে যেতে পারে সে আশাই রইলো ।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৫
সুমন কর বলেছেন: খবরটি শুনে খুব ভালো লাগল। শুভকামনা রইলো।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪
সুমন জেবা বলেছেন: শুভকামনা চৈতির জন্য ..
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ এই সংবাদটি অআমকদের সাথে শেয়ার করার জন্য ।
অস্ট্রেলিয়া ও ইউরোপের ডাকসাইটে প্রায় ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন যোগ দেন চৈতির চিকিৎসায়।গত ১৪ নভেম্বর প্রথম ধাপের সফল অস্ত্রোপচার হয় চৈতির শরীরে। । এটি উল্লেখযোগাগ্য উদ্যোগ । অস্ত্রোপচারটা কি ঢামেক হসপিটালে ঞয়েছিল না দেশের বাইরে হয়েছিল জানালে খুশী হব । চৈতির জন্য শুভ কামনা থাকল ।
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৭
ধ্রুবক আলো বলেছেন: এই সাফল্যের কথা শুনে খুব ভালো লাগছে, এবং গর্ব বোধ হচ্ছে... চৈতির সার্বিক সুস্থতা ও সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ্ যেন চৈতিকে অনেক সুস্থ রাখেন সেই দোয়া করি....
আর এই সাফল্যের পেছনে যারা আপ্রান চেষ্টা ও সহযোগিতা করেছেন তাদের অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাই....
লেখক কেও শুভেচ্ছা যানাই, বিষয়টা শেয়ার করার জন্য।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: চৈতির চিকিৎসার সাফল্যের কথা জানতে পেরে মুগ্ধ হ'লাম। ওর জন্য এবং ওর চিকিৎসকদের জন্য শুভকামনা রইলো।