![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
সমতলের মানুষরা বরাবরই অসুখী হয়। আমি পাহাড় ভয় পাই, আমার উচ্চতা ভীতি আছে। তবুও আমি পাহাড়ে যাই। পাহাড় মানেই সুখ।ভয়ানক সুন্দর পাহাড়। এখানে মেঘ এসে চায়ের কাপে ধরা দেয়।
আমি চা পান করি না। কিন্তু এই মেঘ চায়ের নাকি স্বাদই আলাদা। জীবনে এ সুযোগ একবার গেলে তা পরে আর পাব কিনা?
এ কথা ভেবে আমি প্রতিবার চায়ের কাপে চুমুক দেই।
তাই পাহাড়ে গেলেই আমি মেঘ চা পান করি। আপনিও চাইলে মেঘ চায়ের স্বাদ নিতে পারেন। বাংলাদেশ ছাড়াও আশেপাশের দেশ ভারত,নেপাল, ভুটানে এই স্বাদ পাবেন।
তবে সবচেয়ে ভাল স্বাদ আমি ভুটানে পেয়েছি। কারণ ভুটানকে কেন যেন ঈশ্বরের আলাদা একটা মমতা দিয়ে তৈরি করেছেন বলে আমার মনে হয়।
ভুটানের যাওয়া আসার খরচ যেহেতু কম হাজার ১০। তাই সুযোগ হলেই ঘুরে আসুন। ঈশ্বরের মমতার দেশে। জীবনে না হয় এক কাপ মেঘ চা পান করুন ১০ হাজার টাকা ব্যয় করে ।
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২২
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: চলে যান । একটু সুযোগ করেই দৌড় দেন।
২| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৬
মনিরা সুলতানা বলেছেন: আহা !!
চমৎকার কথা মেঘ চা ; ভাবতেই ভালো লাগছে ।
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩০
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমার ও তাই লেগেছে
৩| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৫
গার্থ বলেছেন: ঈদের ছুটিতে যাওয়ার ইচ্ছা রাখি। ধন্যবাদ পোস্টের জন্য।
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩১
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: চলে যান
৪| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩২
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ
৫| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার বলেছেন, আর ভুটান নিয়ে আপনার মন্তব্যের সাথে আমি অবশ্যই একমত।
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৭
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি যাইমু যাইমু কইরা বাইতে পইরা রইছি।
সত্যিই হতভাগা আমি!
ভাল লিখেছেন। আনন্দ পেলাম মেঘ চায়ের।