![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
রাস্তায় ছিনতাই হতে দেখে আমি ছিনতাই মামলার সাক্ষী হলাম। ৯লক্ষ টাকা ছিনতাই হয়েছিল। আমি ব্যাংকে গিয়ে সিসি ক্যামেরা দেখে ছিনতাইকারী শনাক্ত করি।
অনেক বছর হল মামলার কোন খবর নেই। একদিন আমার নামে সাক্ষী ওয়ারেন্ট বের হল। আমার বাসায় পুলিশ আসে। আমাকে গ্রেফতার করে আদালতে উপস্থিত করা জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আমি বাসায় নেই। পুলিশ আমাকে গ্রেফতারে জন্য ব্যাপক হুমকি দিল পরিবারের লোকজনদের। গ্রেফতার এড়াতে রাতের মধ্যে টাকা দিতে হবে।
এক টাকাও না দিয় আমি আদালতে হাজির হলাম। যিনি ছিনতাইকারী তাকে আবারও প্রায় ৬বছর পর শনাক্ত করলাম। তারপর কত শত প্রশ্ন আমাকে।
সেই ছিনতাইকারী কি সাজা হয়েছিল আমার জানা নেই। একদিন দেখি সেই ছিনতাইকারী পান্থপথে আমার খুব কাছ দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে।
খুবই আয়েশি ভাবে সিগারেট খাচ্ছে। তিনি হাসি সাথে জানতে চাইলেন, আমি কতটা ভাল আছি?
আমি ভাল আছি, কিন্তু ঢাকাবাসী ভাল নেই। ঢাকায় প্রচুর পরিমাণ ছিনতাই বেড়ে গেছে পত্রিকা পড়ে জানলাম। প্রতিদিন ধানমন্ডিতে ছিনতাই হয়। কারা করে সবাই দেখে। কেউ থানায় যায় না। অস্থির সময়ে ছিনতাই বৈধ পেশা হয়ে গেল।
ভাল থাকুন ছিনতাইকারীরা। ভাল থাক ঢাকাবাসী।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৭
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭
তারেক_মাহমুদ বলেছেন: আপনার দুঃখে দুঃখিত। আপনার এই লেখা পড়লে কেউ ভুলেও এইসব কেসে সাক্ষী হতে চাইবে না। আর চোখের সামনে দিয়ে ছিনতাইকারী বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৮
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তা ই হচেছ
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয়াবহ অবস্থা। দেখলেও ঠেকা না দেখলেও ঠেকা
বললেও দোষ না বলললেও দোষ....
নীতি আইন এসব ধুচ্ছাই
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: কতদিন না দেখে পার করা যাবে
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১
শামচুল হক বলেছেন: আসামীর চেয়ে স্বাক্ষী হওয়া বিপদ
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তাই
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ছিনতাইকারি হয়ত ১০০ টাকা ছিনতাই করেছে; কিন্তু তার মানিব্যাগে ঢুকেছে হয়ত সর্বোচ্ছ ২০ টাকা। অবশিষ্ট ৮০ টাকার কাদের মধ্যে বন্টন হয়েছে সেটা নিশ্চয় বলে দিতে হবে না। আসলেই বলতে হয় ভাল থাকুক ছিনতাই কারি ও তার গডফাদাররা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩০
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ঐদিন এক মহিলার বাচ্চা পরে গেল রিকসা থেকে ছিনতাইকারীর টানে
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০
সুমন কর বলেছেন: হুম, চিন্তাযুক্ত !!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩০
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হুম
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: গতকাল আমি এব্যাপারে একটা পোষ্ট দিয়েছি।
আপনি ভালো লিখেছেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩১
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: পড়ছি তাহলে
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৯
চোরাবালি- বলেছেন: প্রতিটি ছিনতাই কারো কারো ছত্রছায়ায় বসবাস করে। পুলিশে ধরলেই দলীয় লোক ব্যবস্থা নেয়া যাবে না, জন্মুখে প্রচার হলে বলে অপপ্রচার।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: সিসি ক্যামেরা গুলো পরীক্ষা করে তা দেখে ছিনতাইকারী খুজে বের করতে হবে
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২
নিউটনিয়ান বলেছেন: এই হয়রানীর ভয়েই কেউ সাক্ষ্য দিতে চায় না। স্বয়ং ভিক্টিম ও বলতে বাধ্য হয় যে তার ছিনতাই টিনটাই হয় নাই। আইন রক্ষাকারীরাই আইন ভঙ্গকারীদের রক্ষাকর্তা। কে কার দেখভাল করবে? তবু আপনার মত সাহসীদের ধন্যবাদ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তা ই ছিনতাইয়ের মামলা হয় না
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০
যবড়জং বলেছেন: মগের মুল্লুক বলে কোন শব্দ কখনো বাঙলা অভিধানে ছিলো কি
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আছে এখনো
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: গ্রাম এলাকায় ডাকাতিও বেড়েছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: কোথাও সংবাদ পাই না এ বিষয়ে
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬
বিজন রয় বলেছেন: হুম।
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২
কালীদাস বলেছেন: এরকম স্কিপ করে উত্তর দেয়াটা নেহায়াত ছোটলোকি ছাড়া কিছু না। এজন্যই আপনার পোস্টে পারতপক্ষে কমেন্ট করতে ইচ্ছা করে না।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:২৫
সোহানী বলেছেন: হায়রে দেশ........... সে কারনেই কেউ দেখে ও এগিয়ে যায় না। কি দরকার ঝামেলা কাধেঁ নেয়ার।
ভালো থাকুক ছিনতাইকারী ও তার গডফাদাররা।
যেখানেই থাকুন নিরাপদে থাকুন।
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪
আটলান্টিক বলেছেন: কালীদাস ভাইয়ের সাথে সহমত
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯
বারিধারা ২ বলেছেন: প্রভাবশালীরা ব্যাংক খালি করে, তাদেরকে দাড় করাতে সরকার অনাবশ্যক ট্যাক্স চাপিয়ে কর্মকর্তাদের পকেট ছোট করে, কর্মকর্তারা ঘুষ খেয়ে পাবলিকের কামাইয়ে ভাগ বসায় - পাব্লিকের মধ্যে যারা সাহসী, তারা অস্ত্র নিয়ে ছিনতাইয়ে নেমে পড়ে - এ এক অভেদ্য চক্র!
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০
কামরুননাহার কলি বলেছেন: এই ছিনতাইকারীর এখন এতো ভয়ংকর হয়ে গেছে সামান্য ২/৩/৫ হাজার টাকার জন্য একজন মানুষ মেরে ফেলতে ধিদা করে না। হায়রে দেশে আর দেশের গডফাদাররা।
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: শক্ত হাতে এদের দমন করতে হবে।
এর বিকল্প নাই।
আপনি ভাল থাকুন।
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯
করুণাধারা বলেছেন: স্কিপ করে প্রশ্নের উত্তর দেয়া ভাল কোন রীতি নয়।
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
স্কিপ করে উত্তর দেওয়াটা একবার ট্রাই করে দেখবো ভাবছি। আইডিয়াটা মন্দ নয়।
ভাগ্যিস আপনাকে জেলে এতে হয়নি। আমার যেতে হয়েছিলো।
আপনার প্রতি শুভকামনা।
২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৯
*** হিমুরাইজ *** বলেছেন: ঢাকায় মানুষ যেতে চাইনা ছিনতাইয়ের ভয়ে।
২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪
এক ফোটা শিশির বলেছেন: ওদের সব ঠিক করাই থাকে
বরং এ লাইনে আমরাই নতুন
যত যন্ত্রনা আমজনতার
২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫
লিযেন বলেছেন: বেদনা দায়ক!!!
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫
আবু তালেব শেখ বলেছেন: সরকারের জয়জয়কার