![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
১৬ বছরের একজন কিশোরী নাম কমলা ভট্টাচার্য্য। নাম তার নাই শুনতে পারেন। ভাড়াটে, কর্রপোরেটদের বাণিজ্যের মোড়কে মোড়ানো যে মাতৃভাষা দিবস পালন করা হয় বা হবে সেখানে কিশোরী কমলার নাম না থাকাটাই স্বাভাবিক।
কমলা তার মায়ের ভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছিল। ১৯৬১ সালের ১৯ মে মাসে বাংলার জন্য প্রাণ বিসর্জন দেওয়া আসামের এই কিশোরীর প্রতি শ্রদ্ধা, ভালবাসা।
বাংলা ভাষা অমর হোক। পৃথিবীতে ভাষার জন্য লড়াইরত সকল ভাষা যোদ্ধার প্রতি সমর্থন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ভাল লিখেছেন
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: আহারে।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮
অর্ক বলেছেন: খুব আশা নিয়ে "বিস্তারিত পড়ুন" ক্লিক করেছিলাম বিষদ জানতে। নেই! এ ধরণের শূন্য পোস্ট দিয়ে কাওকে শ্রদ্ধা জানানো যায় না! আপনার উচিৎ ছিল মিনিমাম তথ্য সংগ্রহ করে লেখা। ওই ঘটনা নিয়ে অনেক আগে কৈশোরে বিবিসি বাংলায় শুনেছিলাম, আসাম সরকার অসমীয়া ভাষাকে রাজ্য ভাষা করবার সিদ্ধান্ত নিলে, স্থানীয় বাঙালিরা প্রতিবাদী হয়ে ওঠে, এটা উগ্র রূপ ধারণ করলে পুলিশের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়। নিহতদের একজন এই "১৬ বছরের কিশোরী নাম কমলা ভট্টাচার্য্য।"
ধন্যবাদ।