![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
পাকিস্থান সেনারা লাশগুলো শহরে থেকে একটু দূরে রায়ের বাজারের, মিরপুর... ফেলত। শুনেছি বুড়িগঙ্গা, শীতলক্ষায় সারি সারি লাশ ভেসে যেত। লাশে আর রক্তে ভেজা জায়গাগুলো এখন পবিত্র। মানুষ বছরের কয়কেদিন জানা অজানা লাশের স্মরণে ভালবাসা/শ্রদ্ধা জানায়।
দেশে এখন নাকি প্রায় দিনই পত্রিকার অফিসে সন্ধ্যায় সারি সারি লাশ ভেসে আসে। ফ্যাক্স মেশিনগুলোতে ভর করে (প্রেসরিলিজ)।
আর সাত সকালে ফেরি করে সেই লাশ পৌছে দেওয়া হয় ঘরে ঘরে। সবগুলো প্রেসরিলিজ একই বর্ণে ছাপা। সবগুলো লাশ একই সাইজের। প্রতিটি প্রেসরিলিজ আর লাশের কি যে সুনিপুন/অদ্ভুদ মিল।
প্রতিদিন সকালে প্রেসরিলিজে ভেসে আসা, লাশগুলো দরজার ফাঁক দিয়ে আমার ঘরে আসে। লাশের গন্ধ শুকতে শুকতে আমি চা খাই।
আর টুকে রাখি লাশের হিসাব।
কিছু লাশ পাওয়া যায়নি, কিছু লাশ পাওয়া যাবে না। তবে সময় কালভেদে পাওয়া না পাওয়া, সকল লাশের গন্ধ আর সাইজের কোন বিভেদ নেই।
গুম হোক ঘরে ঘরে, খুন হোক পথে পথে। তারপর যদি ভোতা অনুভূতিতে সাড়া লাগে।
# পাকিস্থান সেনারা লাশগুলো শহরে থেকে একটু দূরে রায়ের বাজারের, মিরপুর... ফেলত। শুনেছি বুড়িগঙ্গা, শীতলক্ষায় সারি সারি লাশ ভেসে যেত। লাশে আর রক্তে ভেজা জায়গাগুলো এখন পবিত্র। মানুষ বছরের কয়কেদিন জানা অজানা লাশের স্মরণে ভালবাসা/শ্রদ্ধা জানায়।
দেশে এখন নাকি প্রায় দিনই পত্রিকার অফিসে সন্ধ্যায় সারি সারি লাশ ভেসে আসে। ফ্যাক্স মেশিনগুলোতে ভর করে (প্রেসরিলিজ)।
আর সাত সকালে ফেরি করে সেই লাশ পৌছে দেওয়া হয় ঘরে ঘরে। সবগুলো প্রেসরিলিজ একই বর্ণে ছাপা। সবগুলো লাশ একই সাইজের। প্রতিটি প্রেসরিলিজ আর লাশের কি যে সুনিপুন/অদ্ভুদ মিল।
প্রতিদিন সকালে প্রেসরিলিজে ভেসে আসা, লাশগুলো দরজার ফাঁক দিয়ে আমার ঘরে আসে। লাশের গন্ধ শুকতে শুকতে আমি চা খাই।
আর টুকে রাখি লাশের হিসাব।
কিছু লাশ পাওয়া যায়নি, কিছু লাশ পাওয়া যাবে না। তবে সময় কালভেদে পাওয়া না পাওয়া, সকল লাশের গন্ধ আর সাইজের কোন বিভেদ নেই।
গুম হোক ঘরে ঘরে, খুন হোক পথে পথে। তারপর যদি ভোতা অনুভূতিতে সাড়া লাগে।
#ক্রসফায়ার_বন্ধ_হোক_বন্ধ_হোক
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৫
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমিও লাশের কথা শুনতে চাই না। কিন্তু এই লাশের প্রতিবাদ তো করতে হবে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৪
করুণাধারা বলেছেন: সাধারনত আপনার পোষ্টে অনেকে মন্তব্য করে, এই পোস্টে মন্তব্য নেই। আসলে যা দেখতে চাই না, শুনতে চাইনা তাই আমাদের বারবার শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। আমরা ক্লান্ত বিধ্বস্ত। আপনার লেখাতে আবারো মৃত্যুর কথা, শুনতে কার আর ভাল লাগবে বলুন!