![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
বাস নষ্ট।
এই রাস্তায় তেমন বাস চলে না।
বিকাশকে আদর করেই দলের সবাই তাকে বিকা বলে ডাকে। যদিও নিন্দুকেরা বলে বিকাশ আর কাকলি নামের সংক্ষিপ্ত ডাকই বিকা।
নাম তার যাই হোক।
নষ্ট বাস, ভয়াবহ গরম।
আমাদের বিকা বাস ভর্তি মানুষের ভিড়ে বিড়বিড় করে পড়ছে।
আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি।
আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি আমি মানুষকে
ভালোবাসি আন্দোলন,
ভালোবাসি চিন্তা করতে,
আমার সংগ্রামকে আমি ভালোবাসি
আমার সংগ্রামের অন্তস্থলে মানুষের আসনে তুমি আসীন
প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি
এই গরমে তপ্ত পথে কেউ নাজিম হিকমত পড়ে। বিকা আয় রাস্তায় নেমে পড়ি। এখান থেকে বিরিশিরি বেশি দূরে নয়। বিকা আমার কথায় আস্থা রেখে রাস্তায় নেমে পড়ে।
আমিও আমার মস্তিকের জমা কয়েক লাইন বিকা শুনিয়ে দিলাম।
আমি জেলে যাবার পর
সূর্যকে গুণে গুণে দশ-বার প্রদক্ষিণ করেছে পৃথিবী
আর আমি বারংবার সেই একই কথা বলছি
জেলখানায় কাটানো দশটা বছরে
যা লিখেছি
সব তাদেরই জন্যে
যারা মাটির পিঁপড়ের মত
সমুদ্রের মাছের মত
আকাশের পাখির মত
অগণন,
যারা ভীরু, যারা বীর
যারা নিরক্ষর,
যারা শিক্ষিত
যারা শিশুর মত সরল
যারা ধবংস করে
যারা সৃষ্টি করে
কেবল তাদেরই জীবনকথা মুখর আমার গানে।
কতদিন বিকাশের খবর জানি না। বিরিশিরিতে যাওয়া হয় না। বহুদিন।
তবে আমার আজ বার বার মনে পড়ছে বিকাশের কথা। ছেলেটা এখনো কি তেমন করেই কবিতা পড়ে?
আচ্ছা নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনে জেলে যাওয়া ছেলেগুলো কাছে কি নাজিম হিকমতের জেলখানার চিঠি পড়ার সুযোগ আছে। তারা কি পেন্সিল পায়, দু লাইন লিখে রাখবে অনুভূতির কথা?
পেন্সিল পাক আর না পাক। আমি তাদের মুক্তির দাবী করি। দাবী করি কয়েকটা পেন্সিল আর খাতা সরবারহ করা হোক। তারাও লিখে রাখুন এই ব্যর্থ সময়ের কথা।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
বাকপ্রবাস বলেছেন: ভাল লেগেছে