![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
শহুরে জীবনে বন্যা মানে ভয়বহতা, বন্যা মানে নগরজীবন বিপর্যস্ত।
কিন্তু এই বন্যার অন্য এক রূপ আছে। বন্যা আশির্বাদ। বন্যা মাটি উর্ব্বর করে। নতুন স্বপ্ন বুনে পৃথিবীতে। বিগত ক্ষতি পুষিয়ে অনুর্বর জমিকে সতেজ করে কৃষককে নতুন করে শুরু প্রেরণা জোগায়।
যে পৃথিবী নামক গ্রহে হাজার হাজার বার রক্তে রজ্জিত হয়েছে ধার্মিকদের ধর্ম আর সৃষ্টিকর্তাকে রক্ষার নামে।সেই গ্রহে কেরেলায় হ্নিন্দুদের মন্দিরে মুসলিমের ইদের নামাজ, মুসলিম মসজিদের হ্নিন্দুদের আশ্রয় হয়েছে। ফলে কেরেলা থেকে ধার্মিকের ধর্ম বা সৃষ্টিকর্তা বিলিন হয়ে যায়নি।
বরং মানুষ একে অন্যের বিপদে দাড়িয়ে প্রমাণ করেছে সৃষ্টিকর্তার মানুষ সৃষ্টির স্বার্থকতা মানবিকতায় নিহিত।
ধর্ম চর্চ্চা নামে মানুষ যখন মানুষ হত্যায় লিপ্ত হবার স্বপ্ন জোগায়। সেখানে এই কেরেলাবাসীর কাছে পৃথিবী কৃতজ্ঞতা প্রকাশের সময় হয়েছে। আসুন কেরেলার মানুষের পাশে দাড়াই। আপনার অনুদান পৌছে যাক এই নাম্বারে।
The Chief Minister’s Distress Relief Fund
A direct bank transfer can be made to this fund. Money can also be sent through UPI.
Account name: Chief Minister's Distress Relief Fund
Account number: 67319948232
Bank: State Bank of India
IFSC: SBIN0070028
SWIFT code: SBININBBT08
WE ARE #UNITEDForKerala
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: সরকার না নিলেও বিভিন্ন প্রতিষ্ঠান নিচ্ছে। তাই তাদের মাধ্যমে সহযোগিতা করা যেতে পারে।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: এখানে আমরা সহযোগিতা না করে- আমাদের সরকার সহযোগিতা করলে বেশি ভালো হয়।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
সূচরিতা সেন বলেছেন: সবার এগিয়ে আসা প্রয়োজন।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুব ভালো সহমর্মিতা প্রকাশ করেছেন
জানা মতে ভারত সরকার প্রথমে দেশের বাহিরের সাহায্য নিতে অস্বীকার করেছিল
এখন হয়তো সীমিত আকারে গ্রহনের ইচ্ছা প্রকাশ করে ছে ।
...............................................................................................................