| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ সাইফুল আলম শোভন
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
কেউ কেউ বক পালে শুনেছি। বকের বাচ্চাকে নাকি ছোট বেলায় চোখ ফুটু করে দেয়। তারপর সে সারা জীবন গৃহস্থের ঘরে থাকে। বেশি দূরে হলে উঠানে যায়। ডানার জোর থাকলেও সেই বক আর উড়তে জানে না।
এই অঞ্চলে বলা হয়ে থাকে ধর্ম নিয়ে র্তকে যাওয়া যাবে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই। তাহলে ধর্ম আছে টা কি?
চোখ ফুটু করে দেওয়া বকের মতই কি ধর্ম? সীমাবদ্ধ গন্ডিতে নড়াচড়া।
না সৃষ্টিকর্তার কোন গৃহস্থের মত ভীত নয়। যে বক হারিয়ে যাবে। সৃষ্টিকর্তা অন্ধ বক পুষতে চান না নিশ্চয়।
তিনি চান মানুষ তার মেধা দিয়ে জানবে কি ভাল কি মন্দ। সে উড়ে গিয়ে অন্যকোন গাছে বা গৃহস্থের বাড়িতে গেলেও তার কোন ক্ষতি নেই। কারন তিনি সারা দুনিয়ার মালিক।
কিন্তু আজব এখানে প্রার্থনালয়গুলোতে পরকালের সুখ চর্চ্চা বিষয়ক আলোচনা করতে বাধা নেই। কিন্ত দুনিয়াবি আলোচনা নিষিদ্ধ। দুনিয়ার কর্মে পরকাল নির্ধারিত। এটা সৃষ্টিকর্তার বাণী।
দেখুন সবগুলো ধর্মতেই যুদ্ধ,শান্তি,রাজনীতি, অর্থনীতি, আশা,ভালবাসা, প্রেম,ক্ষোভ, হত্যা সবকিছুই বিরাজমান ছিল। আর এসবের উপর ভিত্তি করে যুগে যুগে ধর্মের ভিত্তি মজবুত হয়েছে। অর্থনীতি, রাজনীতি কিংবা জীবনব্যবস্থার বিষয়ক ধর্মগুলোতে সুস্পষ্ট নিদের্শনা হয়েছে।
কিন্তু আজব এখন বলা হয় ধর্ম নিয়ে রাজনীতি নয়, বানিজ্য নয়? তবে ধর্ম দিয়ে হবে কি?
তাহলে ধর্ম কি?
ধর্মগুলো দখলদারদের থেকে মুক্ত হোক। আপনার ধর্ম যে শ্রেষ্ঠ তা প্রমাণে আপনার আচার-আচরনের মাধ্যমেই দিতে হবে। ভন্ডামি নয়। আপনি যে ধর্মের অনুসারী মানুষের কল্যানে সেই ধর্ম চর্চ্চা করুন। কারণ আপনার ধর্ম চর্চ্চায় শুধু আপনি নিরাপদ নয়, নিরাপদ সারা বিশ্ব।
যাদের ধর্ম শুধুই মুনাফা। যারা নীতিহীন অর্থনীতির চর্চ্চা করতে চায়, তাদের কাছে ধর্ম মানে ভয়। ভয় দেখানো ধর্মবিদ মুনাফা লোভীদের চক্করে পৃথিবী চলেছে বহুদিন।
এখন আপনি চলুন আপনার ধর্মের পথে । শ্রদ্ধা করুন আপনার পাশের জনের ধর্মের প্রতি। কারণ আপনার ধর্মে অন্যকে জয় করার জন্য হাতিয়ার ব্যবহার করতে বলেনি। বলেছে হৃদয় জয় করে নিতে।
ধর্মের যা কিছু কল্যানকর তা ঘরে ঘরে মানুষে মানুষে চর্চ্চা হোক। মসজিদ, মন্দির, গির্জাসহ সকল প্রার্থনালয় উমুক্ত হোক সকল মানুষের অবাধ বিচরণের জন্য। এত তালা মসজিদ মন্দির গির্জায় মানুষ কি করে জানবে তোমার ধর্ম শ্রেষ্ঠ বাকি সব ভুয়া।
নিজের ধর্ম অন্যের ধর্ম সব ধর্মই বেশি করে ঘাটাঘাটি করুন। তারপর নিজের শ্রেষ্ঠত্ব বুঝেনি।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ
২|
২২ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আবার ফিরে এলাম। আপনি কি এখন সামুতে অন্য কোন নিকে লিখেন? মিস করছি আপনার উপস্থিতি।
০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:২৬
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমি এখন অফুরন্ত সময়। আমিতে লিখছি আবার
৩|
০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গত এপ্রিলের পরে থেকে আপনার কোন লেখা আর চোখে পরছে না যে!
আশা করি, ভালো আছেন।
০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আজ দিয়েছি।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন: খুব ভালো লাগলো। নিজেকে জানতে সবার দ্বারস্থ হওয়া ছাড়া গত্যন্তর নেয়।
শুভেচ্ছা নিরন্তর।