| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শের শায়রী
	হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
ক্যানোরি পাখি – খনি শ্রমিকদের বন্ধু
![]()
ক্যানোরি পাখি যে কোন জায়গায় কার্বন মনো অক্সাইডের উপস্থিতি বুজতে পারে এবং ছটফট করে, খনি গর্ভের অতলের কার্বন মনো অক্সাইডের উপস্থিতি এরা খনিমুখে থেকেও টের পায়। এদের আচরন দেখে খনিশ্রমিকরা সাবধান হয়ে যায়, বেচে যায় বেশ কিছু প্রান।
মাকড়সার পেপটাইডস – মৃগীর অষুধ
![]()
দৈত্য মাকড়সা, যার কামড় মানে অবধারিত মৃত্যু, তার নাম ক্যামেরন রেড বেবুন। এই রেড বেবুনের বিষে আছে এক ধরনের পেপটাইড। আর মার্কিন বিজ্ঞানীরা সেই পেপটাইড দিয়ে সারিয়ে তুলছেন এপিলেপ্সি বা মৃগী রোগী। নিউরেক্স রিসার্চ ল্যাব্রেটরির ডিরেকটর জর্জ মিজউইক জানিয়েছেন মাকড়সাটির বিষের মধ্যেই আছে স্নায়ুবৈকাল্যজনিত অসুখ সারানোর চাবিকাঠী। পদার্থটি নিউরোনে ক্যালসিয়াম প্রবাহকে নিয়ন্ত্রন করতে পারে।। এই প্রোটিনটির নাম দিয়েছেন SNX482. এই SNX482 দিয়ে মৃগীরোগ সম্পূ র্ন সারানো সম্ভব।
মৌমাছির হুল
![]()
রিউমেটেড আর্থারাইটিস মৌমাছির হুলের বিষ দিয়ে সারিয়ে তোলা সম্ভব। শরীরে বিভিন্ন গাটের প্রদাহ ও ফুলে যাওয়া কমান যাচ্ছে। তবে এ সবক্ষেত্রে সরাসরি মৌমাছি ব্যাবহার করা হয়, মৌমাছি গুলোকে সরাসরি মেরুদন্ডের উপর রেখে হুল ফোটান হয় ফলে দেহে অ্যাড্রেনালিন প্রবাহ বৃদ্বি পায় আর এক ধরনের অজানা প্রোটিন শরীরে চলে যায়। এখন ও এই অজানা প্রোটিন এর স্বরুপ খোজা হচ্ছে।
ভুলোমানুষদের জন্য মাছ
![]()
ডিমনেশিয়া। যাদের ডিম্নেশিয়া আছে তাদের জন্য বেশি বেশী স্বাদু জলের মাছ খেতে হয়। লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানী ডঃ এমিলিয়ানো আলবেনসে জানিয়েছেন স্বাদু পানির মাছ বেশী খেলে স্মৃতিভ্রম হবার সম্ভাবনা কমে যায়
ক্যান্সার এবং কুনোব্যাঙ 
![]()
সোনাব্যাঙ, কুনোব্যাঙ এর পেছনের পা পাশ্চাত্যে ভিষন পছন্দের খাবার এই কারনে সব ধরনের ব্যাঙ প্রায় ঊজার হয়ে যাচ্ছিল। বেলফাষ্টের কুইন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অভ ফার্মেসীর বিজ্ঞানী ক্রিসশ র নেতৃত্বে এক দল বিজ্ঞানী আবিস্কার করছেন কয়েক প্রজাতির সোনাব্যাঙের চামড়া থেকে প্রাপ্ত প্রোটিন ক্যানসার, ডায়াবেটিস, হার্ট এটাক প্রভৃতি অষুখে এবং রক্তবাহী নালিগুলোকে সারিয়ে তুলতে গুরুত্বপুর্ন ভুমিকা নিতে পারে। এর জন্য ঐ ব্যাঙ গুলোকে হত্যা করতে হবেনা, কারন তৈলাক্ত মাঙ্কি ফ্রগ আর জায়ান্ট ফায়ার বেলিড টোড এর চামড়া থেকে ওই প্রোটিন / পেপটাইড ক্রমাগত নিঃসরিত হচ্ছে। বেচে গেল কুনোব্যাঙ।
 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১:৪০
শের শায়রী বলেছেন: ![]()
২| 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১:৫৬
*কুনোব্যাঙ* বলেছেন: মৌমাছির হুলের চিকিৎসা গুন আছে জেনে অবাক হলাম কারণ আমি এক কবিরাজকে চিনতাম কয়েক প্রকার ঝাড়ফুঁকে তিনি মৌমাছির ব্যবহার করতেন রোগীকে কামড় খাওয়ানোর জন্য। নিতান্তই কুসংষ্কার ভেবে গুরুত্ব দেইনি কখনও। 
যাইহোক, আমারও মানুষের রোগ সারানোর ক্ষমতা আছে আনন্দিত হলাম  
 আশাকরি এর থেকে ক্ষুদে বিজ্ঞানীদের হাতে যন্ত্রণাদায়ক মৃত্যু বিরোধী আমাদের আন্দোলন সফলতার মুখ দেখবে। 
++++++++++++
 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ২:০৫
শের শায়রী বলেছেন: ভাই লেখাটা যখন লিখি বিশ্বাস করেন আপনার কথা মনে হচ্ছিল আর একা একা হাসছিলাম। 
  
  
  
  
  
৩| 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ২:৫৭
ঝটিকা বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম
 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৩:০০
শের শায়রী বলেছেন: আমার শুভেচ্ছা জানবেন
৪| 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৩:০০
রিমন রনবীর বলেছেন: খুব সুন্দর পোস্ট। তবে আমার মৈমাছির কামড়ের চাইতে মধুটাই বেশী ভাল লাগে ![]()
পেলাচ
 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৩:৩১
শের শায়রী বলেছেন: হ ভাই পুরুষ মানুষ তো .........
৫| 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৩:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর পোস্ট +++++++++++++++++
 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৩:৩০
শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো
৬| 
০২ রা জানুয়ারি, ২০১৩  সকাল ৯:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন: 
*কুনোব্যাঙ* বলেছেন:
যাইহোক, আমারও মানুষের রোগ সারানোর ক্ষমতা আছে আনন্দিত হলাম আশাকরি এর থেকে ক্ষুদে বিজ্ঞানীদের হাতে যন্ত্রণাদায়ক মৃত্যু বিরোধী আমাদের আন্দোলন সফলতার মুখ দেখবে।  
 
  
  
  
পোষ্টে গুনে গুনে ৪নং প্লাস দিলাম ++++
 
০২ রা জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৮
শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো
৭| 
০২ রা জানুয়ারি, ২০১৩  সকাল ১১:০২
কালা মনের ধলা মানুষ বলেছেন: বেচে গেল কুনোব্যাঙ
মামুন ভাই, কানের পাশ দিয়া গুল্লি !!! হাহাহাহাহা
শের ভাই, দারুন পোস্ট। তবে মাকড়া দেইখ্যা ভয় পাইসি।
 
০২ রা জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৯
শের শায়রী বলেছেন: রুমি ভাই সামনের বার আপনার জন্য তেলাপোকা নিয়ে আসব যদি মাকড়সা ভয় পান  
 
 
 
৮| 
০২ রা জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৩৫
নস্টালজিক বলেছেন: ভালো আপনার বৈচিত্র্যময় পোস্ট!
শুভেচ্ছা, শের!
 
০২ রা জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৫২
শের শায়রী বলেছেন: ধন্যবাদ নস্টালজিক
৯| 
০২ রা জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:১৫
মুখভাঙা০০৭ বলেছেন: দারুন প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। ভালই লাগল।
আপনার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল।
 
০২ রা জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:২১
শের শায়রী বলেছেন: মুখভাঙা নতুন বছরে আপনার ভাঙ্গামুখ যেন জোড়া লাগে। 
 ভাল থাকুন, সুখে থাকুন। আনন্দ আনন্দ।
১০| 
০২ রা জানুয়ারি, ২০১৩  দুপুর ১:৫৭
রেজোওয়ানা বলেছেন: আীমও একটা সংযোজন করি.....ভুমিকম্প হবার সম্ভাবনা দেখলে ব্যাঙ আর ইদুর জাতিয় প্রাণীরা ঘর ছেড়ে বের হয়ে যায়~  
সুন্দর পোস্ট!
 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৮
শের শায়রী বলেছেন: ঠিক ঠিক ঠিক। ধন্যবাদ
১১| 
০২ রা জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৭
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: Serom post
 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৯
শের শায়রী বলেছেন: কি রকম ভাই?
১২| 
০২ রা জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:১৫
শেরজা তপন বলেছেন: ভাল লাগল নতুন কিছু তথ্য জানলাম
 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৩
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
১৩| 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৭
শব্দহীন জোছনা বলেছেন: 
সুন্দর তথ্যমূলক পোস্ট... 
 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৪
শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো
১৪| 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৩
ভিয়েনাস বলেছেন: মাকড়সা মৌমাছির বিষ ব্যাঙ তাহলে মানুষের উপাকরেও আসে!!
 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৯
শের শায়রী বলেছেন: আসে ভাই আসে, দেখেন না জুতাও কত উপকারী, বুশ, শাজাহানরে টাইট দিতে লাগে। আর এরা তো জ্যান্ত প্রানী
১৫| 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৭
এম ই জাভেদ বলেছেন: মৌমাছির হুলের ঘটনা সত্য। আমি নিজে দেখেছি এর উপকারিতা। আপনার পোস্টের ছবি গুলো কি সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আমার পোস্টের ছবি কেন দেখতে সমস্যা হচ্ছে ? বুঝতে পারছিনা কি করা উচিত। মোডু র কাছে নালিশ দিয়েছি তাও কাজ হচ্ছেনা। কিভাবে আপনি ছবি আপলোড করেন একটু বলবেন কি ভাই জান। দেখেন আমার ছবির দুরবস্থা View this link
১৬| 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩০
এম ই জাভেদ বলেছেন: View this link
১৭| 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩১
শান্তা273 বলেছেন: অজানা অনেক কিছু জানলাম।
পোস্টে +++
 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫১
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
১৮| 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৯
এম ই জাভেদ বলেছেন: হায় হায়! এখন দেখি লিংক ও শো করছেনা। কি বিপদ !!!!!!!!!!!!!!!!
 
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫০
শের শায়রী বলেছেন: হেইডাই কমু কইরা, কিছুই তো দেকা যায়না 
  
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩  রাত ১:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধারুন