নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

বিধাতার অসীম করুনা চমৎকার সব মানূষগুলোর সাথে আমার পরিচয় ছিল

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

কিছু ঋন আছে যা শোধ করতে ইচ্ছে হয়না। মনে হয় শোধ করতে চাওটাই অকৃতজ্ঞতার নামান্তর। জীবনের এই মাঝ পথে এসে পিছনে ফিরে দেখি আমার জীবনের অনেকখানি জায়গাই তাদের কাছ থেকে পাওয়া প্রাপ্তিতে পূর্ন। এমন অনেক কথা আছে যেগুলো মুখে বলা যায়না, কিবোর্ডে আঙ্গুল চালাতে হয় আশা যদি কোন দিন তাদের চোখে পড়ে



কার কথা লিখব? অসংখ্য প্রিয় মুখ এসে ভিড় করে। আমি শুধু এইটুকুই বলতে পারি তাও আর এক জনের কাছ থেকে ধার করে “ গ্রহন করেছ যত ঋনী তত করেছ আমায়”।



রাজা তোমার কি মনে পড়ে ইউনির্ভাসিটির সেই ক্লান্ত দুপুরগুলো? আমার মুখের দিকে তাকিয়ে যখন বুজতে আমি খাইনি জোর করে ধরে নিয়ে গেছ কোন হোটেলে? টাকা নেই মাসের শেষে বইর মধ্যে পেয়ে গেছি প্রয়োজনীয় টাকা। আমার চোখে পানি এসে যেত, তুমি দেখ নি রাজা, দেখলে কিনা বকাই দিতে এই ভয়ে।



ব্যাঙা মাসুদ এখন লন্ডনে, মাসুদ তোর কি মনে আছে ক্লান্তিহীন ভাবে তুই আর আমি কত দিন কত জায়গায় টিঊশনির জন্য ভাইবা দিয়েছি? তোর কত অক্লান্ত পরিশ্রম ছিল কি ভাবে আমাকে একটা ভাল টিঊশনি পাইয়ে দেয়া যায়।



মেরাজ, সেই কক্সবাজারে ফিল্ড ট্যুরে আমি যাখন বাসে বসা ছিলাম, আর সবাই কেনা কাটায় ব্যাস্ত তুমি অতি সংগোপ্নে আমাকে ১০০ টাকা দিয়েছিলে, বলছিলে যাও পছন্দ মত কেনাকাটা কর, মেরাজ টাকাটা আমি কিন্ত এখনো ফেরত দেইনি, বাপেক্সে বসে কি একবারো সেই সব দিনের কথা মনে পড়ে। টাকাটা হয়ত সামান্য কিন্ত ওই সময়টা ছিল অসামান্য।



অসিত বরিশালে আমি যখন প্রচন্ড হতাশায় নিমজ্জিত, তুই আমাকে ফোন করে ঢাকায় এনে আমাকে তোর পাওনা চাকুরী দিয়ে দিয়েছিলি।এত ভালবাসা আমি কোথায় রাখি।



খালেদ তোর সময় তুই ছিলি ঢাকা ভার্সিটির অন্যতম রাজনৈতিক অস্ত্রবাজ। পেপারে প্রথম পেজে ফাইট করা অবস্থায় তোর ছবি আসত অস্ত্র হাতে, কিন্ত আমি কি করে ভূলি আমার বাবা মারা যাবার পর আমার সাথে কোন কথানা বলে এক সাথে চোখের পানি ফেলছিস? কোন স্বান্ত্বনা না। কোন কথা না। নীরব সহমর্মিতা। কত অসাধারন অন্তরিক প্রকাশ একজন সমাজ বিরোধী অস্ত্রবাজের। ভাললাগে যখন জানি তুই একটা বিরাট নাম করা ব্যাঙ্কের অনেক বড় পদে কাজ করছিস।



রাজুর কাছ থেকে আমি আজ পর্যন্ত কিছু চেয়ে না শুনিনি।। বলতে পারিস রাজু আমি তোকে কি দিয়েছি?। কিছু দেই বা নাদেই আজীবন কিন্ত চেয়েই যাব।



রুবেল ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের ২১৯ নং রুমে আপনি আমি মিল্টন ভাই, পাগলা ডিঊক, খালেদ, একটা পরিবারের মত বাস করতাম। আপনি আজ অনেক উচ্চপদস্থ অফিসার। অথচ কি অনায়াসে আপনার ভালবাসা এখনও টের পাই।



রুনু, চা বাগানের নীরবতার সাথে তোর মৌনতার প্রতিযোগিতায় কে জিতল? আমার বিশ্বাস তুই জিতছিস। তোর নিরবতার সাথে নিস্পলক চাহনি সবার মনে আতংক তৈরী করত। অপাত মৌনী রুনুর সর্বক্ষনের সাথী ছিল ভয়ংকর সব অস্ত্র সেই সময়। আপাত মুডি রুনুর চমৎকার মনের প্রকাশ আমি দেখেছি।



নাজমুল ভাই আপনি না থালে আজো বলি আমার ইউনির্ভাসিটির চৌকাঠ পেরোতে হত না। আপানার প্রেরনা জোগান কথা বার্তায় আমকে সব সময় ব্যাতিব্যস্ত রাখত একটু ভাল রেজাল্ট করার অনুপ্রেরনায়।



৫২৩ এর তাপস কোথায় তুই? খুব অল্প বয়সেই জীবনের খ্যাতির শিখরে পৌছে গেছিস। আমি গর্ব করি তাপস কে নিয়ে নিজাম ভাই কে নিয়ে



দু এক জনের কথা লেখতে যেয়ে আমি দেখি অবিচার করছি বাকী হাজারজনের উপর সব সময় যেমন করি। তারপরও আমি বিশ্বাস করি আমার ভালবাসার জনেরা জানে আমার স্মৃতির দৈন্যতা আছে কিন্ত মনিকোঠায় ঠিকই তারা জ্বল জ্বল করছে।



বড় মানুষদের সান্নিধ্য আমি পাইনি, বিশেষ করে পত্রিকার পাতায় যাদের নাম সবসময় দেখা যায়। তবে এই রকম কিছু অতি সাধারন মানুষ দেখে অসাধারন মানূষদের সান্নিধ্যর অভাব বোধ করিনি। বিধাতার অসীম করুনা চমৎকার সব মানূষগুলোর সাথে আমার পরিচয় ছিল।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

শূন্য পথিক বলেছেন: ভালো লাগল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

শের শায়রী বলেছেন: ভালো থাকবেন

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

ঝটিকা বলেছেন: আমার ধারনা আপনি খুব ভাগ্যবান। কারন ভালো মানুষদের বন্ধুত্ব পাওয়া ভাগ্যের ব্যাপার। এ ব্যাপারে আমিও অনেক ভাগ্যবতি বলতে হবে।

আপনার খালেদ নামক অস্ত্রবাজ বন্ধুটার সম্পর্কে জানতে ইচ্ছা করছে, ঐ অবস্থা থেকে কিভাবে উনি সরে আসতে পারলেন।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

শের শায়রী বলেছেন: সিস একদিন ওর কথা বলব। রূপকথার থেকেও বিস্ময়কর। ভাল থাকুন

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো । মাঝে মাঝে ভাবি এত ভাল লেখনির সাথে এত চমৎকার একটা মানূষ, লেখা পরেই বোঝা যায়

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

ধুম্রজ্বাল বলেছেন: খুবই ভালো লাগলো।
মানবিকতা উঠে গেছে ভেবে একটা ব্লগ লিখেছিলাম।
আপনার লেখা পড়ে মনে হল আমি ভুল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

শের শায়রী বলেছেন: অসাধারন অনুভূতিশিল একটা মন আছে আপনার তাই কত অবলীলায় আমার মত ক্ষুদ্র মানুষকে এত বড় মুল্যায়ন করলেন। যদিও আমি এর উপযুক্ত না কিন্ত মাঝে মাঝে সত্যি ভাবতে ভাল লাগে! আমার কৃতজ্ঞতা জানবেন। আনন্দ। আনন্দ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন স্মৃতিচারন!

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

শের শায়রী বলেছেন: এরা প্রত্যেকে আমার কাছে খুব অসাধারন। থ্যাঙ্কস ব্রো

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

মিজভী বাপ্পা বলেছেন: অসাধারণ+++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

বইয়ের পোকা বলেছেন: ++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

কালোপরী বলেছেন: :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

শের শায়রী বলেছেন: :) আরে পরী যে!

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

স্পাইসিস্পাই001 বলেছেন: দারুন লিখেছেন ব্রো.........আপনাকে নিয়ে জানার আগ্রহ টা কিন্তু বেড়ে যাচ্ছে.... আশা করি আস্তে আস্তে জানতে পারবো.....

আমি তো আপনার লিখার ফ্যান হয়ে গেছি........

ধন্যবাদ...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

শের শায়রী বলেছেন: ভাই কি যে বলেন না লজ্জা পাইলাম। ত বে আপনার যে ভাল লাগল এই আমার অনেক পাওয়া। ভাল থাকুন সব সময়

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

আল ইফরান বলেছেন: হে হে হে, বঙ্গবন্ধু হল রকস । B-)) B-)) B-))
আসেন ভাই বুকে আসেন, কোলাকুলি করি। :-B :-B :-B

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

শের শায়রী বলেছেন: আহ কতদিন পর একজন পেলাম মুজিব হলের। আহেন সিনায় সিনা মিলাই :-B :-B :-B

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

অচিন.... বলেছেন: darun likhechen vai

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক ভালো লাগা থাকলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

তারছেড়া লিমন বলেছেন: সব কথা মুখে বলা যায় না অনুভব করে নিতে হয় । বন্ধুত্ব সব সময় মিস করি........

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

শের শায়রী বলেছেন: অনুভবই তো বন্ধুত্ব ব্রো

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার লিখেছেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৯

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

রাজকুট বলেছেন: ++++++++++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.