| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শের শায়রী
	হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
![]()
মানব সভ্যতার ইতিহাসে এক রহস্যময় চরিত্র হচ্ছে শেবার রানী। বাইবেলে উল্লেখ্য আছে শেবার রানী, রাজা সোলায়মানের কথা শুনে তার সাথে দেখা করতে এসেছিলেন। বাদশাহ সোলায়মানের ছিল ব্যাপক প্রতাপত্তি। বিশাল এই সম্রাজ্যর রাজা ছিলেন সোলায়মান। তার ছিল ১২০০০০ অশ্বারোহী সৈন্য, ১৫০০০০ যুদ্বের উট, ১৪০০০ যুদ্বরথ। এই বিশাল শক্তির সাহায্যে ইউফেট্রিস থেকে সিনাই মরুভূমি ওদিকে লোহিত সাগর থেকে পাময়ারা পর্যন্ত সমস্ত যাত্রাপথ, সোলায়মানের নিয়ন্ত্রনাধীন ছিল।
রাজা সোলায়মান সন্মন্ধ্যে বলা হয় তিনি নাকি ব্যাপক জ্ঞানী ছিলেন। তার হুকুম এমন কি অশরিরীরাও মান্য করত। রাজা সোলায়মান এমন কি পশুপাখির ভাষাও বুজতে পারতেন। এমন জ্ঞানী রাজার সাথে যখন রানী শিবা দেখা করতে এলেন তখন যথোপযুক্ত উপঢৌকনও সাথে অনলেন।
![]()
বাইবেলে এর First book of kings এর অন্তর্গত দশম অধ্যায়ে আছে শিবার রানীর কথা। বর্নিত আছে এভাবে যখন শিবার রানী সোলায়মান রাজার জ্ঞানের কথা শুনতে পারলেন তখন তাকে কিছু প্রশ্নের দ্বারা পরীক্ষার জন্য জেরুজালেম এলেন। রানীর সাথে এক বিশাল গাড়ী ভর্তি মশলা, সোনা, জহরত নজরানা হিসাবে নিয়ে এলেন। এরপর রানী তাকে তার প্রশ্ন জিজ্ঞেস করেন এবং সন্তষ্ট হয়ে ফিরে যান।
![]()
খ্রীষ্টীয় সাধু ম্যাথুস এর সুমাচার এ আছে প্রভু যীশু দক্ষিনের রানীর কথা বলেছেন, “পৃথিবীর সব থেকে দূর্গম স্থান থেকে সোলায়মানের বুদ্বি পরিক্ষা করার জন্য তিনি এসেছিলেন”।
বাইবেলে যেমন শীবার রানি সন্মন্ধ্যে উল্লেখ আছে পবিত্র কোরানেও তার উল্লেখ্য আছে। শেবার রানী বিলকিস যখন সলোমনের সাথে দেখা করতে এল তখন বিলকিস অবাক হয়ে দেখতে পেল তার সিংহাসন সেখানে রক্ষিত। সূর্যউপাসক শেবার রানী হতভম্ব হয়ে গেল।
![]()
রানী বিলকিস আরও অবাক হয়ে লক্ষ্য করলেন যে, তার সিংহাসনে সামান্য পরিবর্তন করা হয়েছে। তাকে একাগ্রচিত্তে সিংহাসনের দিকে তাকিয়ে থাকতে দেখে বাদশা শলোমন জিজ্ঞেস করলেন, ‘আপনার সিংহাসন কি এ রকম?’
প্রশ্ন শুনে বিলকিস বুঝতে পারলেন তার বিবেক ও বুদ্ধির পরীক্ষা করতে চাইছেন সলোমন। সুতরাং তিনি বুদ্ধিমত্তার সাথেই উত্তর দিলেন, বললেন, ‘এ তো এরকমই। আমরা আগেই সবকিছু জেনেছি ও আত্মসমর্পন করেছি।’ 
বিলকিস তার এই জবাব দ্বারা দাবী করলেন না যে এটা তার সিংহাসন। কেননা তার সিংহাসন ও এই সিংহাসনের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। আবার এটাও বললেন না যে এটা তার সিংহাসন নয়। কেননা প্রকৃতপক্ষে এটা তো তারই সিংহাসন।
এ সম্পর্কিত কোরআনের আয়াতসমূহ- (বিলকিস) যখন পৌঁছিল তখন তাকে জিজ্ঞেস করা হল, ‘তোমার সিংহাসন কি এ রকম?’
সে বলল, ‘এ তো এ রকমই। আমরা আগেই সবকিছু জেনেছি ও আত্মসমর্পন করেছি।’ 
আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তা-ই তাকে সত্য থেকে সরিয়ে রেখেছিল, সে বিলকিস ছিল অবিশ্বাসী সম্প্রদায়ের একজন। (২৭: ৪২-৪৩)
এরপর রানীকে বাদশাহর নিজের প্রাসাদে আমন্ত্রন জানানো হল, রানী বিলকিস যখন রাজার প্রসাদে উপনীত হয়ে রাজার কাছে যেতে চাইল দেখল রাজার প্রসাদের ভুমি পানি দ্বারা তৈরী। শেবার রানী বিলকিস তার পরিধেয় কিছুটা উপরে উঠালেন যেন তার কাপড় ভিজে না যায়। তখন বাদশাহ সোলায়মান মুচকি হেসে বলল এতো স্ফটিকের তৈরী।
  
এ সম্পর্কিত কোরআনের আয়াত-তাকে বলা হল, ‘এই প্রসাদে প্রবেশ কর।’ 
যখন সে ওটার দিকে তাকাল তখন তার মনে হল এ এক স্বচ্ছ জলাশয় এবং সে তার কাপড় হাঁটু পর্য্যন্ত টেনে তুলল। 
শলোমন বলল, ‘এ তো স্ফটিকের প্রাসাদ।’
(বিলকিস) বলল, ‘হে আমার প্রতিপালক! আমি তো নিজের ওপর জুলুম করেছিলাম। আমি শলোমনের সাথে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পন করছি।’(২৭:৪৪)
ইহুদিদের ধর্মগ্রন্থ ইসথার এর তারাগুম শ্রেনীপর্বে আছে, শীবার রানী রাজা সোলায়মানের সাথে এমন একটি কক্ষে সাক্ষাৎ করেন যার মেঝেটি ছিল কাচের। রানি প্রথমে ধারনা করেন মেজেতে পানি রয়েছে, সেজন্য তিনি তার পরনের কাপড় গুটিয়ে ফেলেন। এর ফলে তার রোমশ পা সবাই দেখে ফেলে। এই অবস্থার পরিপ্রক্ষিতে রাজা সোলায়মান তাকে এমন একটি অষুধ তৈরী করার পদ্বতি শিখিয়ে দেন যাতে শরীরের কোন ক্ষতি ছাড়াই শরীরের লোম তুলে ফেলা যায়।
![]()
বিভিন্ন ধর্মগ্রন্থে বর্নিত শেবার রানীর ওপর রয়েছে পুরাতাত্ত্বিকদের অসীম কৌতুহল। তাদের মতে ইয়েমেনের দক্ষিনে প্রত্যন্ত অঞ্চলে শিবার প্রাচীন রাজধানী মারিবের ধ্বংসাবাশেষ রয়েছে। ইয়েমেনের সাহিত্য, সংস্কৃতি ইতিহাসের সব জায়গায় ছড়িয়ে রয়েছে শিবার রানির কথা।
![]()
ইয়েমেনের ধানা উপত্যকার বা দিকের যে পথটি সাইহাদ মরুভূমির দিকে গেছে সেখানেই মারিব অবস্থিত। রানী শীবার রাজত্বকাল ধরা হয় ৯৫০ খ্রীষ্টপূঃ। মারিবের কাছেই অবস্থিত চন্দ্রের মন্দির। কথিত আছে এখানেই নাকি রানী শেবার ব্যক্তিগত প্রাসাদ ছিল। 
কৃতজ্ঞতা ও টীকাঃ আমার এ লেখায় কোরানের কিছু আয়াত ব্যাবহৃত হয়েছে বাংলা তর্জমায়, আমি আমার এক ইসলামে জ্ঞানী বন্ধুর কাছে যখন এ সন্মধ্যে জানতে চাই তখন সে আমাকে উক্ত আয়াত দুটি তর্জমা করে দেয়।
অন্যান্য ধর্মগ্রন্থের আলোকে কিছু ইলাষ্ট্রেশন এখানে ব্যবহৃত হল
বিশিষ্ট লেখক আলী ইমামের একটি লেখা থেকে আমি অনেক কিছু জানতে পারি এ ব্যাপারে।
http://en.wikipedia.org/wiki/Queen_of_Sheba 
Click This Link 
 
২১ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৫৪
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
২| 
২১ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন: 
এই পোস্টের ব্যাপারে আমার কিছু কথা আছে পরে একসময় বলব । এখন কমেন্ট করে জায়গা দখল করে গেলাম । 
 
২১ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৫৫
শের শায়রী বলেছেন: অপেক্ষায় থাকলাম ব্রো
৩| 
২১ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১০
শার্লক বলেছেন: ৪থ ভাল লাগা।
 
২১ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১১
শের শায়রী বলেছেন: ধন্যবাদ শার্লক
৪| 
২১ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৮
বিডি আমিনুর বলেছেন: ভাল লাগল ।
 
২১ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:২৯
শের শায়রী বলেছেন: ধন্যবাদ
৫| 
২১ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইসলামে যারা নারী শাসনের বিরোধিতা করে- তারা মনে হয় কোরআনের এই অংশটুকু পরে না বা পরলেও না বুঝে থাকতে চায় ![]()
ভাল লাগল। তুলনামূলক উপস্থাপনাও মন্দ নয়। তবে আমি আরকেটু যেটা শুনেছি তা হল- রাজা সোলায়মানের তো শতাধিক স্ত্রী ছিল। যখন রাণী বিলকিস আসার আয়োজন হচ্ছে- তখন সকল পুরানো রাণিরা মিলে বু্দ্ধি করল কি ভাবে রাজাকে বিয়ে করা থেকে ঠেকানো যায়- এক দৈত/জ্বিনকে তারা প্রভাবিত করে রাজাকে তথ্য দিল- এই রাণী জ্বিন এবং মানুষের শংকর !
তখন সোলায়মান তাকে পরীক্ষা করার জন্য স্ফটিকের প্রাসাদ তৈরী করাল। যাতে রাণীর উন্মুক্ত পা দেখা যায়! ( কি বুদ্ধি 
 )
এবং তিনি তাতে সফল হন।
আর রাণীরা মনের দুঃখে কানতেই থাকে  
 (কল্প ভাবনা 
 )
 
২১ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:২১
শের শায়রী বলেছেন: ভাই যারা ধর্মান্ধ বা মৌলবাদী ধর্ম থেকে তারা তাদের সুবিধামত অংশটুকুই গ্রহ নকরে।।
আর রাণীরা মনের দুঃখে কানতেই থাকে 
(
ভাল থাকবেন। 
 
৬| 
২১ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫২
বিষন্ন একা বলেছেন: +++
 
২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
শের শায়রী বলেছেন: ধন্যবাদ
৭| 
২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৬
এম এম ইসলাম বলেছেন: ভালো লেখেছেন। এই নেন +++
 
২১ শে জানুয়ারি, ২০১৩  রাত ১০:১৬
শের শায়রী বলেছেন: দুহাতে নিয়ে নিলাম। ধন্যবাদ
৮| 
২২ শে জানুয়ারি, ২০১৩  রাত ২:৩৭
কামরুল হাসান শািহ বলেছেন: ++
 
২২ শে জানুয়ারি, ২০১৩  সকাল ১১:০০
শের শায়রী বলেছেন: ধন্যবাদ
৯| 
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:১৬
মহামহোপাধ্যায় বলেছেন: এই চমৎকার পোস্ট টি কিভাবে আমার নজর এড়িয়ে গেলো বুঝলাম না 
 
 
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:২০
শের শায়রী বলেছেন: তাও ভাল শেষ পর্যন্ত যে আপনার নজরে আসল।![]()
১০| 
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:১৫
রাজকুট বলেছেন: শেবার রানীর সাথে কি  রাজা সোলায়মানের বিয়ে হয়েছিল?
এ বিষয়ে লেখবেন আশা করি 
 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:১৭
শের শায়রী বলেছেন: আমার জানা মতে ওনাদের বিয়ে হয়নি। সাক্ষাতের পর শেবার রানী দেশে ফেরত যায়। ভাল থাকুন।
১১| 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:০০
রাজকুট বলেছেন: আমি অবশ্য বিয়ের কথা শুনেছিলাম, ধন্যবাদ।
 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:২৪
শের শায়রী বলেছেন: হয়ত আপ্নিই ঠিক। কি আসে যায় ওগো বিয়া হলে কি না হলে 
    
    
    ![]()
১২| 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:৩৪
সবখানে সবাই আছে বলেছেন: আপনার এই পোস্ট এর সারমর্ম হল ,
ভীট আবিষ্কার করসে বাদশাহ সোলায়মান। 
ইতিহাস তাকে ত্বকের লোম উতপাটনকারী হিশাবে মনে রাখুক সেই কামনা করছি।
 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:৪০
শের শায়রী বলেছেন: 
    
    
 সাবধান বাদশাহ সোলায়মান এর কিন্তু পোষা জ্বীন ছিল
১৩| 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:১৬
শাকিল ১৭০৫ বলেছেন: 
 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:৩৮
শের শায়রী বলেছেন: ধন্যবাদ
১৪| 
১৮ ই মার্চ, ২০১৩  বিকাল ৪:৪৪
অহন_৮০ বলেছেন: চমৎকার হইছে ++++
 
১৯ শে মার্চ, ২০১৩  ভোর ৪:৩২
শের শায়রী বলেছেন: আমার কৃতজ্ঞতা জানবেন।
১৫| 
০৬ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর পোষ্ট।
 
২৭ শে নভেম্বর, ২০১৯  রাত ২:১০
শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
১৬| 
২৭ শে নভেম্বর, ২০১৯  রাত ৩:৪৪
সোহানী বলেছেন: কিছু জানতাম আরো অনেক কিছু জানলাম।
 
২৮ শে নভেম্বর, ২০১৯  রাত ১২:৩৪
শের শায়রী বলেছেন: পাঠে কৃতজ্ঞতা বোন।
১৭| 
২৭ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫১
নীল আকাশ বলেছেন: শিবা, শীবা , শেবা শব্দগুলি একেক জায়গায় একেক রকম এসেছে। সম্ভবত শীবা হবে কারণ এ-কার আরবীতে নেই।
রানী বিলকিস সম্পর্কে বলা হয়ে থাকে যে উনি, জ্বীন এবং মানুষের যৌথ সন্তান। আর এই কারণেই উনার পা লোমশ ছিল।
দারুণ লিংকটা দেয়ার জন্য ধন্যবাদ।  আমি এইসব বিষয় খুব পছন্দ করি। প্রচুর পড়াশুনাও করেছি কিন্তু আলসেমীর জন্য লিখতে ইচ্ছে করে না। 
 
২৮ শে নভেম্বর, ২০১৯  রাত ১২:৩৫
শের শায়রী বলেছেন: লিখুন না প্লীজ। এই ধরনের লেখার অনেক অভাব। এখনো অনেক ব্যাপার আছে আমরা জানিই না। লিখুন প্লীজ।।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৫৩
মাহমুদুর রাহমান বলেছেন: +