| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শের শায়রী
	হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
ক্রাকেন 
![]()
সাগরের আতংক। যেকোন আকৃতির জাহাজকে টেনে সাগরের গভীরে নিয়ে যেতে পারে। গ্রীক উপকথার সৃষ্টি। বাচছি এখন আর কোন ক্রাকেন দেখা যায়না। সাগরে কাজ করি নাম শুনলেও বুক কাপে। 
আমিত
![]()
আমিত হল পৌরানিক মিশরীয় প্রানী। এটা কুমির মুখী, শরীরের মাঝভাগ চিতার মত আর পেছনে জলহস্তী। মৃত্যু দেবতা আনুবিস যদি কোন মতে কোন পাপিষ্ঠকে হাতের কাছে পায় তবে তাকে তখনই আমিত এর কাছে দেয় খেয়ে ফেলার জন্য আমিত পাপিষ্ঠ আত্মা কে সম্পূর্ন খেয়ে ফেলে। আমিত হল আনুবিস এর পোষা কুকুর ( আমাদের ভাব ধারায়)।
আনুবিস
![]()
শিয়ালের মুখাকৃত আনুবিস হল মিশরীয় মৃত্যু দেবতা। কেউ যখন মারা যায় তখন তার আত্মাকে আনুবিস একটি স্কেলের মাধ্যমে পরিমাপ করে, যদি দেখে ওটা পাপিষ্ঠ, তাকে আমিতকে খেতে দেয় আর যদি দেখে না পূন্নাত্তা তা হলে আবার এই পৃথিবীতে ফেরত আসে।
ক্যান্সার
![]()
গ্রীক মিথোলজির দৈত্যাকৃতি কাকড়াই ক্যান্সার নামে পরিচিত। হেরা এই কাকড়া তৈরী করেছিল হারকিউলিকসের সাথে হাইড্রার যখন যুদ্ব হয় তখন হাইড্রাকে সাহায্য করার জন্য।হারকিউলিকস যখন হাইড্রার সাথে যুদ্ব করছিলো ক্যান্সার তখন বারবার হারকিউলিকসের পা বেয়ে উঠে কামড় দিচ্ছিলো। হারকিউলিকস পরে পায় পিষে একে মেরে ফেলে।
সেন্টর
![]()
গ্রীক পৌরানিকে প্রথম আধামানুষ আধা ঘোড়া এই প্রানীটির দেখা পাওয়া যায়।খুব বেশি গ্রীক গল্পে এদের চোখে পড়ে না আযটেকদের মধ্যে কিন্তু এই সেন্টর দেবতা জ্ঞানে পুজিত হত। যার কারনে আজটেকরা ঘোড়ায় চড়ত না। স্প্যনিয়ার্ডরা যখন আযটেক আক্রমন করে কি ভয় টাই না পেয়েছিল আযটেকর ঘোড়ার পিঠে মানুষ দেখে! তাদের ধারনা ছিল সেন্টররা তাদের আক্রমন করছে।
সারবিরাস
![]()
তিন মাথা ওয়ালা কুকুর যার লেজটা আবার সাপের মত। মৃত্যুপুরীর পাহারাদার। 
চাইমেরা
![]()
গ্রীক মিথোলজির আগুন মুখো পাখি। যারা “ফ্রোজেন থর্ন” গেমটা খেলছেন তাদের নতুন করে চাইমেরা চিনাতে হবে না।সিংহীর শরীরের পেছন দিয়ে ছাগলের মাথা বিশিষ্ট পাখী। মুখ দিয়ে আগুন বের করতে পারে।
সাইক্লোপস  
![]()
এক চোখা গ্রীক পৌরানিক দানব। পলিফেমাস সাইক্লপসের কথা মনে আছে না সেই যে অদিসি তার বন্ধু দের নিয়ে এক দ্বীপে যেয়ে দেখে এক গুহার সামনে মানুষের হাড়……… পরে পলিফেমাস যখন গুমাচ্ছিল তখন তার চোখে জ্বলন্ত শিক ঢুকিয়ে হত্যা করে। নিশ্চয়ই মনে পড়ছে সেই গল্প।
মেডুসা
![]()
মেডুসাকে কে না চেনে, সেই যে সাপের চুল বিশীষ্ট গ্রীক সুন্দরী যার দিকে তাকালেই মানুষ পাথর হয়ে যেত। পরে পার্সিউস একে এর সামনে এক আয়না ধরে হত্যা করে। কি তাকাবেন নাকি সুন্দরী মেডুসার দিকে?
মিনোটোর
![]()
ষাড়ের মাথা বিশিষ্ট মানুষ মিনোটর নামে পরিচিত। এদের নিবাস ছিল ক্রীট দ্বীপের ল্যাবেরিন্থে। বীর থেসুস যদি এদের হত্যা না করত তা হলে কিন্তু এরা এখন ও বেচে থাকত। মহা ঝামেলায় পড়ে যেতাম।
পেগাসাস
![]()
মেডুসার রক্ত যখন সাগরে পড়ল তখন সাগরের ফেনা থেকে সাদা রংয়ের পাখাযুক্ত ঘোড়ার জন্ম হয় এর নামই পেগাসাস। বেলিরোফোন যখন চাইমেরা আর আমাজান্দের সাথে যুদ্ব করে তখন কিন্তু এই পেগাসাস এর পিঠে চড়ে ছিল।
 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:৫৯
শের শায়রী বলেছেন: পড়ার জন্য আপ্নাকেও ধন্যবাদ
২| 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:০০
ইনকগনিটো বলেছেন:  একটা ক্রাকেন উঠে আপনাকে খেয়ে ফেলবে।
সাবধানে থাইকেন। 
  
 
 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৯
শের শায়রী বলেছেন: নিন্দুকের মুখে ছাই পড়ুক। 
 ![]()
৩| 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:১২
মুন্না-কিশোরগঞ্জ বলেছেন: জানলমি কিছু  
 
 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৮
শের শায়রী বলেছেন: লিখলাম কিছু।
৪| 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৫
জাকারিয়া মুবিন বলেছেন: আপনি এতকিছু জানেন কইত্থে??
চমৎকার তথ্যবহুল পোস্ট। +++++
 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৯
শের শায়রী বলেছেন: ভাই কিযে কন না! আমার আবার জানা ওতো সবাই জানে। এট্টু খোচাখুচি এইযা।
৫| 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:৩২
ঢাকাবাসী বলেছেন: সুন্দর তথ্যসমৃদ্ধ পোষ্ট।
 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:৩৫
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো।
৬| 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:২৬
স্বাধীকার বলেছেন: 
এই অসীম ক্ষমতাবান দেবতাদের মতোই আপনার লেখার ক্ষমতা থাকুক অসীম, সব সময়।+++++++++
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৩৮
শের শায়রী বলেছেন: ভাই আমি ভাষাহীন। আপনার মন্তব্য আমার জীবনের অন্যতম সেরা সম্পদ হিসাবে থাকবে। স্রষ্টার কাছে প্রার্থনা ভাল থাকুন সব সময় ।
৭| 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৩
কান্ডারি অথর্ব বলেছেন: 
আমিত, আনুবিস ছাড়াও মিশরীয় পুরানের আরও কিছু প্রাণী রয়েছে। সেগুলো সাথে দিলে আরও ভাল হত। 
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৪১
শের শায়রী বলেছেন: ভাই রে আমি এখানে কিছু গ্রীক আর কিছু মিশরীয় জগাখিচুরী করছি। অত গুলোর নাম দিলে এক চিড়িয়াখানা হবে 
    
 
৮| 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৭
ঝটিকা বলেছেন: হিন্দু ধর্মের কয়েকটা বাদ পড়েছে মনে হয়।
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৪৮
শের শায়রী বলেছেন: বহিন আমি হিন্দু ধর্মের কোন পৌরানিক প্রানীকে টানি নি এখানে শুধু গ্রীক আর মিশরীয়দের টান হেচড়া করছি
৯| 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৩২
মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক সুন্দর পোষ্ট । অনেকগুলোর নাম এই প্রথম শুনলাম
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৫৫
শের শায়রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই
১০| 
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:০৫
ইমরাজ কবির মুন বলেছেন: 
ক্রাকেন, আমিত, সারবিরাস, চাইমেরা এগুলা অপিরিচিত। 
আনুবিস সবচে পছন্দের। 
পোস্টটা খুব চমৎকার হৈসে ভাইয়া, অসাম ||
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৫৭
শের শায়রী বলেছেন: এ মুন ব্রো 'পাইরেটস অভ দ্যা ক্যারিবিয়ান' ক্র্যাকেন দেখেন নি? অবশ্যই দেখেছেন
১১| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৩৭
সিরাজ সাঁই বলেছেন: অ্যালফ্রেড টেনিসনের 'দ্যা ক্র্যাকেন' সনেটটি পড়েছিলাম অনেক আগে। আর ক্র্যাকেন চাক্ষুষ করি 'পাইরেটস অভ দ্যা ক্যারিবিয়ান' ও 'ক্ল্যাশ অভ দ্যা টাইট্যাঁনস' মুভি দুটোতে। ভয়ঙ্কর।
মেডুসা আর গরগনদের নিয়ে একটা অসাধারণ গল্প পড়েছিলাম ছেলেবেলায়। এখন বয়সের ভারে গল্পটি বা লেখকের নাম মনে করতে পারছি না।
৭ নম্বর প্রাণীটির নাম 'কাইমেরা'।
পোস্টে যথারীতি প্লাস।
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৫৫
শের শায়রী বলেছেন: এক দম খাটি কথা ব্রো 'পাইরেটস অভ দ্যা ক্যারিবিয়ান' এ যে ভাবে ক্র্যাকেন দেখায় ভয় ই লাগে। যদিও ব্যক্তিগত ভাবে আমি মুভি প্রেমিক না কালে ভদ্রে দু/ একটা দেখি।
ইংরেজী বানান 'Chimera' দেখে আমি বাংলায় 'চাইমেরা' লিখছিলাম, এ হয়ত আমার অজ্ঞতা।
খুব ভাল লাগল ব্রো আপনার মন্তব্য পেয়ে
১২| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:৪৭
শূন্য পথিক বলেছেন: ++
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৫৭
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
১৩| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:৪৩
ফারিয়া বলেছেন: বাহ বাহ, এতদিনে মনের মত লেখা পেলাম! মিথ নিয়ে খুব ইন্টারেস্ট আছে। কয়েকটা চিনতাম, তবে গড়ে উঠার কাহিনি জানতাম না! বেশ পোষ্ট!
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:৫১
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ ফারিয়া
১৪| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৭:৪৫
চাঁপাডাঙার চান্দু বলেছেন: আপনি আর সিরাজ ভাই এতোকিছু জানেন কিভাবে!! মুভিতে বা বইয়ের পাতায় তো সবগুলোই দেখেছি, নাম জানতাম না অনেকগুলোরই। আমি একটা দেশী স্যাম্পল দিয়ে গেলাম 
 ।
হিন্দু পুরাণের গরুড়, এটিরই একটি জাত ভাই হল সিন্দাবাদের রক পাখি ![]()
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৭:৫৯
শের শায়রী বলেছেন: ভাই ইচ্ছে করেই হিন্দু পুরান এড়িয়ে গেছি, আবার কে কোন জায়গা থেকে বলে ওঠে সাম্প্রদায়িক। 
 একবার ও ভাববে না এটা পুরানের কথা। দূর মিয়া নিজে কি? আপানার লিখা অনেক বেশি তথ্য সমৃদ্ব। তবে হ্যা সিরাজ ভাই জানে এ নিয়ে কোন কথা নেই।
১৫| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
আপনি এত জ্ঞানী কেন?!!! 
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৯:৫৩
শের শায়রী বলেছেন: আরে স্বর্না! কতদিন পরে কেমন আছেন? আর কি বললেন জ্ঞানী!!!!!! তাও আমি!!!!!!!  
     
     
     
     
১৬| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৪৩
মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো ভাইয়া। লিখে যান অবিরত। অনেক শুভ কামনা থাকল।
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৫০
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো
১৭| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৫৮
না তুমি না আমি বলেছেন: 
চমৎকার। বিষয়বস্তু সিলেকশন খুবই ভাল লেগেছে ভাইয়া! প্রিয়তে রাখলাম
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:০৪
শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৮| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১১:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন: 
ভাইয়া আমি আসলে কথাটা ঠিক ভাবে বুঝাতে পারিনি। আসলে পুরানের এসব দেব দেবীদের প্রতি আমার আকর্ষণ অতিমাত্রায়। তাই অনেক বেশী আগ্রহ থাকে জানার । 
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:৪৪
শের শায়রী বলেছেন: আচ্ছা তাহলে অবশ্যি আবার লিখব ভাই
১৯| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১২:১২
ভিটামিন এ বলেছেন: Age of Mythology গেম এ প্রায় সবগুলু চরিত্র নিয়ে খেলা যায়। আমার প্রিয় একটি গেম।
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:১৬
শের শায়রী বলেছেন: বিঙ্গো। আমার ও খুব প্রিয় খেলা। 
  
২০| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:০২
ইমরাজ কবির মুন বলেছেন: 
রাইট, দেখসি। ঐটা ক্রাকেন জানতাম না ||
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ১:৩৮
শের শায়রী বলেছেন: হরে ভাই ঐটা ক্রাকেন দৈত্য।
২১| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৪
মনিরা সুলতানা বলেছেন:  ভয়ঙ্কর ।।   
 
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৩১
শের শায়রী বলেছেন: কন কি আমার তো পেগাসাস টাকে ভালই লাগে। ইশ একটা যদি পাইতাম!
২২| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৫৭
নীরব 009 বলেছেন: চমৎকার পোস্ট। অবশ্যই প্রিয়তে ... 
ভাল লাগা রেখে গেলাম 
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৩২
শের শায়রী বলেছেন: আমার কৃতজ্ঞতা জানুন।
২৩| 
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:১৭
খুব সাধারন একজন বলেছেন: সুন্দর পোস্টের জন্য আবারো ধন্যবাদ। প্লাস।
 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৪:২৫
শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২৪| 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৬
মুদ্দাকির বলেছেন: সুন্দর++
 
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:১৬
শের শায়রী বলেছেন: ধন্যবাদ
২৫| 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৩৮
নীলপত্র বলেছেন: মেডুসা আমার খুব ভাল্লাগসে 
 আমি মেডুসা হতে চাই ( সব সময় না ... শুধু যখন দুষ্টু ছেলেরা টিজ করবে তখন ) কিভাবে হব বলেন্না প্লিজ জ জ জ জ
 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:১০
শের শায়রী বলেছেন: কোন ব্যাপার ই না আমি তো কত মেয়েকে দেখলাম মেডুসার মত ঢাকার রাস্তা ঘাটে, তাকালেই আমি পাথর হয়ে যাই
 
২৬| 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৪১
নীলপত্র বলেছেন: এই পৌরাণিক কাহিনী গুলো বাংলায় পড়তে চাই । কোন বইয়ের নাম জানা থাকলে জানাবেন।--- ![]()
 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:১২
শের শায়রী বলেছেন: বইর নাম জানি না তবে নিউ মার্কেটে নিল ক্ষেতে খোজ নিলে নিশ্চয় ই পাবেন।
২৭| 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩০
সায়েম মুন বলেছেন: কয়েকটাকে নতুন লাগলো। ক্রাকেন, মেডুসা আর পেগাসাসকে জ্যান্ত দেখেছি  ক্লাস অব দ্য টাইটান মুভিতে।  
 
ধূমায়া ব্লগিং চালায় যান বস। সাথে আছি।
 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৩৯
শের শায়রী বলেছেন: বস কি হইল না হইল বুজ্জতাছি না, লিক্কা তো যাইতেছি। আপনার মত সিনিয়রের কমেন্ট আমার কাছে অনেক কিছু
২৮| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৮:১০
কালা মনের ধলা মানুষ বলেছেন: এই পোস্ট টা মিসাইসিলাম।
সব গুলারেই চিনি। আমি মিথের কঠিন ভক্ত।
চমৎকার পোস্ট।
 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪৩
শের শায়রী বলেছেন: মুই ও ভাই। মুই ও গাজাখুরী জন্ত জানোয়ার পাইলে এর কিছু চাইনা।
২৯| 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৪
শ্বর্ণকিট বলেছেন: আপনি গোল্ডেন প্লাস পেয়েছেন ।
 
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:১৯
শের শায়রী বলেছেন: বাচাইলেন ভাই। আমার পোলা কয় আমি নাকি পচা ছাত্র। অনেক ধন্যবাদ ভাই
৩০| 
০২ রা মার্চ, ২০১৩  রাত ২:১২
সায়েন্স জোন বলেছেন: ফিনিকস পাখি গেল কোথায় ? তীব্র নিন্দা জানাতছি ধন্যবাদ সহকারে ![]()
 
০২ রা মার্চ, ২০১৩  দুপুর ১২:০২
শের শায়রী বলেছেন: পরের পর্বেই নিয়ে আসব। শুধু ধন্যবাদটুকুই নিলাম তীব্র আনন্দ সহকারে ![]()
৩১| 
৩০ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৫:৪৬
সোনালী ডানার চিল বলেছেন: 
চমৎকার পোষ্ট, খুব ভালোলাগা............
 
৩০ শে এপ্রিল, ২০১৩  বিকাল ৫:৫০
শের শায়রী বলেছেন: আহ প্রায় তিন মাস আগের পোষ্ট এ আপনি এসেছেন।
বেশ লাগে পুরানো পোষ্টে মন্তব্য করতে। ভাল থাকুন।
৩২| 
৩০ শে এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:৪১
ক্লান্ত দুচোখ বলেছেন: প্রায় সবগুলার সাথেই আমার দেখা হইছে! অবশ্য মুভিতে!
ক্রাকেন  কে দেখছি দুই যায়গায়, pirates of the caribbean dead man chest এ দেখায় একটা অক্টোপাস হিসেবে, আর clash of the titans এ আপনার দেয়া ছবিটার মত এক দৈত্য যার অক্টোপাসের মত সূর আছে। যেখানে পার্সিয়াস মেডুসার কাটা মাথা দেখায়ে ঐ ক্রাকেন কে মারে।
আমিত কে কোথাও দেখি নাই।
আনুবিস কে দেখিছি The Mummy এবং scorpion king এ
ক্যান্সার, উহু দেখি নাই।
সেন্টর কে দেখছি Hercules: The Legendary Journeys তে।
সারবিরাস দেখছি wrath of the titans এ। মুভির শুরুতেই পার্সিয়াস একে মেরে ফেলে। 
চাইমেরা  সরাসরি দেখি নাই, কিন্তু Mission: Impossible II তে একটা ভাইরাসের নামকরন করে এর নামে।
সাইক্লোপস  wrath of the titans এ জঙ্গলের ভিতর এক চোট হাতা-হাতি হয়।
 মিনোটোর দেখছি The Chronicles of Narnia এ
পেগাসাস clash of the titans এবং wrath of the titans  
ধন্যবাদ।
 
৩০ শে এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:২৭
শের শায়রী বলেছেন:  আরে ব্রো আপনি তো দেখছি প্রায় সবার সাথেই দেখা  করে ফেলছেন।
ভাল থাকুন।
৩৩| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ক্র্যাকেন কে প্রথম দেখি  'পাইরেটস অফ দ্যা ক্যারিবিয়ান' মুভিতে ! কি ভয়ঙ্কর।  আমার ধারণা সাগরে সত্যি ই আছে।  
আচ্ছা , হাইড্রার মতো  বিখ্যাত প্রাণী বাদ পড়ে গেলো কিভাবে ?
 
০১ লা ডিসেম্বর, ২০১৯  রাত ২:২৩
শের শায়রী বলেছেন: ঠিক বলেছেন, হাইড্রা বাদ পরে গেছে, এবং সেটা পুরোপুরি লেখকের অসাবধনাতায়। পুরা দায় আমার ঠিক করে দেব অতি শিঘ্রি। ধন্যবাদ নোটিশ করার জন্য।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:৫৩
ইয়ার শরীফ বলেছেন: আনুবিস এর কথা সুনে ছিলাম
ধন্যবাদ আপনার এমন তথ্যপূর্ণ পোস্ট এর জন্য