| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শের শায়রী
	হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
![]()
১৯২০ সালের আগে প্রায় তিনশো বছর সিসিলি তে যত অভিজাত মারা যেত তাদের খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবর না দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হত শব সংরক্ষনাগারে এক ক্যাটাকম্ব বলে। দেয়ালের শেলফে থরে থরে সাজানো থাকে এই সব মৃতদেহ। 
![]()
কালের ধাক্কায় যদিও এর গায়ে কোন মাংস নেই, অনেকের হয়ত গায়ের পোষাক ও ধুলো হয়ে গেছে। কেউ দাড়িয়ে, কেউ বসে, বাচ্চারা খেলা করছে। বিভিন্ন ভঙ্গিতে আছে মৃতরা। সিসিলির এই ক্যাটাকম্বে প্রথম সংরক্ষিত হয় ফাদার সিলভেস্ত্রো দ্য গাভিও ১৫৯৯ সালে।
![]()
একই সময় সংরক্ষিত হয় ৪০ জন সন্ন্যাসীর মৃতদেহ। বলা হয় ওই সময় প্লেগ আক্রান্তদের সেবা দিতে গিয়ে ওই সন্ন্যাসীরাও আক্রান্ত হন প্লেগে আর মারা যান কাছাকাছি সময়।আর এই সময় থেকেই ক্যাটাকম্ব পরিচিত হয় এক পবিত্র ভাব গম্ভীর্যপূর্ন এলাকা হিসাবে। আর তৎকালীন ধনীরাও লালায়িত হয়ে ওঠেন এখানে তাদের মৃতদেহ সংরক্ষনের জন্য। কালক্রমে ক্যাটাকম্ব হয়ে ওঠে বড়লোকদের গোরস্থান।
![]()
মৃতদেহগুলো প্রথমে এক বিশেষ সেলারে ভরে রাখা হত টানা এক বছর। ওই সময়ের মধ্যে লাশ থেকে সব জলীয় বাস্প ঊড়ে যেত। তারপর রোদে শুকিয়ে মৃতদেহ গুলোকে গোসল করানো হত ভিনেগারে। তারপর সুন্দর করে জামা কাপড় প্রিয়ে এই আধুনিক মমিগুলোকে দাড় করিয়ে অথবা বসিয়ে দেয়া হত।
উনিশ শতকে মৃতদেহ সংরক্ষনে এসেছে নতুন পদ্বতি। তখন মৃতদেহগুলোকে গোসল করানো হত আর্সেনিক বা মিল্ক অভ ম্যগ্নেশিয়ায়। যাতে ত্বক আরো সতেজ দেখাত। তবে এসব নিয়ে এখন কার ধর্ম যাজকরা আর মুখ খুলতে চায় না।
![]()
১৮৮০ সালে এসে মৃতদেহ সংরক্ষন করা বন্ধ হয়ে যায়। তাই যে সব মৃতদেহ ঠিক মত সংরক্ষন করা হয়নি, সেগুলো পচে গলে একাকার। এরপর এক মাত্র ব্যাতিক্রম রোজেলিয়া লোম্বার্ডো। মাত্র দু বছর বয়সে ১৯২০ সালে এই ফুটফুটে মেয়েটি মারা যায়। এর উদভ্রান্ত চিকিৎসক বাবা ইঞ্জেকশন দিয়ে রোজেলিয়াকে সংরক্ষন করেন একটি কাচের কফিনে।  
![]()
ভাল কথা ক্যাটাকম্ব লাশ সংরক্ষন কিন্তু ভূগর্ভে হত। উপরে প্রার্থনাগার। তাছাড়া সিসিলি ক্যাটাকম্ব এ শুরুর দিকে ৪০০ সন্ন্যসী ছিল থেকে এখন মাত্র ৪০ জন অবশিষ্ট। কালের বিবর্নতায় লাশের জাদুগর নিজেই লাশ হয়ে যাচ্ছে। শুধু সিসিলিই না পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ক্যাটাকম্ব ছিল।  
![]()
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৯
শের শায়রী বলেছেন: হ ভাই পুরাই আজীব।
২| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৭
সঞ্জয় ঢাকা বলেছেন: ভাল লাগলো ।
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:৩০
শের শায়রী বলেছেন: কন কি এই জিনিস ভাল লাগলো। ভালো
৩| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:৩৭
শায়মা বলেছেন: রোজেলিয়া লোম্বার্ডর ছবি দেখে মনে হয় যেন ঘুমিয়ে আছে বেবিটা।
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:৩৯
শের শায়রী বলেছেন: ঠিক বলেছ বোন। এইটাই শেষ মমি ।
৪| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন: 
 
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
 
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪১
শের শায়রী বলেছেন: হ ভাই
৫| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪১
ইয়ার শরীফ বলেছেন: ভুই পাই
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:৪৭
শের শায়রী বলেছেন: বাম হাতের তালুতে নিয়া একটু লবন খান দেখবেন ভয় কমে গেছে
৬| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:৫৯
আশিক মাসুম বলেছেন:  
  
 
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:০২
শের শায়রী বলেছেন: রাগ করলেন নাকি ভাই? 
 
৭| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩০
জাকারিয়া মুবিন বলেছেন: ভাই, ঐখানে মমির ভূত নাই!??! 
  
 
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:০৭
শের শায়রী বলেছেন: অল্প দু' চারটা আছে ভাই অবশ্য ই? ক্য ভাই ভূত লাগবো নাকি? খাড়ান ভূত আনতে আছে।
৮| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৭
সাদা রং- বলেছেন: বাচ্চাটার জন্য মায়া লাগল
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:০৮
শের শায়রী বলেছেন: বড্ড কোমল আপনি। ভাল লাগল আপনার সংবেদনশিল মনের পরিচয় পেয়ে
৯| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৪
মহামহোপাধ্যায় বলেছেন: মইরাও শান্তি নাই ![]()
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:০৯
শের শায়রী বলেছেন: হরে ভাই মইরাও টানাহেচড়া
১০| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:৪০
অস্থির ভদ্রলোক বলেছেন: মরবি মর এতো টাকা খরচ করার দরকার কি। আমারে দে আমি শের শায়রী ভাইরে লইয়া হাকিমে খিচুড়ি খাইয়া আই।  
  
  
 
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:১১
শের শায়রী বলেছেন: ভাই দেখেন এট্টু ঘরোয়ায় নেয়া যায় না, মতিঝিল ঘরোয়ার খিচুড়ী! ভাই রে সাগরে লাফ দিয়া এখনই ঘরোয়ায় যাইতে মন চায়।
১১| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১১
ঝটিকা বলেছেন: আমার ফ্রান্সের ক্যাটাকমে যাওয়ার সুযোগ হয়েছে। পুরোটা মাটির ৮-১০ তলা নিচে। কি যে গা ছমছমে অনুভুতি!!!
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:১২
শের শায়রী বলেছেন: হ্যা ঝটিকা যে কোন ক্যাটাকম্বে গেলেই গা ছমছমে ভাব। খুব ইচ্ছে আছে ওখানে যাবার।
১২| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:২০
মুনসী১৬১২ বলেছেন: ওরে বাবা
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:১৩
শের শায়রী বলেছেন: ওরে মা!!!
১৩| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৫১
বাকপ্রবাস বলেছেন:  
 
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:১৫
শের শায়রী বলেছেন: হ ভাই।
১৪| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৯
শূন্য পথিক বলেছেন:  
  
  
  
  
  
  
  
  
  
 
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:১৬
শের শায়রী বলেছেন: এই ডাই ঘটনা ভাই
১৫| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:৫০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: কত বিচিত্র
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৩৫
শের শায়রী বলেছেন: হ্যা ভাই দুনিয়াটা বড় বিচিত্র।
১৬| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:৫২
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন:  
  
  
  
  
  
  
  
 
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৩৯
শের শায়রী বলেছেন: জ্বি ভাই।
১৭| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে!! অতি! ভয়ংকর!!
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৫:৪৩
শের শায়রী বলেছেন: ভৌতিক ও বটে!!!
১৮| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৩৯
*কুনোব্যাঙ* বলেছেন: আপনার পোষ্ট মানেই নতুন কিছু জানা। 
অষ্টম ভালোলাগা ![]()
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:০৪
শের শায়রী বলেছেন: আপ্নার মন্তব্য আমাকে অনুপ্রানিত করে। ধন্যবাদ ব্রো
১৯| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৪১
রামিজের ডিপফ্রিজ বলেছেন: যেসমস্ত পাঠক এতেই চমকে উঠছেন, তাঁদের উদ্দেশ্যে প্যারিসের ক্যাটাকমের কিছু ছবি দিলে ভাল হয়। সেখানে খুলিই আছে প্রায় ৯০ লক্ষ।
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:০৭
শের শায়রী বলেছেন: আমি শিওর উৎসাহী পাঠকরা ঠিকই খুজে বের করে নিবে। অনেক ধন্যবাদ ব্রো ।
২০| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: ৯ম ভালো লাগা।
মরা মানুষ সংরক্ষণ কর্মসূচীতে মন দিয়েছেন নাকি?
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:১১
শের শায়রী বলেছেন: নারে ভাই সা.... সর্যি সেলিম আনোয়ার 
  ড্রিলিং দিয়ে বাচার জন্য এই দিকে মন দিছি। কি খবর? তুমি কি আমার ফেবু তে আছ?
২১| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৪৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: নতুন কিছু জানলাম - +++
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:৪৭
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো
২২| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:৫৭
স্বপনবাজ বলেছেন: মরণ দেহের নয় আত্বার হয় ! ব্যাপারটা আজিব ও আকর্ষনীয় !
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:৪৮
শের শায়রী বলেছেন: তাই ভাই ঠিক বলেছেন।
২৩| 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১২:৩৯
তারছেড়া লিমন বলেছেন: বিচিত্র মানুষ আর বিচিত্র তাদের খেয়াল..............
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:৪৯
শের শায়রী বলেছেন: ঠিক ব্রো
২৪| 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৪:১৯
ফারিয়া বলেছেন: মোটামুটি লেগেছে। আফটার অল, মমি দেখলেই ভুতের কথা মনে হয়! ![]()
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ৭:৩৫
শের শায়রী বলেছেন: মমি তো ভুত ই। ভুত যার শরীর আছে ![]()
২৫| 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:১১
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ডরাইচি
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:০৮
শের শায়রী বলেছেন: বাম হাতের তালুতে নিয়া একটু লবন খান দেখবেন ডর কমে গেছে
২৬| 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৬:১৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 
অনেএএএক ভাল লাগল। 
 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  দুপুর ২:০৯
শের শায়রী বলেছেন:  এ তো আচ্ছা মেয়ে নিজে দেয় ফুলের ছবি মেঘের ছবি আর আমার লাশের ছ বি দেখে কিনা বলে এক ভাল লাগল 
    
    
    ![]()
২৭| 
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১০:৩৪
মাহী ফ্লোরা বলেছেন: আমি এ সম্পর্কে কিছুই জানতাম না। আপনাকে অনেক বেশি ধন্যবাদ।
 
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩  ভোর ৪:১৩
শের শায়রী বলেছেন: আপ্নার মত ব্লগার যখন ধন্যবাদ দেয়, তখন সেটা আমার মত মানুষের জন্য অশেষ পাওয়া। ভাল থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৫
ফয়ছাল আহমেদ বলেছেন: ki ajob