নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

উইকিপিডিয়া পড়লে মনে হবে ৭১ এর ঘাতকরা ফেরেশতা লিঙ্ক দেখুন ( সবাই কে পড়ার অনুরোধ জানাচ্ছি)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

একটি গুরুতর অভিযোগ উইকিতে কি আপনার, গো আযম, নিযামী এদের নিয়ে লেখা গুলো পড়ছেন? না পড়লে একটু পড়ুন। লিঙ্ক গুলো দিচ্ছি।



গো-আ http://en.wikipedia.org/wiki/Ghulam_Azam

নিযামী Click This Link

মুজাহিদ http://en.wikipedia.org/wiki/Ali_Ahsan_Mujahid

কামারুজ্জামান Click This Link

কাদের মোল্লা Click This Link

বাচ্চু রাজাকার Click This Link)

সাকা Click This Link



কি বুজলেন? উনারা আসলে ফেরেশতা। উইকিপিডিয়াতে জামাতী রাজাকারদেরকে ফেরেশতা বানাতে জামাত গত ৬ মাস ধরে কাজ করেছে, পেইড লেখকদেরকে অনেক টাকা দিয়ে এসব নিবন্ধ ধুয়ে মুছে সাফ করেছে, শোনা যাচ্ছে জামাত বেশ মোটা টাকায় একটি বিদেশী পাবলিক রিলেশন্স ফার্মকেও এই কাজটা দিয়েছে।



ওখানে পড়লে মনে হয় এরা নিরীহ গো বেচারা। এদেশে এরা অন্যয়ের শিকার। একজন বিদেশি যখন এটা পড়বে কি মনে করবে? এ অবস্থা কে পরিবর্তন করবে? আপনি…… আমি। শুরু হোক সত্য জানানোর যুদ্ধ বিশ্ববাসীকে।



কি ভাবে উইকিতে কাজ করবেন?

১। কোন নিবন্ধে কী কী ভুয়া তথ্য আছে, সেগুলা খুঁজে বের করুন

২।কী তথ্য ঢুকাতে হবে তা চিন্তা করে দেখুন আর গুগলে একটা সার্চ দিয়ে পত্রিকার রেফারেন্সটা বের করে নিন

৩। তার পর সেই তথ্যটা এডিট বাটনে ক্লিক করে যোগ করে দিন।

চলুন সবাই মিলে ঝাপিয়ে পড়ি

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইরে দেখলাম হাসুম না কান্দুম বুঝতাছিনা

তয় শুরু হোক সত্য জানানোর যুদ্ধ বিশ্ববাসীকে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

শের শায়রী বলেছেন: প্রদীপের নীচে অন্ধকার

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

জ্ঞাতিবৈর বলেছেন: ওখানে এডিট করার অপসন আছে, অসংতি দূর করুন। দায়িত্ব আমাদেরই নিতে হবে। বাইরের মানুষ এটা দেখে বিভ্রান্ত হবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

শের শায়রী বলেছেন: সহমত

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

আমি মুখতার বলেছেন: ভাই, আজকে উইকির হেল্পের দরকার ছিল ওদের বিরুদ্ধে কিছু তথ্য প্রমান লাগবে। গিয়া দেখি........................ বাঁশ।

X( X( X( X( X(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

শের শায়রী বলেছেন: এটা একটা খুব জরুরী বিষয়। সবার নজর দিয়া উচিত

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

তারছেড়া লিমন বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

ভাইরে দেখলাম হাসুম না কান্দুম বুঝতাছিনা

তয় শুরু হোক সত্য জানানোর যুদ্ধ বিশ্ববাসীকে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১

শের শায়রী বলেছেন: প্রদীপের নীচে অন্ধকার

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: দেখলাম ...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

শের শায়রী বলেছেন: তো আশা করি আপনাদের হাত দিয়ে এই অন্যায় দূরীভূত হবে

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

ইখতামিন বলেছেন: দেখেছি. জেনেছি. সতর্ক হয়েছি....

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

শের শায়রী বলেছেন: ব্রো সবাই কে একটু ব্যাপার টা জানান।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++ ও প্রিয়তে । সময় করে গদাম দিবো । দাঁড়ান ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

শের শায়রী বলেছেন: আমি শুরু করছি। শালাদের শিক্ষা দিতে হবে।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৭

সীমানা ছাড়িয়ে বলেছেন: এই বিষয়টা রাগীব ভাইকে জানানো উচিত। ওনার উইকিতে ইনফ্লুয়েন্স আছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

শের শায়রী বলেছেন: প্লিজ আপনি রাগীব ভাইকে জানান, আমি উনাকে জানি না।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

বোকামন বলেছেন: জ্ঞাতিবৈর বলেছেন: ওখানে এডিট করার অপসন আছে, অসংতি দূর করুন। দায়িত্ব আমাদেরই নিতে হবে। বাইরের মানুষ এটা দেখে বিভ্রান্ত হবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

শের শায়রী বলেছেন: চলুন সবাই মিলে ঝাপিয়ে পড়ি

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

রাগিব বলেছেন: আমাকে জানানোর তো কিছু নাই ভাই, এইটা আমারই ফেইসবুক স্ট্যাটাস এখানে শোভন পোস্ট করেছেন :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

শের শায়রী বলেছেন: এই তো আপনাকে পেয়েছি রাগিব ভাই আপনার ফেবু কাইন্ডলি আমাকে দেবেন? আমি আপনার সাথে এ্যাড হতে চাচ্ছি। জ্বি এটা আপনার। ধন্যবাদ। আপনার অনুমতি নিতে পারি নি দেখে ক্ষমা করবেন। আর যেখান থেকে নিয়েছি সেখানে আপনার নাম উল্লেখ্য ছিল না। আর ওই মুহুর্তে আমার মনে হচ্ছিল ব্যাপারটা সবার সাথে শেয়ার করা দরকার। ভাল থাকুন ব্রো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.