নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

কমান্ডো- পৃথিবীর কয়েকটি সেরা কমান্ডো টিম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯



প্রত্যেক সেনাবাহিনীতে বিশেষায়িত এক ধরনের যোদ্ধা থাকে যাদের কমান্ডো নামে অভিহিত করা হয়। এরা যে কোন পরিস্থিতে যে কোন স্থানে যুদ্ধ করতে সক্ষম। চলুন দেখি পৃথিবীর ভয়ঙ্কর কিছু কমান্ডো বাহিনী



স্পেৎনাজ



দুনিয়ার যত কমান্ডো বাহিনী আছে তার মধ্যে স্পেৎনাজ এর বিষেশত্ব হল এদের ট্রেনিং এর ধরন। দুনিয়ের স্বাভাবিক যত প্রশিক্ষন আছে তা এরা তো নেয়ই, আর নেয় ব্যাথা সহ্য করার স্পেশাল ট্রেনিং। ট্রেনিং এর সময় অবশ্যই এদের শরীরের কোন একটা অংশ ভেঙ্গে ফেলা হয় যেটা এদের ট্রেনিং এর অংশ। এদের দাবী হল ব্যাথাকে ভয় পেয় না, ব্যাথাকে আনন্দ পাওয়ার উপকরন হিসাবে দেখ। দুনি্যার আর কোন কমান্ডো গ্রুপের মধ্যে এই বিভৎস ট্রেনিং নাই।



এই পৈশাচিক অংশের মধ্যে আছে পাজরের হাড়, আঙ্গুল, মেরুদন্ড ভেঙ্গে ফেলা, এটা কমান্ডো ট্রেনিং এর শেষ পর্যায়ে ঘটে পরে চিকিৎসা করে ভাল হলে সে এক জন স্পেৎনাজ হয়। এরা রুম টু রুম বা মুখোমুখি যুদ্ধে দুনিয়েরা শেষ্ঠ। এরা কমান্ডো অভিযানের পাশাপাশি খুব উচ্চপদস্থ রাজনৈতিক নেতাদের বডিগার্ড হিসাবে ও নিয়োজিত। নিশ্চয় ই বলতে হবেনা স্পেৎনাজ রশিয়ার এলিট বাহিনী।



ফ্রেঞ্চ ন্যাভাল কমান্ডো




দ্বিতীয় বিশ্বযুদ্বের অফিসার জ্যকুইস দ্য কস্তার হাত ধরে ফ্রেঞ্চ ন্যাভাল কমান্ডো গ্রুপ প্রতিষ্ঠা লাভ করে। এরা নিজেদের কে ‘বেরেতস ভার্ত’ নামে পরিচয় দেয়। ফ্রেঞ্চ ন্যাভাল কমান্ডো ছটি ফরর্মেশনে বিভক্ত, Hubert, Trepel, de Montfort, de Penfentenyo, Jaubert, and Kieffe। প্রত্যেক ফরর্মেশন আলাদা আলাদা যুদ্ধে বিশেষজ্ঞ, কেউ আন্ডার ওয়াটার যুদ্ধে, কেউ ক্লোজ কমব্যাটে, কেউ স্নাইপিংয়ে, স্নাইপিংয়ে বিশেষজ্ঞরা আবার মিসাইল ছোড়ায় ও ওস্তাদ।



মারসক (MARSOC)




এক মাত্র ইউ এস মেরিনের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা এই বাহিনীতে আসার যোগ্যতা রাখে। এদের প্রাথমিক মিশন হল ঝুকিপূর্ন ক্ষেত্র পরিদর্শন সরাসরি এ্যাকশন, বিদেশে গোপনে ঢুকে যুদ্ধ পরিচালনা করা।



এদের ট্রেনিং চারটি ফেজএ বিভক্ত, ফেজ ওয়ান training, survival, evasion, resistance, escape (SERE), এরা বরফ থেকেও আগুন উৎপন্ন করতে পারে, বরফকে হাতের তালুতে নিয়ে গরম করে বিশেষ প্রক্রিয়ায় লেন্সের আকৃতি দিয়ে সেই লেন্সকে ম্যাগনিফাইয়িং গ্লাস হিসাবে ব্যাবহার করে সৌর শক্তির সাহায্যে আগুন ধরায় পুরো প্রক্রিয়াই কোন রকম কোন মানুষ্য তৈরী যন্ত্রপাতি ব্যাবহার করা হয় না। এরপর তাদের শুরু হয় ফিজিক্যাল ট্রেনিং নেয়া আর খালি হাতে যুদ্ধ প্রশিক্ষন। খালি হাতে যুদ্ধের মধ্যে Jeet Kune Do, Wing Chun, Karate, Jiu-Jitsu, even Pankration. Then, Sayoc Kali। সায়ক কালি হল ফিলিপিনোদের বিশেষ চাকু ফাইট।



ফেজ টুতে হল, লক্ষ্যভেদে পারদর্শীতা, পানির নীচে বিস্ফোরক বসানো, ঝুকিপূর্ন এলাকা ঝুকিহীন ভাবে ঘুরে আসা। ফেজ থ্রি হল ফেজ টুর কন্টিনিউশন কিন্তু সাথে রেডিও বাবহার ও সাটেলাইট ব্যাবহার এর এ্যাডভান্স ট্রেনিং। ফেজ ফোর হল ‘anything goes’। যে কোন পরিস্থতিতে যে কোন ধরনের বিপদের মুখোমুখি হওয়া। এর পরেই একজন মারসক কমান্ডো আত্মপ্রকাশ করে।



এম আই-৬




জেমস বন্ডের সংস্থা। এ সংস্থা এম আই-৫ এর সাথে খুব গোপনে কাজ করে, এদের কাজের অন্যতম কাজ হল কাউন্টার ইন্টেলেজিন্স, কাউন্টার এসপিওনাজ। এম আই-৬ এর এজেন্টার সারা দুনিয়ায় ছড়িয়ে আছে এদের কাজ হল ব্রিটেনের বিরুদ্ধে যে এই কাজ করবে তাদের সে খানে খুন করা।



এদের হেডকোয়ার্টার হল লন্ডনের ভক্সহল ক্রস। এখানে যেয়ে আপনি যদি জিজ্ঞেস করেন বন্ডের ব্যাপারে, তাদের এক মাত্র মুখস্ত উত্ত্র শুনবেন ‘নো বন্ড, ওহ শিট ভেরী বোরিং জব’। এর যখন অপারেশনে যায় সম্পূর্ন গেজেট ( মারানাস্ত্র) সজ্জিত হয়ে যায় আসলে জেমস বন্ড কিন্তু বাস্তবতার নিরিখেই লিখিত।



সায়াতেত ১৩




এর মানে হল ‘ফ্লোটিলা-১৩’। এদের স্লোগান ও ইসরাইলী সেনাবাহিনীর অনূরূপ। ‘হলোকাষ্ট নেভার এগেইন’। এরা মঝা করে বলে ‘When the going gets tough, the Jews get pissed.’

সায়াতেত ১৩ ইসরাইলের অন্যতম এলিট ইউনিট, এরা জিম্মি উদ্ধারে বিশেষ পারদর্শী, পৃথিবীর যেকোন দেশে যে কোন সময় এর খুন করতে প্রস্তুত। এদের মিশন লোক সমক্ষ্যে প্রকাশ করা হয় কিন্তু এদের কোন সদস্য কখনো লোক সমক্ষে আসেনা। এদের সবচেয়ে প্রচলিত জনপ্রিয় অপারেশন ১৯৭২ সালে মিউনিখ অলম্পিকে যখন ফিলিস্তিনি গেরিলারা এদের অলম্পিয়ানদের মেরে ফেলে তখন এরা সারা পৃথিবী ঘুরে সেই সব ফিলিস্তিনিদের খুন করে।



বন্ধুক যুদ্ধের পাশাপাশি এরা ইসরাইলি খালি হাতের মারামারি “রাভ মাগা” এ দক্ষ। এই কমান্ডো গ্রুপ যখন বের হয় তখন শূধু খুন করার জন্যই বের হয়।



গ্রীন বেরেটা




ইউ এস আর্মির স্পেশাল ফোর্স। এরা সাধারনত সবুজ বেরেট পরে। এদের কাজ ও অনেকটা ব্রিটেনের এম আই-৬ এর মত। দেশ বিদেশ যারাই আমেরাইকার জন্য থ্রেট তাদের খতম করা।



এরা কখনো কখনো সরাসরি যুদ্ধ না করে স্থানীয়দের ট্রেনিং দিয়ে দুই বিবাদমান গ্রুপের মধ্যে যুদ্ধ বাধাতে শুরু করে যা তারা আফগানিস্থান, ভিয়েতনাম, কোরিয়ায় করেছে। এদের কাজ ও অনেক টা গুপ্তচরের মত। যারাই এই এলিট ফোর্সে আসতে চায় তাদের যোগ্যতা ১২ টি বিষয়ের ওপর থাকতে হয় ‘intelligence, physical fitness, motivation, trustworthiness, accountability, maturity, stability, judgment, decisiveness, teamwork, influence, and communications’ আবেদন করার মাত্র ৪০% এর এই যোগত্য থাকে।



এদের ট্রেনিং ভীষন কষ্ট সাধ্য। একটা উদাহরন দেই তাদের হাতে একটা জীবিত মোরগ সহ ৪০ মাইলের পথ পাড়ি দিতে হয় যেখানে পদে পদে ট্রেইন্ড গ্রীন বেরেটা তাদের বাধা সৃষ্টি করে। এই ৪০ মাইল তাদের শুধু একটা কম্পাস দেয়া হয় আর ওই জীবিত মোরগ। বেশির ভাগ সময়ই দেখা যায় ট্রেইনি ওই মোরগ আগুনের অভাবে কাচা খেয়ে ফেলে।



নেভী সীল



ইউ এস আর্মির সব চেয়ে এলিট গ্রুপ। পুরা ইউ এস আর্মিতে মাত্র ২০০০ নেভী সীল আছে। আমার জানা মতে বাংলাদেশে মাত্র ২৯ জন সীল ট্রেনিং করেছে। অন্যান্য কমান্ডো গ্রুপ যে সব ট্রেনিং করে এদের তা সবই নিতে হয় কিন্তু অনেক বেশী মাত্রায় কারন এরাই যে শ্রেষ্ঠ। এদের শারীরিক যোগ্যতা এদের সুপার হিউম্যানে পরিনত করে। সদস্যরা ১৭ থেকে ২৮ বছর বয়সী। কমপক্ষে এক বছর সীল ট্রেনিং নিতে হয়।



দেখুন এদের যোগ্যতা

500 yd (460 m) swim using breast or combat sidestroke in under 12:30 with a competitive time of under 10:30.

At least 42 push-ups in 2 minutes with a competitive count of 79 or more.

At least 50 sit-ups in 2 minutes with a competitive count of 79 or more.

At least 6 pull-ups from a dead hang (no time limit) with a competitive count of 11 or more.

Run 1.5 mi (2.4 km) in boots and trousers in under 11:30 with a competitive time of 10:20 or less.



২৪ সপ্তাহ ফিজিক্যাল ট্রেনিং, মাইন যুদ্ধ, ডাইভিং এর ট্রেনিং এর পর ২৬ সপ্তাহ সীল কোয়ালিফিকেশন ট্রেনিং যার মধ্যে প্যারাসুট ট্রেনিং থেকে, SERE, হাতাহাতি যুদ্ধ কি নেই। এরা পৃথিবীর অন্যতম সেরা যোদ্ধা।

এর বাইরে আছে, ইউ এস আর্মি রেঞ্জার, ডেল্টা ফোর্স, ব্রিটিশ SAS বাহিনী।

মন্তব্য ৬৮ টি রেটিং +২২/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

এক্সপেরিয়া বলেছেন: আমাদের SWAD সবচেয়ে সেরা ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

শের শায়রী বলেছেন: একমত

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

এক্সপেরিয়া বলেছেন: আমাদের SWAD ই সবচেয়ে সেরা । বরাবরে মত তথ্য সমৃদ্ধ পোষ্ট । প্লাস ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

শের শায়রী বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

*কুনোব্যাঙ* বলেছেন: ++++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কু ব্রো

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

রবি কিরণ বলেছেন: পোস্টটি প্রিয়তে রেখে দিলাম
তথ্য বহুল পোষ্ট।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

খান মেহেদী ইমাম বলেছেন: ভাই আমগো গুলাও কম যায় না। তবে ভাই একটা টিম ধার দেন দেশটারে ছাগু মুক্ত করতে হইবও।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

শের শায়রী বলেছেন: কেন ভাই বিনা ট্রেনিংয়ে আমাদের কমান্ডোরা যে ভাবে যাপাইয়া পড়ছে, পৃথিবীর যে কোন ক মান্ডোরা লজ্জা পাবে এদের দেখে আমার কাছে এদের থেকে বড় কমান্ডো আর নাই

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

ঘাসফুল বলেছেন: চমৎকার লেখা...

...৬...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

শের শায়রী বলেছেন: ধন্যবাদ

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আমার মতে সর্বকালের সেরা হল স্পেৎনাৎয্‌। কারণ ইতিহাসে এরাই সবচেয়ে বেশী যোগ্যতার প্রমাণ রাখসিলো।

স্নায়ু যুদ্ধের সময় এরা আমেরিকানদের নাকানি চুবানি খাওয়ায় ছাড়সিলো।

আর ভিয়েতনামের কথা আর কি বলব।

তবে নেভী সিলও মারাত্মক। বর্তমান যুগের সেরা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

শের শায়রী বলেছেন: ভাই এই স্পেৎনাৎয্‌ কিন্ত ভাল মাইর খাইছিল আফগান যুদ্ধে।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

ইয়ার শরীফ বলেছেন: স্পেৎনাৎয্‌ দের দিন কি ফুরিয়ে গেল?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

শের শায়রী বলেছেন: না এখন ও আছে

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

লিন্‌কিন পার্ক বলেছেন: +++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

শের শায়রী বলেছেন: ধন্যবাদ

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

গোসাই বলেছেন: অনেক কিছু জানলাম ,পোষ্টে +++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

শের শায়রী বলেছেন: ধন্যবাদ গোসাই

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

রাইসুল নয়ন বলেছেন: দারুণ পোস্ট ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:
তথ্য বহুল পোস্টে +++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার। আপনার ব্লগটাকে প্রিয় ব্লগ বানিয়ে ফেলছেন ধীরে ধীরে। বুঝতে পারছি, অনুসরনে নিয়ে ভুল করিনি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

শের শায়রী বলেছেন: এ আমার পরম সৌভাগ্য ব্রো

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

মনিরা সুলতানা বলেছেন: স্পেৎনাজ , ভাল পাইছি ;)

ভাবতাছি আমার ব্লগ এর আই ।ডি ...

নিরাপত্তার দায়িত্ব এদের হাতে দিব :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

শের শায়রী বলেছেন: বাড়ীর গেটে ও ২/৪ ডা রাখতে পারেন, কি কথা কমুনি আমার স্পেৎনাজ গো লগে?

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

আমি কবি নই বলেছেন: ভাই শুধু যদি কমান্ডো টিম হিসেবে র‌্যাংক করেন তাইলে আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি, দুনিয়ার সেরা কমান্ডো টিমের মধ্যে প্রথম তিনটা- SWEAD/SEAL/DELTA (US), SAS (UK), SPENTZNAZ (USSR). এর মধ্যে সীল আর ডেল্টার ব্যাপারে একটু সন্দেহ আছে। আর প্রথম তিনটাকেই আমি ১ নাম্বারে রাখবো। এরপর বাকী গুলো। MI6 এর যে ইউনিট স্পেশাল অপারেশনে অংশ নেয় তাদের সব মিলিয়ে কমান্ডো বলা যায়না। আমাদের সোয়াড কিন্তু ব্যাপক সুনাম করেছে বিভিন্ন ড্রিলে। পোস্টে +++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

শের শায়রী বলেছেন: ভাই এইটা কোন সিরিয়াল করি নাই আসলে এরা প্রত্যেকেই এত হাইলি ট্রেইন্ড এদের পার্থক্য ১৯/২০। আমাদের সোয়াদ কিন্তু এদের মত হাইলি ইকুইপড না এরা যা দেয় তা দিয়ে আমারা সন্তষ্ট থাকি। শারিরীক সক্ষমতা হয়ত আমাদের আছে কিন্তু টেকনিক্যালি আমরা পিছনে

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

তারছেড়া লিমন বলেছেন: ভাই এবার কি জানেন না এটা নিয়ে পোষ্ট দেন ;) ;) ;) ;) ;)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

শের শায়রী বলেছেন: হা হা হা হা ভাই এটা যে আমার জন্য কত বড় কমপ্লিমেন্ট আমি জানি, ত বে কি জানেন আমি আসলে খুব কম জানি।

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

রাতুল_শাহ বলেছেন: দারুণ পোষ্ট দিয়েছেন তো। অনেক ভাল লাগলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

আমি কবি নই বলেছেন: টেকনিক বলতে ঠিক বুঝাতে চাইলেন বুঝলামনা। তবে যদি ওয়র স্ট্রাটেজি মীন করেন তাইলে বলবো এইক্ষেত্রে আমাদের সামরিক বাহিনীর সুনাম দুনিয়াব্যাপী। একটা ছোট উদাহরণ দেই। মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়া (জেড ফোর্স) কামালপুরের যুদ্ধে সমস্ত প্রতিকূলতার বিরূদ্ধে থেকেও পাকিদের হারিয়ে দেন। উনার স্ট্রাটেজি এতই অনন্য সাধারন ছিলোযে এই রণাঙ্গনের ট্যাকটিকস উপমহাদেশের সব ডিফেন্স ফোর্সের অবশ্য পাঠ্য, এমনকি পাকিদের ও।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

শের শায়রী বলেছেন: টেকনিক মীন হার্ডওয়ার বুজাচ্ছি, ওয়র স্ট্রাটেজি মীন না করার মত সামান্য বুদ্ধি আমার আছে। ধন্যবাদ

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

আমি কবি নই বলেছেন: আসলে সামরিক ক্ষেত্রে টেকনিক স্ট্রাটেজি আর পলিসির জন্য ব্যবহার করা হয়, তাই একটু কনফিউজ ছিলাম, আপনি কিছু মনে করলে, দুঃখিত। আর স্পেশাল ফোর্স এবং কমান্ডোদের হার্ডওয়্যার দুনিয়া জুড়েই অলমোস্ট সমান । আমাদের বাহিনী প্রাধানত মার্কিন সরন্জাম ব্যবহার করে, আর ভাই উপরে গ্রীন বেরেটা না হয়ে, বেরেট হবে। আপনার অন্যান্য পোস্টের মত এটাও ভালো একটা পোস্ট, আশাকরি আরো ভালো ভালো লিখা পাব আপনার ব্লগে :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

শের শায়রী বলেছেন: আপনি সঠিক ওটা গ্রীন বেরেট হবে। অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

শ্বর্ণকিট বলেছেন: প্লাস

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

শের শায়রী বলেছেন: ধন্যবাদ

২২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫১

ইমাম হাসান রনি বলেছেন: আমাদের Navy Swads আর সেনা কামান্ডোরা অনেক দক্ষ । এদের অনেক সুনাম আছে ।বিশেষ করে নেভী সোয়াডস ।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮

শের শায়রী বলেছেন: ভাই পৃথিবীর সমস্ত কমান্ডোরা দক্ষ হবার জন্য ট্রেনিং প্রাপ্ত। শারিরীক ট্রেনিং প্রায় সবার একই তবে পার্থক্য আসে হার্ডওয়্যার গ্যাজেটে। ভাল থাকুন

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯

এহসান সাবির বলেছেন: দারুন লাগলো।

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯

ভবঘুরের ঠিকানা বলেছেন: +++++++

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
অসাম।
কি খবর শোভন ভাইয়া? অনেকদিন নতুন কিছু পোস্ট করেন না ||

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

শের শায়রী বলেছেন: ভাই সত্যি কথা বলতে কি ব্লগে রাজনীতির ক্যাচাল দেখে ভাল ই মজা পাচ্ছিলাম।

ওই দেখে সময় কেটে যাচ্ছিল। নিজের আর পোষ্ট দেবার ইচ্ছে জাগে নি।

তবে আবার শুরু করছি। আজ কালকের মধ্যেই দেব।

আছেন কেমন মুন ভাই?

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
মজা! হরতালের জন্য সারাদিন বাসায় বসে থাকা লাগে+লোডশেডিং এর জ্বালা। বিরক্তিকর সময় কাটতেসে রে ভাই। কবে যে এসব ঝামেলা থেকে মুক্তি পাবো ||

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭

শের শায়রী বলেছেন: বাঙালী জন্মে এই জ্বালা থেকে মুক্তি নাইরে ভাই। :)

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ব্রো

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

তাসজিদ বলেছেন: দারুন ............ দারুন।

তবে আমি যতদূর জানি MI6 commando না স্পাই agnecy.

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

শের শায়রী বলেছেন: ব্রো আসলে এই ধারনা আসছে আপনার বিভিন্ন স্পাই থ্রিলার পড়ে। আসলে MI6 এ যারাই স্পাই গিরি করেনা কেন তাদের খুব ভাল কমান্ডো ট্রেনিং থাকে।

ভাল থাকুন

২৯| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

নূর আদনান বলেছেন: খুব ভাল পোষ্ট করেছেন। তবে আমার জানা মতে এখন বর্তমান সেরা কমান্ডো হইল সীল ব্যাটারা।(আমার জানার কমতি থাকতে পারে)
ভাই জানেন আমার চরম ইচ্ছা হয় কমান্ডো হইবার :P (অনেকেরই এমন ইচ্ছা থাকে) কিন্তু হেইডা সম্ভবনা তাই তাগো ব্যপারে কিছু দেখলে ভাল লাগে

যাহোক পোষ্টের জন্য ধনে পাতা নেন।

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা জানুন ভাই

৩০| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

দি সুফি বলেছেন: SAS এর নাম না দেখে অবাক লাগল!
Spetsnaz এর উপরে কিছু নাই - এইটা মানি।

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

শের শায়রী বলেছেন: ভাই এগুলো বিভিন্ন ইন্টার নেট সাইটের রেজাল্ট থেকে নেয়া

৩১| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৭

ইসপাত কঠিন বলেছেন: আমাদের কমান্ডোদের সক্ষমতা বাড়ানো হচ্ছে। পূরনো হার্ডওয়ারগুলোকে প্রতিস্থাপন করা হচ্ছে। Night vertical envelopment এ দক্ষ করে তোলা হচ্ছে। তবে টাকা থাকলে আমাদের কমান্ডোরাও সবদিকদিয়ে সর্বশ্রষ্ঠদের কাতারে নাম লিখাতে পারবে। টাকাটা দরকার পড়বে প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য।

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

শের শায়রী বলেছেন: সম্পূর্ন এক মত আপনার সাথে

৩২| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

শের শায়রী বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ব্রাদার

৩৩| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দারুণ! এমন পোস্ট কালেকশনে না রাখলেই না !

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

শের শায়রী বলেছেন: আমি সন্মানিত ব্রো। কৃতজ্ঞতা জানবেন

৩৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০১

অাহসান শান্ত বলেছেন: impressive try though some information not right. Israel has two special forces 1.Sayeret Matkal (military special force) 2. Shin Bet (paramilitary special force). british MI6 is not a special force it's an intelligence agency (MI6 means Military Intelligence directorate no 6 who is responsible to gather foreign intel). British have SAS means Special Air Service. you forgot to mention SSG or Special Service Group, Pakistan special force moreover our commandos. "When going gets tough tough gets going" you can nt imagine what commando course is. its hell!!! after that nothing is impossible. that's why US forces come to our country for various training each year. i said enough but thanks for your article though.

২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা জানুন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.