নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
৫ম-৪র্থ খ্রীষ্ট পূঃ চীনা ও গ্রীক দার্শনিকরাই প্রথম আলোক ও ক্যামেরা সংক্রান্ত তথ্যাবলী আবিস্কার করেন। এই ধারাবাহিকতায় Ibn al Haytham এর নামও উল্লেখ্যযোগ্য তিনি তার লিখিত কিতাব আল মাঞ্জিরে ১০১১-২১ সালে ক্যামেরা তত্ত্ব ব্যাখ্যা করেন।
পৃথিবীর প্রথম ক্যামেরা বলতে আমরা Pinhole Camera- কেই বুজি। এই ক্যামেরাই আজকের আধুনিক ক্যামেরার পূর্বসূরী। কেমন ছিল pinhole camera? এটি একটি আলো নিরোধক কাঠের বাক্স, এর কোন এক পৃষ্ঠে ছোট একটি ছিদ্র হত, একটি পিন দিয়ে ছিদ্র করলে যতটুকু ছিদ্র হয় ঠিক ততটুকু, তাই এই ক্যামেরার নাম Pinhole Camera.
ছিদ্র যুক্ত তলটি আলোমুখী করে তার সামনে কোন বস্তু কে এমন ভাবে উপস্থাপন করা হত যেন এর ছায়া ছিদ্র দিয়ে প্রবেশ করে বিপরিত তলে প্রতিবিম্বিত হয়। এভাবেই সেকালে Pinhole Camera দিয়ে তখনকার দিনে পাওয়া যেত কোন বস্তুর প্রতিবিম্বিত আউট লাইন। ক্যামেরা হিসাবে কখনও ব্যবহার করা হয়েছে কাঠের বাক্স কখনো ঘর কখনো দেয়াল।
খ্রীষ্টপূর্ব ৫ম শতাব্দীতে চীনা দার্শনিক Mo Tsu প্রথম Pinhole Camera তত্ত্ব আবিস্কার করেন এবং সম্ভবত তিনিই প্রথম নেগেটিভ প্রতিবিম্ভ তৈরী ক রেন। চীনের আরো অনেক দার্শনিক পরে এ ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন বলে জ়ানা যায়। এ ব্যাপারে Tuan Chheng Shih, Yu chao Lung এর নাম উল্লেখ্য যোগ্য। গ্রীক দার্শনিকরা এ বিষয়ে যে কাজ করেছেন তার প্রমান ও আছে এ্যারিষ্টটলের ‘Problem’ নামক বিশাল গ্রন্থে। পিনহোল ক্যামেরা কে কিছুটা আধুনিক করেছেন Haytham.
ইউরোপে রেনেসাস এবং রেনেসাস পরবর্তী সময়ে বিশেষ করে ১৫ শ শতাব্দী পিনহোল ক্যামেরার বিষেশ উন্নতি সাধিত হয়। এর উন্নতি সাধনে লিওনার্ডো দ্য ভিঞ্চি অবদান অনস্বীকার্য। এই শিল্পীর বেশ কিছু পান্ডুলিপি আর স্কেচ আছে যেখানে তিনি পিনহোল ক্যামেরার কাজ ও গঠন প্রনালীর বর্ননা দিয়েছেন। ১৫৫০ সাল পর্যন্ত পিনহোল ক্যামেরায় কোন লেন্স ছিল না।
১৮২৭ সালে পিনহোল ক্যামেরা দিয়ে প্রথম ছবিটি তোলেন Joseph Nicephore Niepce। এর আগে কেউ কিন্তু পিনহোল ক্যামেরাকে ছবি তোলার কাজে ব্যাবহার করেননি, ব্যাবহার করছেন কোন বস্তু বা বিষয়ের সঠিক আউট লাইন পাওয়ার জন্য। নিপচেই প্রথম ছবি তুলেন, তিনি একটি ধাতুর পাতের ওপর বিটুমিন এর প্রলেপ দিয়ে প্রায় আটঘন্টা সূর্যের আলো বিকিরন করে ছবি তোলেন। পেন্সিল দিয়ে আকলে যেমন ছবি পাওয়া যায় পৃথিবীর প্রথম ছবিটি ছিল ঠিক তেমনি। কিন্তু সমস্যা একটা থেকেই যায় নেপচের ছবি তোলার কিছুক্ষন পরে মিলিয়ে যায়।
নেপচের এই সমস্যা দূরীভূত করতে এ গিয়ে আসেন ফ্রান্সের Louis Daguerre. ফটগ্রাফির এই ত্রুটি দূর করতে দুজনে একসঙ্গে কাজ করা শুরু করেন। এরমধ্যে ৫ই জুলাই ১৯৩৩ সালে মারা যান নেপচে, দ্য গুরে ১৮৩৯ সালে Daguerretype নামক এক ফটোগ্রাফিক পদ্ধতি আবিস্কার করেন, যার ফলে সিলভারের প্রলেপ দেয়া কপারের পাতে তোলা ছবি মূছে যাবে না, শুধু তাইনা এই পদ্ধতিতে মাত্র কয়েক মিনিট আলোর বিকিরন করলেই হয়। এই কপারের পাতই আধুনিক ফিল্মের মডেল। ফিল্ম কিন্তু তখন ও আসেনি।
সূত্রঃ Click This Link
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
শের শায়রী বলেছেন: থ্যঙ্কু ভাই
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
এহসান সাবির বলেছেন: চমৎকার...!
ভালো লাগা রইলো ভাইয়া।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
শান্তা273 বলেছেন: দারুন পোস্ট!
+++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
শের শায়রী বলেছেন: থ্যঙ্কস শান্তা273
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩
আব্দুর রহ্মান বলেছেন: ভাল পোসট
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০
শের শায়রী বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
মুনতাসীর রোমান বলেছেন: +++++++++++++++++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
বয়ানবাজ বলেছেন: ভালো লাগলো। এমন পোষ্টই তো মনে মনে খুঁজি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: +++++++
কিছুটা অসম্পূর্ণ লাগলো শায়েরী ভাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
শের শায়রী বলেছেন: ভাই রে লিখতে লিখতে আমার ডিউটির সময় শেষ হয়ে গেছিল। তাই তাড়াহুড়া, একটু যে পড়ালেখায় ফাকি দেব সে উপায় আপনি রাখছেন না। যথার্থ ধরেছেন
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
এম এম ইসলাম বলেছেন: ভাল লাগল। তবে লেখাটি অসমাপ্ত মনে হচ্ছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
শের শায়রী বলেছেন: একটু যে পড়ালেখায় ফাকি দেব সে উপায় আপনি রাখছেন না। যথার্থ ধরেছেন
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
একজন ঘূণপোকা বলেছেন: দারুন পোস্ট!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
স্পাইসিস্পাই001 বলেছেন: বরাবরের মতই ভাল পোষ্ট......
ধন্যবাদ ভ্রাতা......
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
শের শায়রী বলেছেন:
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
জাকারিয়া মুবিন বলেছেন: কেমন যেন খাপছাড়া লাগছে, পুরাডা লেখেন না ভাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
শের শায়রী বলেছেন: এরপরের অংশে পুরাডাই লিখুম ভাই। আপ্নাগো লইজ্ঞা পড়াশুনায় ফাকি দেবার কোন উপায় নাই
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
ত্রিভকাল বলেছেন: কালা মনের ধলা মানুষ বলেছেন: +++++++
কিছুটা অসম্পূর্ণ লাগলো শায়েরী ভাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
শের শায়রী বলেছেন: ভাই এট্টু ফাকি দিতে চেয়েছিলাম এই আর কি। কিন্ত ধরা।
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
ইখতামিন বলেছেন: ৯ম +++++++++++++
দারুণ
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ব্রো
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫
তামিম ইবনে আমান বলেছেন: ধরেন আপনি বাসে করে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন। হঠাত করে বাস কুমিল্লায় থেমে গেলো। আপনাকে বলা হলো আরেক বাস ধরতে।
তখন আপনার যেরকম লাগবে, পোস্ট পড়ে আমার সেরকম মনে হলো
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
শের শায়রী বলেছেন: ভাই শীঘ্রী দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। দুঃখিত সমস্যার জন্য
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৮
ফারিয়া বলেছেন: আপনার পোষ্টগুলো এক কথায় অসাধারন! দারুন!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
শের শায়রী বলেছেন: ফারিয়া আমার মত নগন্য জনের প্রতি এই ধরনের মন্তব্য ই আমাকে এত দূরে টেনে এনেছে। ভাল কিছু থাকলে তার দায় আপনাদের, ব্যার্থতা আমার। ভাল থাকুন।
১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: +++++++++++++++++++++++
প্রিয় তে রাখলাম
ধন্যবাদ
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭
শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্টে প্লাস জানিয়ে গেলাম পরে পড়ব।