নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

সখি ভালবাসা কারে কয়?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮



ভালবাসা নিয়ে যাযাবর তার দৃষ্টিপাতে কি বলেন



প্রেম আপন গভীরতায় নিজের মধ্যে একটি মোহাবেশ রচনা করে। সেই মোহের দ্বারা যাকে ভালোবাসি আমরা তাকে নিজের মনে মনে মনোমত গঠন করি। যে সৌন্দর্য তার নেই, সে সৌন্দর্য তাতে আরোপ করি। যে গুণ তার নেই, সে গুণ তার কল্পনা করি। সে তো বিধাতার সৃষ্ট কোনো ব্যক্তি নয়, সে আমাদের নিজ মানসোদ্ভূত এক নতুন সৃষ্টি। তাই কুরূপা নারীর জন্য রূপবান, বিত্তবান তরুণেরা যখন সর্বস্ব ত্যাগ করে, অপর লোকেরা অবাক হয়ে ভাবে, “কী আছে ঐ মেয়েতে, কী দেখে ভুললো?” যা আছে তা তো ঐ মেয়েতে নয়– যে ভুলেছে তার বিমুগ্ধ মনের সৃজনশীল কল্পনায়। আছে তার প্রণয়াঞ্জনলিপ্ত নয়নের দৃষ্টিতে। সে যে আপন মনের মাধুরী মিশায়ে তাহারে করেছে রচনা।

জগতে মূর্খরাই তো জীবনকে করেছে বিচিত্র; সুখে দুখে অনন্ত মিশ্রিত। যুগে যুগে এই নির্বোধ হতভাগ্যের দল ভুল করেছে, ভালোবেসেছে, তারপর সারা জীবনভোর কেঁদেছে। হৃদয়নিংড়ানো অশ্রুধারায় সংসারকে করেছে রসঘন, পৃথিবীকে করেছে কমনীয়। এদের ভুল, ত্রুটি, বুদ্ধিহীনতা নিয়ে কবি রচনা করেছেন কাব্য, সাধক বেঁধেছেন গানচিত্র, ভাষ্কর পাষাণ-খণ্ডে উৎকীর্ণ করেছেন অপূর্ব সুষমা। জগতে বুদ্ধিমানেরা করবে চাকরি, বিবাহ, ব্যাংকে জমাবে টাকা, স্যাকরার দোকানে গড়াবে গহনা; স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা নিয়ে নির্বিঘ্নে জীবন-যাপন করবে সচ্ছন্দ সচ্ছলতায়। তবু মেধাহীনের দল একথা কোনদিনই মানবে না যে, সংসারে যে বঞ্চনা করল, হৃদয় নিয়ে করল ব্যঙ্গ, দুধ বলে দিল পিটুলী– তারই হলো জিত, আর ঠকল সে, যে উপহাসের পরিবর্তে দিল প্রেম।

অতি দুর্বল সান্ত্বনা। বুদ্ধি দিয়ে, রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করে বলা সহজ–

জীবনের ধন কিছুই যাবে না ফেলা

ধূলায় তাদের যত হোক অবহেলা।



কিন্তু জীবন তো মানুষের সম্পর্ক বিবর্জিত একটা নিছক তর্ক মাত্র নয়। শুধু কথা গেঁথে গেঁথে ছন্দ রচনা করা যায়, জীবন ধারণ করা যায় না।

যে নারী, প্রেম তার পক্ষে একটা সাধারণ ঘটনা মাত্র। আবিষ্কার নয়, যেমন পুরুষের কাছে। মেয়েরা স্বভাবত সাবধানী, তাই প্রেমে পড়ে তারা ঘর বাঁধে। ছেলেরা স্বভাবতই বেপরোয়া, তাই প্রেমে পড়ে তারা ঘর ভাঙ্গে। প্রেম মেয়েদের কাছে একটা প্রয়োজন, সেটা আটপৌরে শাড়ির মতই নিতান্ত সাধারণ। তাতে না আছে উল্লাস, না আছে বিষ্ময়, না আছে উচ্ছ্বলতা। ছেলেদের পক্ষে প্রেম জীবনের দুর্লভ বিলাস, গরীবের ঘরে ঘরে বেনারসী শাড়ির মতো ঐশ্বর্যময়, যে পায় সে অনেক দাম দিয়েই পায়। তাই প্রেমে পড়ে একমাত্র পুরুষেরাই করতে পারে দুরূহ ত্যাগ এবং দুঃসাধ্যসাধন। জগতে যুগে যুগে কিং এডওয়ার্ডেরাই করেছে মিসেস সিম্পসনের জন্য রাজ্য বর্জন, প্রিন্সেস এলিজাবেথরা করেনি কোনো জন, স্মিথ বা ম্যাকেঞ্জির জন্য সামান্য ত্যাগ। বিবাহিতা নারীকে ভালোবেসে সর্বদেশে সর্বকালে আজীবন নিঃসঙ্গ জীবন কাটিয়েছে একাধিক পুরুষ; পরের স্বামীর প্রেমে পড়ে জীবনে কোনদিন কোনো নারী রয়নি চিরকুমারী। এমন প্রেমিকের জন্য কোন দিন সন্ধ্যাবেলায় তার কুশল কামনা করে তুলসীমঞ্চে কেউ জ্বালাবে না দীপ, কোন নারী সীমন্তে ধরবে না তার কল্যাণ কামনায় সিদুরচিহ্ন, প্রবাসে অদর্শনবেদনায় কোন চিত্ত হবে না উদাস উতল। রোগশয্যায় ললাটে ঘটবে না কারও উদ্বেগকাতর হস্তের সুখস্পর্শ, কোনো কপোল থেকে গড়িয়ে পড়বে না নয়নের উদ্বেল অশ্রুবিন্দু। সংসার থেকে যেদিন হবে অপসৃত, কোন পীড়িত হৃদয়ে বাজবে না এতটুকু ব্যথা, কোনো মনে রইবে না ক্ষীণতম স্মৃতি। প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা। কিন্তু প্রবঞ্চিতকে দেয় কী? তাকে দেয় দাহ। যে আগুন আলো দেয়না অথচ দহন করে। সেই দীপ্তিহীন অগ্নির নির্দয় দাহনে পলে পলে দগ্ধ হলেন বহু কাণ্ডজ্ঞানহীন হতভাগ্য পুরুষ।।





ভালবাসা নিয়ে কবি গুরু কি বলেন?

তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—

সখী, ভালোবাসা কারে কয় ! সে কি কেবলই যাতনাময় ।

সে কি কেবলই চোখের জল ? সে কি কেবলই দুখের শ্বাস ?

লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ ।

আমার চোখে তো সকলই শোভন,

সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন,

বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো ।

তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়—

না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত ।

ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়,

হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায় ।

আমার মতন সুখী কে আছে। আয় সখী, আয় আমার কাছে—

সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ ।

প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা—

একিদন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা



আর ভালবাসা নিয়ে আমার প্রিয় কবিদের কবিতা গুলো এখানে সংকলিত

এ গুলো সবারই পড়া তারপর ও দিলাম। কেন দিলাম কারন যত পড়ি তত ভাল লাগে

মন্তব্য ৪৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

অন্তহীন বালক বলেছেন: জগতে মূর্খরাই তো জীবনকে করেছে বিচিত্র; সুখে দুখে অনন্ত মিশ্রিত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

শের শায়রী বলেছেন: প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা। কিন্তু প্রবঞ্চিতকে দেয় কী? তাকে দেয় দাহ। যে আগুন আলো দেয়না অথচ দহন করে। সেই দীপ্তিহীন অগ্নির নির্দয় দাহনে পলে পলে দগ্ধ হলেন বহু কাণ্ডজ্ঞানহীন হতভাগ্য পুরুষ।।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



সখি ভালবাসা কারে কয়?

ভালোবাসা হইল আমার সাথে তাহার প্রেমের মতন। :!> :!> :!> :#> :#> :#>

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

শের শায়রী বলেছেন: হয় নাই ভাল বাসা হল, দক্ষিন দুয়ারী, ভাড়া কম, আর বাড়ীওয়ালার সুন্দরী মেয়ে থাকা ;)

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

লেখক বলেছেন: হয় নাই ভাল বাসা হল, দক্ষিন দুয়ারী, ভাড়া কম, আর বাড়ীওয়ালার সুন্দরী মেয়ে থাকা


আরে ভাই তাইত নাহলে কবিতা আসবে কি করে !!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

শের শায়রী বলেছেন: =p~ =p~ =p~ =p~

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

শান্তা273 বলেছেন: ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

শের শায়রী বলেছেন: আমার শুভেচ্ছা নিন শান্তা। ভাল থাকুন চিরন্তন

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

একজন আরমান বলেছেন:
পুঁজিবাদী সমাজের সবচেয়ে বড় ও জনপ্রিয় কুসংস্কারের নাম প্রেম।
- ড. হুমায়ন আজাদ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

শের শায়রী বলেছেন: ব্রো কম্যুনিষ্টরা কি বলে? ওরাও কি কুসংস্কার বলে? ;) তাইলে কি প্রেম বলে কিছু নেই? ;)

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

একজন আরমান বলেছেন:
সত্যিই মাঝে মাঝে মনে হয় প্রেম বলে কিছু নেই। ;)

কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা । কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।
- কাজী নজরুল ইসলাম

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

শের শায়রী বলেছেন: আবার এটাও কিন্তু সত্যি "আমি এত যে তোমায় ভালবেসেছি তবু মনে হয় এ যেন কিছু নয় কেন আরো ভালবাসা দিতে পারেনা হৃদয়"।



কেয়া বুরী শয় হ্যায় মুহব্বত কি ইলাহী, তওবা
জুম’ না কর ওহ খতাবার বনে বৈঠৈ হ্যায়।

--- জহীর

ভালোবাসা কি অভিশপ্ত বস্তু হে ঈশ্বর তুমি সৃস্টি করেছো। অন্যায় না করেও সর্বদা অপরাধী সেজে বসে থাকতে হয়। সত্যি ভাবলে আশ্চর্য হতে হয়।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

একজন আরমান বলেছেন:
ভাই ভালোবাসা নিয়া কথা কইলে আর শেষ হবে না।

Love starts with best feelings but ends with pains.
- একজনা আরমান।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫

শের শায়রী বলেছেন: ভাল থাকুন ভাই। মনে হয় আপনি মাহফুজ কে চিনেন? ভাল থাকুন।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

একজন আরমান বলেছেন:
রাতুল মাহফুজ ভাই?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

শের শায়রী বলেছেন: হ্যা ও আমার ক্লাশমেট ভাল বন্ধু ও।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

একজন আরমান বলেছেন:
ওনার সাথে পরিচয় হয় রুশানকে নিয়ে কাজ করার সময় মোরশেদ ভাইয়ের মাধ্যমে। এরপর বরিশালে এন্টি রেপ প্রোগ্রামের উদ্যোক্তা আমরা ৩ জন ছিলাম।

পরিচিত হয়ে ভালো লাগলো ভাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

শের শায়রী বলেছেন: আমার ও ভাল লাগল আরমান ভাই ২৩ তারিখ দেশে আসব হয়ত দেখা হবে ভাল থাকুন।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

একজন আরমান বলেছেন:
দেখা হবার অপেক্ষায় রইলাম।
আপনিও ভালো থাকুন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

শের শায়রী বলেছেন: ইনশাল্লাহ দেখা হবে

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১

*কুনোব্যাঙ* বলেছেন: ভাই ভালোবাসা টালবাসা এইসব কিচ্ছু না! সব পারফেকশনের খেলা! ইলেক্ট্রন প্রোটনের মহাজাগতিক টানাটানি!!! /:)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

শের শায়রী বলেছেন: ব্রো আমার বানান মিস্টেকে এত বড় ভূল হইছে আসলে আমি লিখতে চেয়েছিলাম ভাল বাসা (গুড হোম) /:) ইলেক্ট্রন প্রোটনের মহাজাগতিক এই ডাও ক ঠিন ব্যাপার আমার জন্য, হা হা হা হা ভাল বলছেন

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১

ফারিয়া বলেছেন: ভালোবাসা'র জটিলতা ও একপাক্ষিকতা নিয়ে কিছু বললেন না?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

শের শায়রী বলেছেন: ফারিয়া এমন একটা ব্যাপারে বলতে বললেন যাতে আমার অভিজ্ঞতা ঝোলা প্রায় শূন্য। :)

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

স্পাইসিস্পাই001 বলেছেন: জীবনের ধন কিছুই যাবে না ফেলা
ধূলায় তাদের যত হোক অবহেলা।

ভাল লাগলো .....

+++

সখি ভালবাসা কারে কয়?????

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

শের শায়রী বলেছেন: প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা। কিন্তু প্রবঞ্চিতকে দেয় কী? তাকে দেয় দাহ। যে আগুন আলো দেয়না অথচ দহন করে।


এর থেকে আর ভাল ভাবে কে বলতে পারবে ভালবাসা কারে কয়?

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

মনিরা সুলতানা বলেছেন: কার ভালবাসা কেমন জানি না...।

তবে আপনার বাসা টা যে অনেক ভাল সেটা ছবি দেখে ই বুঝেছি ...।


শুভেচ্ছা ভালবাসা দিবস এর :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

শের শায়রী বলেছেন: কাচা হোক তবু ভাই নিজের ই বাসা, নিজ হাতে গড়া মোর কাচা ঘর খাসা। :)। অনেক অনেক শুভেচ্ছা মনিরা আপ্নাকেও।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

রাইসুল নয়ন বলেছেন: love is nothing but everything,

it's just a habit .


আমার এমন মনে হয় ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

শের শায়রী বলেছেন: ভাই অনভিজ্ঞ মানুষ, কি কইতে কি কমু বুজবার পারছি না।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

ঘুমন্ত আমি বলেছেন: ভালোবাসার করার মতো নেই মোটা মানি ব্যাগ
তাই ভালোবাসারেই করতে হলো ত্যাগ !:P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

শের শায়রী বলেছেন: বুদ্ধিমানের মত কাম করছেন ভাই

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

এক্সপেরিয়া বলেছেন: আমার হিসাব বিঞ্জান এর সূত্রমতে ভালবাসা হল : দুটি মনের ডেবিট ক্রেডিট ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

শের শায়রী বলেছেন: এই হল ভালবাসা

চমনমে ইখতালাতে রঙো বু সে বাত বনতি হ্যায়
হাম ই হাম হ্যায় তো কেয়া হাম হ্যায়
তুমহি তুম হো তো কেয়া তুম হো
--সারসার সালানী

বাগানে যে ফুল ফোটে রঙ আর সুরভীর মিলনেই তার সার্থকথা। তেমনি আমাদের দুজনের মিলনেই আমাদের চরম মূল্যায়ন, আমাদের জীবনের পূর্নতা। একা আমি তো অসম্পূর্ন একা তুমিও নেহায়ত মূল্যহীনা

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

লাবনী আক্তার বলেছেন: সখী, ভালোবাসা কারে কয় ! সে কি কেবলই যাতনাময় ।
সে কি কেবলই চোখের জল ? সে কি কেবলই দুখের শ্বাস ?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

শের শায়রী বলেছেন: এই তো ভালবাসা


জিসনে দিল খোয়া ঊসী কো কুছ মিলা,
ফায়দা দেখো উসী লুকসান মে
---সারসার সালানী

যে হৃদয় হারিয়েছে সেই কিছু পেয়েছে। এটাই পৃথিবীর একমাত্র লোকসান যাতে আসলে লাভই ভাগ্যে জুটে যায়।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: মন্তব্যের উত্তরটা এন্টেনার উপ্রে দিয়া গেল

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

শের শায়রী বলেছেন: ভাই রে ভালবাসা বইলা কিছু নাই সব ঝুঁট হ্যায়, সব ঝুঁট ;) তবে ভাল বাসা বলে কিছু আছে। ভাল বাসা হল দক্ষিন দুয়ারী, ভাড়া কম, আর বাড়ীওয়ালার সুন্দরী মেয়ে থাকা। ;) ;) ;)

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

তারছেড়া লিমন বলেছেন: ভালবাসা নিয়ে আমার কথা এইখানে আছে................
খ্যাতা পুরি তোর ভালবাসার.................আমি একাই ভাল আছি।। :D

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

শের শায়রী বলেছেন: উত্তর দেইক্কা আহেন:D:D

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:



=============================================================
প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা। কিন্তু প্রবঞ্চিতকে দেয় কী? তাকে দেয় দাহ।
=============================================================



অনেক ভালোলাগা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

শের শায়রী বলেছেন: সেই দীপ্তিহীন অগ্নির নির্দয় দাহনে পলে পলে দগ্ধ হলেন বহু কাণ্ডজ্ঞানহীন হতভাগ্য পুরুষ।।


ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.