| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শের শায়রী
	হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
মহানবী (সঃ) হাদীসে বলেছেন, যতক্ষন পর্যন্ত না দশটি লক্ষন দেখা যাবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না, ধোকা দাজ্জাল, দাব্বাতুল আরদ, পশ্চিম আকাশ সূর্যোদয়, হযরত ঈসা (অঃ) আর্ভিবাব, ইয়াজুজ মাযুযের আবির্ভাব, তিনটি ভূমিধবস একটি প্রাচ্য, একটি পাশ্চাত্য একটি আরব দেশে অতঃপর ইয়ামেন থেকে একটি অগ্নি উত্থিত হয়ে মানুষদের তাড়িয়ে নিয়ে বেড়াবে। (সহি মুসলিমঃকিতাবুল ফিতান)
আমি এখানে আমার সামান্য জ্ঞানে যেটুকু পারি লিখে যাব। হঠাৎ করে সেদিন খেয়াল পড়ল আমি ছোটকালে অনেক নবী ও রাসুলের জীবনী জানতাম, সুন্দর ছোট ছোট বইতে মুক্তধারা আর ইসলামী ফাউন্ডেশনের বইতে পাওয়া যেত। আজকে খেয়াল করতে যেয়ে দেখলাম অনেক ঘটনাই মনে নেই, অনেক কিছু ভূলে গেছি। কেন এমন হবে? আবার পড়তে শুরু করলাম। ধর্ম যার যার বিশ্বাসের বিষয়। প্রত্যেকেরই উচিত প্রত্যেক ধর্মকে সন্মান করা।
পৃথিবী তখন পাপের অন্ধকারে আচ্ছন্ন, মানূষ ধর্মকর্ম ভূলে যেয়ে আবার জাহেলী যুগে ফিরে যাবে এই রকম এক সময় ইমাম মাহাদী জন্মগ্রহন করবে। তার পিতার নাম আব্দুল্লাহ আর মাতার নাম আমেনা। ইমাম মাহাদী বয়ঃপ্রাপ্ত হয়ে দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠিত করবেন।
আল মাহদী শব্দের অর্থ ‘পথ প্রদর্শিত ব্যক্তি’। এখানে মাহদী বলে কিয়ামতের প্রাক্কালে হযরত ঈসা (অঃ) এর অবতরন ও দাজ্জালের আত্মপ্রকাশের সময় মুসলিম নেতৃত্বের যে সংস্কারক মনীষীর আবির্ভাবের কথা আছে তাকে বুজানো হয়েছে।
হযরত ইবনে মাসাউদ (রাঃ) বলেন নবী করিম (সঃ) বলেছেন, আমার উন্মতের শেষ লগ্নে মাহদীর আবির্ভাব ঘটবে। তার শাষনামলে প্রচুর বৃষ্টি হবে, ভূমি থেকে উৎপাদন বৃদ্ধি পাবে, পশু সম্পদের বৃদ্ধি হবে। পৃথিবীতে এ উন্মত অতি সন্মানের অধিকারী হবে। সাত আট বছর পর্যন্ত এভাবে চলবে।
এভাবে বহু সহী হাদীসে কিয়ামতের পূর্বে মাহদীর আগমনের কথা বলা হয়েছে। ‘শরহে আকিদায়ী সাকারনী’ কিতাবে ইমাম মাহাদী বিষয়ক হাদীস গুলোকে মুতাওয়াতিরে মা’নুবী বলে আখ্যায়িত করা হয়েছে। উপরন্ত এ আকীদা পোষন করা কে আহলুস সুন্নাত ওয়াল-জামা-আতের পরিচয় বলে গন্য করা হয়েছে।
ইমাম মাহদী (অঃ) পরিচয় কি এ ব্যাপারে ইসনা আশারিয়া শী’আ ও আহলুস সুন্নাত ওয়াল-জামা-আতের মধ্যে মত পার্থক্য আছে। ইসনা আশারিয়া শী’আদের মতে হাদীসে বর্নিত ইমাম মাহদী (অঃ) হলেন তাদের দ্বাদশ তম ইমাম মুহান্মদ ইবনুল হাসান আল-আসকারী। সে ২০৬ হিজরী থেকে শত্রুদের ভয়ে ভূগর্ভস্থ একটি গুহায় লুকিয়ে আছেন। কিয়ামতের পূর্ব মূহুর্তে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে।
কিন্তু আহলুস সুন্নাত ওয়াল-জামা-আতের মতে শী’আদের ধারনা সম্পূর্ন ভ্রান্ত কারন সহী হাদীসে ইমাম মাহদীর নাম, পিতার নাম, দৈহিক বর্ননা, কাজ কর্ম যে বিবরন আছে তাতে শী’আ ইমামের কোন মিল নেই কারন শী’আ দ্বাদশ ইমাম ২০৮ হিজরীতে জন্ম গ্রহন করেছেন আর তার নাম মুহান্মদ ইবনুল হাসান।
আহলুস সুন্নাত ওয়াল-জামা-আতের মতে তিনি সাইয়িদ তথা হয্রত ফাতিমা (রাঃ) এর বংশ থেকে আসবেন, তার শারীরিক গঠন সামান্য লম্বা দেহ উজ্জ্বল বর্ন বিশিষ্ট হবেন। চেহারার আকৃতি নবী করিম (সাঃ) এর মত হবে। তার পিতার নাম হবে আব্দুল্লাহ আর মাতার নাম আমেনা। তার মুখে মৃদু জড়তা থাকবে সে কারনে মাজে মাজে মনক্ষুন্ন হয়ে উরুতে আঘাত করবে। আল্লাহ র পক্ষ থেকে তিনি ইলমে লাদুন্নী প্রাপ্ত হবেন।
ইমাম মাহদীর সন্ধানে
হযরত মাওলানা শাহ রফী উদ্দিন (রঃ) বলেন, মুস্লমানদের বাদশাহ শহীদ হবার পরে সিরিয়া খ্রীষ্টান দের দলে চলে যাবে এবং তারপর খ্রীষ্টান বিবাদ মান দু দলের মধ্যে সন্ধি স্থাপন হবে। অবশিষ্ট মুসলমান রা মদীনায় প্রত্যাবর্তন করবে। খ্রীষ্টানদের আধিপত্য খাইবার পর্যন্ত বিস্তৃত হবে এ সময় মুসলমান রা ইমাম মাহদী (আঃ) খোজ করতে থাকবেন। যেন তার নেতৃত্বে শত্রুদের হাত থেকে রেহাই পাওয়া যায়।
এমন অবস্থা চলাকালীন সময়ে ইমাম মাহদী মদীনায় অবস্থানরত থাকবেন। কিন্তু সেখান জিম্মাদারী অর্পিত হবার আশংকায় মক্কা গমন করবেন। সেখানেও ততকালীন ওলি আবদালগন ইমাম মাহদীর সন্ধান চালাতে থাকবেন। এই সময় কতিপয় ব্যাক্তি নিজেকে ইমাম মাহদী দাবী করে বসবে। ইতিমধ্যে একদিন রুকন ও বায়তুস শরীফ তওয়াফ কালে লোকজন তাকে চিনে ফেলবে এবং তার হাতে বায়াত গ্রহনের জন্য তার ওপর চাপ সৃষ্টি করবে। এ ঘটনা সত্যি হবার একটি প্রমান হবে এমন যে, পূর্বেকার রমযান মাসে চন্দ্র ও সূর্যগ্রহন হবে।
বায়াতের সময় ইমাম মাহাদীর বয়স হবে ৪০ বছর। তার খিলাফত গ্রহনের সংবাদ মদীনায় পৌছুলে মদীনা থেকে হাজার হাজার সৈন্য মক্কায় ছুটে আসবে। সিরিয়া, ইয়েমেন আর ইরাকের বুজূর্গদ্বীন তার নেতৃত্বে এক হয়ে বিরাট বাহিনী গঠন করবে। এরপর তিনি কাবা শরীফে মাটির নীচে রক্ষিত ভান্ডার তুলে এনে মুসলমান দের মধ্যে বন্টন করে দেবেন।
কেয়ামতের নিদর্শন পরের পর্বে দাজ্জাল কে নিয়ে আলোচনা করা হবে। দাজ্জাল এক হাতে বেহেশত আর এক হাতে দোযখ নিয়ে পৃথিবীতে অবতীর্ন হবে।
চলবে
  
 
০৩ রা মার্চ, ২০১৩  রাত ১০:৪৮
শের শায়রী বলেছেন: একটু লিঙ্কটা দেন না ভাই আপনার লেখাটা দেখতাম। ভাই কৃতজ্ঞতা জানাতে হবে না। ভাই তো ভাইয়ের লেখা দেখবে।
ভাল থাকবেন
২| 
০৩ রা মার্চ, ২০১৩  রাত ১০:৩৪
আশিক মাসুম বলেছেন: ভাল পোষ্ট।
 
০৩ রা মার্চ, ২০১৩  রাত ১১:০৭
শের শায়রী বলেছেন: ধন্যবাদ আশিক ভাই
৩| 
০৩ রা মার্চ, ২০১৩  রাত ১০:৩৬
ইমরাজ কবির মুন বলেছেন: 
চমৎকার বিষয় নিয়ে লিখা শুরু করসেন।
দাব্বাতুল আরদ এর ব্যাপারে জানতে ইচ্ছা করতেসে, নেক্সট পর্বে কি ওটা নিয়ে থাকবে??
 
০৩ রা মার্চ, ২০১৩  রাত ১১:০৯
শের শায়রী বলেছেন: ধন্যবাদ মুন ভাই সামনের পর্বে দাজ্জাল কে নিয়ে আলোচনা থাকবে। এর পরে দাব্বাতুল আরদ আসবে।
৪| 
০৩ রা মার্চ, ২০১৩  রাত ১০:৪১
িট.িমম বলেছেন: আশাকরি পুরুটা (ঘটনা) জানতে পারব।
 
০৪ ঠা মার্চ, ২০১৩  দুপুর ১২:৫৮
শের শায়রী বলেছেন: চেষ্টা করব পুরোটা দেবার জন্য। ধন্যবাদ
৫| 
০৩ রা মার্চ, ২০১৩  রাত ১০:৫৮
নিয়েল ( হিমু ) বলেছেন: ভাল লাগল
 
০৪ ঠা মার্চ, ২০১৩  দুপুর ১২:৫৮
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
৬| 
০৪ ঠা মার্চ, ২০১৩  রাত ১২:২৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই এই আলোচনাও এখন সময়ের দাবি। আপনার পুরো পোস্টের সবটুকু লেখা ভাল লাগল। আমি লিখব কিতাবুল ফিতান থেকে। খুব দ্রুত। তিনদিন ধরে ভাবছি, কিন্তু বইগুলো হাতে নেয়া হচ্ছে না। 
বর্তমান ফিতনা থেকে আমরা মুক্ত হই, আমরা মুক্ত ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজের নিজের ধর্মবিশ্বাসকে আরো দৃঢ়ভাবে আঁকড়ে ধরি, কেননা, প্রকৃতপক্ষে ধর্ম কখনো সহাবস্থানের সাথে সাংঘর্ষিক নয়।
 
০৪ ঠা মার্চ, ২০১৩  বিকাল ৪:০০
শের শায়রী বলেছেন: প্রকৃতপক্ষে ধর্ম কখনো সহাবস্থানের সাথে সাংঘর্ষিক নয় এই ব্যাপারটা সবাই যেদিন বুজবে সেদিন আর আমাদের কোন সাম্প্রদায়িকতা থাকবেনা
৭| 
০৪ ঠা মার্চ, ২০১৩  ভোর ৫:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভাই +++++++++
 
০৪ ঠা মার্চ, ২০১৩  বিকাল ৪:০১
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
৮| 
০৪ ঠা মার্চ, ২০১৩  দুপুর ১২:০৫
মনিরা সুলতানা বলেছেন:  প্রয়োজনীয় পোস্ট ভাইয়া, 
++++++ 
 
০৪ ঠা মার্চ, ২০১৩  বিকাল ৪:০১
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
৯| 
০৪ ঠা মার্চ, ২০১৩  দুপুর ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন: 
Click This Link 
আমি কখনো আমার পোস্টের লিঙ্ক কাউকে দেই না শুধু ভাই চাইলেন দেখে দিলাম। 
 
০৪ ঠা মার্চ, ২০১৩  বিকাল ৪:০২
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। সোজা প্রিয়তে পাঠাইয়া দিছি আস্তে আস্তে পড়ছি।
১০| 
০৪ ঠা মার্চ, ২০১৩  দুপুর ১:১১
খাটাস বলেছেন: খুব ভাল ও জ্ঞানগর্ভ পোষ্ট। ধন্যবাদ শেয়ারের জন্য।
 
০৪ ঠা মার্চ, ২০১৩  বিকাল ৪:০২
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
১১| 
০৪ ঠা মার্চ, ২০১৩  দুপুর ১:২০
লাবনী আক্তার বলেছেন:  ভাইয়া পোস্ট পড়ে খুব ভালো লাগল। এই ব্যাপারে আমার জানার আগ্রহও অনেক বেশি। আমি এই ব্যাপারে পরেছিলাম অনেক আগে। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলাম। 
প্রিয়েতে নিলাম। 
 
০৪ ঠা মার্চ, ২০১৩  বিকাল ৪:১১
শের শায়রী বলেছেন: শীঘ্রী আশা করি দ্বিতীয় পর্ব আনতে পারব।
১২| 
০৪ ঠা মার্চ, ২০১৩  দুপুর ২:২৬
জাকারিয়া মুবিন বলেছেন: 
পরের পর্বের অপেক্ষায়.......................
 
০৫ ই মার্চ, ২০১৩  রাত ১২:২১
শের শায়রী বলেছেন: পেয়ে গেছেন নিশ্চয় ই
১৩| 
০৪ ঠা মার্চ, ২০১৩  বিকাল ৩:৪১
তারছেড়া লিমন বলেছেন: কান্ডারী ভাই ও শোভন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের এই বিষয় গুলো শেয়ার করার জন্য........
 
০৫ ই মার্চ, ২০১৩  রাত ১২:২২
শের শায়রী বলেছেন: এতো আনন্দ। অনেক অনেক ধন্যবাদ
১৪| 
০৪ ঠা মার্চ, ২০১৩  বিকাল ৪:০৬
কান্ডারি অথর্ব বলেছেন: 
হা হা হা ভাই ভাল লাগল। 
 
০৫ ই মার্চ, ২০১৩  রাত ১২:২৩
শের শায়রী বলেছেন: 
   
১৫| 
০৪ ঠা মার্চ, ২০১৩  বিকাল ৪:১৩
নস্টালজিক বলেছেন: আগ্রহ নিয়ে পড়লাম! আপনাকে অনেক ধন্যবাদ!
পরের পর্বের জন্য অপেক্ষা শুরু করলাম!
শুভেচ্ছা নিরন্তর!
 
০৫ ই মার্চ, ২০১৩  রাত ১২:২৪
শের শায়রী বলেছেন: আশা করি পরেরটা পেয়ে গেছেন। অনেক ভাল থাকুন।
১৬| 
০৫ ই মার্চ, ২০১৩  দুপুর ১:১২
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: দারূণ লেখা.......অনেক অনেক ধন্যবাদ>
 
০৫ ই মার্চ, ২০১৩  দুপুর ১:২১
শের শায়রী বলেছেন: অনেক ভাল থাকুন।
১৭| 
০৫ ই মার্চ, ২০১৩  রাত ৮:৫১
ঝটিকা বলেছেন: এবিষয় গুলো নিয়ে আমি মোটামুটি জানি, তবুও নতুন কিছু জানার আশায় এই সিরিজটা পড়ব। শিয়াদের বিশ্বাসটা একই সাথে লিখে ভালো করেছেন। অনেকেই হয়ত ভুল ধারনা রাখতে পারে।
 
০৮ ই মার্চ, ২০১৩  বিকাল ৩:৩১
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ আপু
১৮| 
১৪ ই মার্চ, ২০১৩  বিকাল ৩:০৮
আমি তুমি আমরা বলেছেন: আহলুস সুন্নাত ওয়াল-জামা-আত কারা?
 
১৪ ই মার্চ, ২০১৩  বিকাল ৩:১২
শের শায়রী বলেছেন: ভাই এরা ই সুন্নী নামে পরিচিত
১৯| 
১৬ ই মার্চ, ২০১৩  সকাল ১১:৩১
Eisenheim বলেছেন: বেশিরভাগই জানাশোনা ব্যাপার, কিন্তু সব একসাথে পেয়ে আবার ঝালিয়ে নিলাম, অনেক ভালো লিখেছেন। পড়তে পড়তে একটা ব্যাপার মনে পড়ে খুব মজা লাগলো, ছোটবেলায় দাদী প্রায়ই ইমাম মাহদী আর দাজ্জালের এইসব গল্প বলতেন রাতের বেলা, আর আমরা ভয়ে আধখানা হয়ে সেসব শুনতাম.. ![]()
 
১৬ ই মার্চ, ২০১৩  সকাল ১১:৪১
শের শায়রী বলেছেন: আমি ও ছোটকালে এইসব শুনতাম। এই বয়সে এসে দেখলাম অধিকাংশ ভূলে গেছি আবারো ঝালিয়ে নিলাম আপনার মত ![]()
ভাল থাকুন
২০| 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:১৪
আহসান২২ বলেছেন: কেয়ামত আসন্ন! অলরেডি আমেরিকা সিরিয়া আক্রমন করতে প্রস্তুত আর রাশিয়া আমেরিকার সাথে সন্ধি করবে সম্ভবত।
আল্লাহ তুমি আমাদেরকে দাজ্জালের হাত থেকে রক্ষা কর!
 
০৩ রা জুন, ২০১৪  দুপুর ১:৩৩
শের শায়রী বলেছেন: আল্লাহ ভরসা
২১| 
০৬ ই জুলাই, ২০১৫  বিকাল ৪:৪১
েরজাউল ফারুক বলেছেন: জিম্মাদারী অর্পিত হবার আশংকায় মক্কা গমন করবেন - কথাটি যৌক্তিক মনে হয়নি। তারমানে তিনি জানবেন যে তিনি ইমাম মেহেদী এবং তিনি দায়িত্ব এড়াতে চাইবেন। কথাটি কেমন যেন লাগল। বাকি বর্ণনা ভাল লেগেছে।
 
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:৪৯
শের শায়রী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২২| 
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: জানলাম। 
ধন্যবাদ আপনাকে।
 
২৬ শে জানুয়ারি, ২০২০  রাত ১০:৪৯
শের শায়রী বলেছেন: শুকরিয়া রাজীব ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩  রাত ১০:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এবারের পোস্টে আপনার কাছে কৃতজ্ঞতা জানাব, কারন আমার খুব স্টাডি করা একটা বিষয় নিয়ে লিখছেন, আমি একটা সিরিজ লিখেছিলাম এই বিষয় গুলো নিয়ে তাই আমার জানার পরিধি আরও বাড়বে আপনার পোষ্ট পড়ে ।