নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

চলচিত্র ভাষা পেল যাদের হাতে (শেষ পর্ব)

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

চলচিত্র ভাষা পেল যাদের হাতে (প্রথম পর্ব)



আইজেনষ্টেইনের এই মন্তাজের বিপরিতে যে তত্ত্ব আবিস্কারক তিনি ছিলেন জ্যা রেনোয়া। মন্তাজ তত্ত্বের সাথে যেমন আইজেনষ্টেইনের নাম জড়িত তেমনি মিস এন সিনের সাথে রেনোয়ার নাম মিলে মিশে যায়। মন্তাজ হচ্ছে বিভিন্ন খান্ডাংশ নিয়ে একটি দৃশ্য তৈরী করা তেমনি মিস এন সিন হল একটি দীর্ঘ শটকে ছোট ছোট করে উপস্থাপনা করা।



মানব চরিত্র দ্বন্দ্ব ও কাহিনীর নাটকীয়তা পর্দায় উপস্থাপনের জন্য মিস এন সিনের ব্যাবহার করতেন রেনোয়া। ১৯৩৯ সালে নির্মিত ‘রুলস অভ দ্যা গেইম’ ছবির নতুন ধরনের কাহিনী পর্দার উপযোগী করে ব্যাবহার করার জন্য নতুন একটি ভাষা আবিস্কার করেন। ক্যামেরার বিষয়ে যে ব্যাপারটি চিরকালই মেনে নেয়া হয়েছে তা হল এই যে সন্মূখ পটই মূখ্য। পশ্চাতপট গৌন। রেনোয়া অতিরিক্ত আলো ব্যাবহার করে সামনে পিছনে একই ফোকাস রীতি আবিস্কার করেন। আজ এই রিতী ‘ডীপ ফোকাস’ নামে পরিচিত।



ফ্রান্সের এই নির্মাতার জন্ম ১৮৯৪ সালের। মৃত্যু ১৯৭৯ সালে। ’৫০ দশকে দ্য রিভার ছবির শুটিং করার জন্য তিনি কোলকাতা এসেছিলেন। তার কাজ দেখে সত্যজিৎ রায় বেশ প্রভাবিত হয়েছিলেন।



চার্লি চ্যাপলিনের নাম সবার জানা। যেমন ছিলেন অভিনয়ে পারদর্শি তেমন ছিলেন পরিচালনায়। থিয়েটারে যা ছিল ভাড়ামো তার হাত ধরে তাই হয়ে ওঠে উচুদরের আর্ট। এই সময় কমেডির মধ্যে মানবিক আবেদন এনে ফেলছিলেন। হলিউডে কমেডির জনক হলেন ম্যাক সেনেট। নতুন নতুন ভাব প্রকাশের জন্য চ্যাপলিন সেনেটের ভাষার ওপর নিজস্ব কারুকাজ প্র্য়োগ করেন। অঙ্গভঙ্গি আর চোখের নাড়াচাড়া যে কথার থেকেও বেশী সেটা কিন্তু চ্যাপলিনের হাত ধরে। ১৮৮৯ সালে বৃটেনে তিনি জন্ম গ্রহন করেন আর মারা যান ১৯৭৮ সালে।



চ্যাপলিনের নাম অনেকেই জানলেও ভি আই পুদভকিনের নাম কিন্তু সে রকম শোনা যায় না। সের্গেই আইজেনষ্টেইনের সম সাময়িক হয়েও সিনেমায় স্বতন্ত্র আঙ্গিক তিনি কিন্তু প্রচলন করতে পেরেছিলেন। যে সব পরিচালক অঙ্গভঙ্গি পরীক্ষায় উর্ত্তীর্ন হয়েছিলেন পুদভকিন তাদের মধ্যে অন্যতম। তিনি ১৮৯৩ সালে সোভিয়েত রাশিয়ায় জন্ম গ্রহন করেন আর মারা যান ১৯৫৩ সালে।



সোভিয়েত রাশিয়ার আর একজন প্রতিভাবান পরিচালক হলেন আলেকজান্দার পেত্রোভিচ দভজেঙ্কো। চিত্রকলার ছাত্র ছিলেন বলেই তার ছবিতে অদ্ভূত এক কাব্যময়তা ছিল। তার শ্রেষ্ট ছবি ‘পৃথিবী’ না দেখলে বুজা যাবে না কিভাবে চলচিত্র কবিতা হয়ে যায়। ১৮৯৪ সালে জন্ম গ্রহন করেন আর মারা যান ১৯৫৬ সালে ১৯২৩ সালে তিনি চলচিত্রে পদার্পন করেন।



ফরাসী পরিচালক ও তাত্ত্বিক আবেল গাস বহু পরীক্ষা নিরীক্ষা করে আবিস্কার করেন ট্রাইপিচ বা ত্রিস্তর পর্দা, বহুচিত্র পর্দা, মাল্টিপল সুপার ইমপোজ, ছবিতে প্রথম ব্যাবহার করেন ষ্টেরিওফোনিক শব্দ। তার বিখ্যাত ছবির নাম ‘নাপলিয়ঁন'।



আমেরিকার প্রতিভাধর পরিচালক অরসন ওয়েলেস গতানুগতিক ভাষার পরিবর্তে একটি বিশ্লেষন মূলক চিত্রভাষা তৈরী করেছেন। সিটিজেন কেইন নির্মানের আগে হলিউডের প্রায় সব পরিচালক জ্ঞাতসারে অজ্ঞাতসারে যে নিয়ম মেনে নিতেন তা হল দর্শকের চোখ কানকে অত্যাধিক পীড়া না দেয়া। ওয়েলেস এই বেদবাক্যে আঘাত করলেন। এ ছবিতে রয়েছে তীক্ষ্মতা। হলিউডের প্রচলিত রিতীতে নায়িকার চেহারায় কিন্তু মেকাপম্যান ও ক্যামেরাম্যানকে বেশ সজাগ দৃষ্টি রাখতে হত। সিটিজেন কেইনে ওয়েলস এ রিতী কিন্তু মানলেন না তাছাড়া ছবির সংলাপে এই প্রথম এক অপরিশুদ্ধ বাস্তব চেহারার আত্মপ্রকাশ করল। রেনোয়ার ডীপ ফোকাস তিনি অনায়াসে এ ছবিতে ব্যাবহার করলেন।



ইতালীর পরিচালক ভিত্তোরিয়ো ডে সিকার হাত ধরেই সিনেমা কিন্তু পথে নামল। ষ্টুডিও র সাজানো গুছানো সেট ছেড়ে ক্যামেরা নেমে এল রাস্তায় একেবারে বাস্তবের কাছাকাছি। নেই কোন পেশাদার অভিনেতা। রাস্তার হাজারো মানূষ তার অভিনেতা। ‘বাইসাইকেল থিভস’ এর মাধ্যমে চলচিত্রের এই ভাষা তিনি উপস্থাপন করলেন।শুরু হল নতুন যুগ। ভারতীয় ঘরানার ছবির জনক সত্যজিৎ রায় এই ‘বাইসাইকেল থিভস’ দেখেই কিন্তু উৎসাহিত হয়েছিলেন।



বাইসাইকেল থিভস দেখে উৎসাহিত হলেও পথের পাচালীতে তিনি যে আঙ্গিক উপস্থাপন করেছেন তা কিন্তু একান্তই ভারতীয় ঘরানার। এ ছবির বিষয় বস্তু আর উপস্থাপনা চলচিত্রের নতুন ভাষার জন্ম দিল। এরপর তিনি ‘কাঞ্চনজঙ্গা’ উপাস্থাপন করে সিনেমাকে পরিচিত করলেন সাঙ্গিতিক আঙ্গিক ভাষার সাথে।



এশিয়ার আরো একজন পরিচালক জাপানের আকিরা কুরোশাওয়া সিনেমার ভাষায় আনলেন নতুন দিক। তার বিখ্যাত ছবি ‘রশোমন’ এর অভিনবত্ব বিষয়বস্তু আর আশ্চর্যচিত্র ভাষা সিনেমা সমাঝদারদের অনুপ্রানিত করেছিল। প্রাচ্য আরা পাশ্চাত্যের এক অদ্ভূত সংমিশ্রন তিনি করেছিলেন এ ছবিতে। জাপানের কাবুকি ও নো নাটক অভিনয় রিতী আর জাপানের উড কাঠের চিত্রকল্পের সাথে ওয়েষ্টার্ন ক্ষিপ্রগতি মিলে মিশে একাকার হয়ে গেছিল।



ফ্রিজ শটের মোহনীয় ব্যাবহার যার হাতে আকর্ষনীয় হয়ে উঠেছিল তিনি ছিলেন ফ্রাঁসোয়া ক্রুফো। সিনেমার এই রিতী তিনি ‘ফোর হান্ড্রেড ব্লৌজ’ এ দেখিয়েছিলেন।



এরপর চিত্রভাষার বিপ্লব সাধন করলেন জ্যা লুক গদার। তার প্রথম বড় ছবি ‘ব্রেথলস’ এ নিয়ম ভাঙ্গার কনভেনশন শুরু করলেন। তিনি চাইতেন কম খরচে ছবি নির্মান। তাই তিনি পেশাদার অভিনয় অভিনেত্রী বাছাই করতেন। ট্রেকিং শট নেবার জন্য ট্রলি না ব্যবহার করে ক্যামেরাম্যানের হাতে ধরিয়ে দিতেন ক্যামেরা। দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাবার জন্য আগে ডিজলভ ও ফেড রিতী ব্যাবহার করা হত। তিনি নিয়ে এলেন সরাসরি জাম্প কাট। জাম্প কাটের মাধ্যমে এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে চলে যেতেন। শুরু হল নতুন পথ চলা।



আমেরিকার পরিচালক স্পিলবার্গ জুরাসিক পার্কের মাধ্যমে সিনেমায় আনলেন কম্পূটারের ব্যাবহার। যন্ত্রকে চলচিত্রের সাথে একীভূত করে ফেললেন স্পিলবার্গ। শুরু হল চলচিত্রে কম্পূটার ম্যাজিক। এর সাফল্যজনক ব্যাবহার জেমস ক্যামেরন তার অ্যাভাটর ছবিতে করেন। ১৯৯৬ সালে শিকাগোয় অনুষ্ঠিত এক চলচিত্র সেমিনারে বিশেষজ্ঞরা বলেন সিনেমায় ক্যামেরার মৃত্যু হয়েছে।



শেষ

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


এই পর্বটি আরও লম্বা হলে ভাল লাগত , মনে হল যেন দ্রুতই শেষ করে দিলেন।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৪

শের শায়রী বলেছেন: ভাই জ্ঞান এই পর্যন্ত আর কেমতে বাড়বে ;)?

আপ্নের প্রেম কাহিনী কই?

২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০১

লাবনী আক্তার বলেছেন: দ্বিতীয় ভালোলাগা রইল। কেমন আছেন ভাইয়া?

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

শের শায়রী বলেছেন: আরে কোথায় ছিলেন বাঈজীদের তৃতীয় পর্বে আপানার মন্তব্য নাই দেখে কিছুটা হতাশ ১ , ২ তে আপনি ই কিন্তু প্রথম মন্তব্যকারী ছিলেন আমি ভাল আছি আপু।

আপনি?

৩| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৫

লাবনী আক্তার বলেছেন: আলহামদুলিল্লাহ্‌! , ভালো আছি ভাইয়া। ৩য় পর্বটা আমার পড়া হয়নি।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

শের শায়রী বলেছেন: আপনার মন্তব্যের অপেক্ষায় আছি তৃতীয় পর্বে আপু।

৪| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

শান্তা273 বলেছেন: দারুন পোস্ট!
+++++++

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

শের শায়রী বলেছেন: ধন্যবাদ সিস।

৫| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই লিখতে সময় পাচ্ছিনা ভীষণ কাজের চাপে আছি

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

শের শায়রী বলেছেন: মিস করছি আপনার লেখা

৬| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনার পোস্টে প্লাস দিতে দিতে হাত ব্যাথা করে! /:)

অসাম!

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০২

শের শায়রী বলেছেন: আপু এই মন্তব্য আমার অনেক পাওয়া। কত বড় ভাল লাগা সে আপনি জানবেন না।

আপনাদের এই ধরনের মন্তব্য না পেলে আমার পক্ষে পোষ্ট দেয়া সম্ভব হত না।

ভাল থাকুন।

৭| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪

জাকারিয়া মুবিন বলেছেন:
যেখানে পাঠদান করা হয়, তা পাঠশালা।

যেখানে চমৎকার সব অসাম জিনিস থাকে, তা অসামশালা।

আপনার ব্লগটা একটা অসামশালা। :)

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৩

শের শায়রী বলেছেন: ভাই আপনাদের আসাধারন মন্তব্যের জন্য ই কিন্তু এই সব পোষ্ট দেয়া।

ভীষন ভাল লাগে আপনাদের উৎসাহ মূলক মন্তব্য গুলো

ভাল থাকুন ভাই

৮| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

বাংলাদেশী দালাল বলেছেন: স্পিলবার্গ সম্পর্কে আর কিছু জানার ছিল। আবার চমক দিলেন।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা ভাই

৯| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯

ডানামনি বলেছেন: ৯৬ সালেই বলা হয়ে গেছে , সিনেমায় ক্যামেরার ব্যাবহার শেষ। তাহলে এখন কি ব্যাবহার হয়? শুধুই পিসি? :||


আপনার লেখাগুলো বেশ ভাল লাগে। অনেক আগেই আপনার ব্লগটা বুকমার্ক করে রেখেছিলাম। কিন্তু সময়ের অভাবে অনেক দেরীতে পরেছি।

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৬

শের শায়রী বলেছেন: ডানামনি সিনেমায় আসলেই এখন ক্যামেরার থেকে কম্পূটার বেশী হয় দেখুন না সাই ফাই সিনেমা কেমন বাড়ছে।

আমার কৃতজ্ঞতা জানুন

১০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

ঢাকাবাসী বলেছেন: চমৎকার! সিনেমায় ক্যামেরার মৃত্যু হয়েছে...অনেক কিছু জানলুম, সাথে পোষ্টে ++++++++++++++++++

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৬

শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা ভাই

১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

বোকামন বলেছেন:






সম্মানিত লেখক,

আপনি দারুনভাবে উপস্থাপন করেছেন ..... চলচ্চিত্র প্রসংগে অনেক কিছুই লিখতে ইচ্ছে করছে... অন্যকোনদিন লিখবো

আমার একটি পোস্টে আপনার মূল্যবান মতামত আশা করছি
Click this link




কিছু কথা: সামুর বর্তমান কে রাঙাতে আপনার লেখাগুলো বেশ সাহায্য করছে বলে সামুর একজন ব্লগার হিসেবে আমি মনে করি.......

এজন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

ভালো থাকবেন

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৯

শের শায়রী বলেছেন: প্রিয় বোকামন ভাই

নিজেকে আসলেই সন্মানিত বোধ করছি আমারমত নগন্য কে আপনার এর চমৎকার মন্তব্য দেবার জন্য।

ভাই এত বড় যোগ্যতা আমি ধারন করি না। হৃদয় ছুয়ে গেল আপনার মন্তব্য।

ভাল থাকুন ভাই।

১২| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

কাউসার রুশো বলেছেন: চমৎকার একটা সিরিজ ছিলো। এত দ্রুত শেষ না করলে পারতেন। এই পর্বটা আরেকটু বিস্তারিত দিলে ভালো হত।

ফোর হান্ড্রেড রোজ নয়, ফোর হান্ড্রেড ব্লৌজ

+++++

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

শের শায়রী বলেছেন: রুশো ভাই

অনেক অনেক ধন্যবাদ ভাই। আমার আন্তরিক কৃতজ্ঞতা জানুন ভূল শুধরে দেবার জন্য।

ভাই ভয় হয় আবার কোথায় কি ভূল করে বসি তাই একটু তাড়াহুড়ো করেই শেষ করলাম।

ভাল থাকুন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.